এম এ হাদী
মোহাম্মদ আবদুল হাদী, যিনি এম এ হাদী নামে অধিক পরিচিত ছিলেন, (জন্ম: ১৯৪১ - মৃত্যু:[1] ১৬ অক্টোবর ২০০৭) [1] একজন বাংলাদেশী শল্যবিদ ও অধ্যাপক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [2]
মোহাম্মদ আবদুল হাদী | |
---|---|
৪র্থ উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২৪ নভেম্বর ২০০১ – ২১ ডিসেম্বর ২০০৬ | |
নিয়োগদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি |
পূর্বসূরী | মাহমুদ হাসান |
উত্তরসূরী | মোহাম্মদ তাহির |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩১ ডিসেম্বর ১৯৪১ |
মৃত্যু | ১৬ অক্টোবর ২০০৭ | (৬৬ বছর)
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা মেডিকেল কলেজ |
পেশা | শল্যবিদ, অধ্যাপক |
জন্ম ও শিক্ষা
হাদী ১৯৪১ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৭৩ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস হতে সার্জারিতে এফসিপিএস অর্জন করেন।[3][4]
পেশা
হাদী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস), বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন। [1] তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন অনুষদের ডিনও ছিলেন।[5]
সম্মাননা
হাদী ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস থেকে ১৯৯৩ সালে রেচনশল্যবিদ্যায় এফআইসিএস,১৯৯৫ সালে রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব এডিনবরা থেকে এফআরসিপি লাভ করেন। তাঁকে কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস, পাকিস্তান সাম্মানিক এফসিপিএস প্রদান করে।[4] তাঁর মৃত্যুতে রয়েল কলেজ অব ফিজিশিয়ানস, এডিনবরা একটি শোকবার্তা প্রকাশ করে।[3]
তথ্যসূত্র
- "Ex-BSMMU vice-chancellor MA Hadi dies at 66"। bdnews24.com। অক্টোবর ১৬, ২০০৭। সংগ্রহের তারিখ জুন ২৫, ২০১৭।
- "Office of the Vice Chancellor"। Bangabandhu Sheikh Mujib Medical University। সংগ্রহের তারিখ জুন ২৫, ২০১৭।
- Obituary. Prof. M A Hadi FRCPEdin. rcpe.uk
- "স্ম র ণ : অধ্যাপক এম এ হাদী | daily nayadiganta"। The Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১১।
- "Prof Hadi passes away"। The Daily Star। অক্টোবর ১৭, ২০০৭। সংগ্রহের তারিখ জুন ২৬, ২০১৭।