এম এ মোবিন
এমএ মবিন একজন বাংলাদেশী চিত্রনায়ক এবং আলোকচিত্রশিল্পী।[3] তিনি ১৯৭৭ সালের সীমানা পেরিয়ে চলচ্চিত্রের জন্য সেরা চিত্রগ্রাহক বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।[4]
এম এ মোবিন | |
---|---|
মৃত্যু | ২৫ জুলাই ২০১৬[1][2] (বয়স ৭৫) |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চিত্রনায়ক ও ক্যামেরাম্যান |
কর্মজীবন | ১৯৭৩–২০১৬ |
উল্লেখযোগ্য কর্ম | |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার) |
নির্বাচিত ছায়াছবি
- ধীরে বহে মেঘনা - ১৯৭৩
- বিচার - ১৯৭৪
- সীমানা পেরিয়ে - ১৯৭৭
- জননী - ১৯৭৭
- সূর্য কন্যা - ১৯৭৭
- লাল সবুজের পালা - ১৯৮১
- দেবদাস - ১৯৮২
- রাজলক্ষ্মী শ্রীকান্ত - ১৯৮৭
- শোনখোনিল কারাগার - ১৯৯২
- দীপু নাম্বার টু - ১৯৯৬
- দুখাই - ১৯৯৭
পুরস্কার এবং মনোনয়ন
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৭৭ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | সেরা চিত্রনায়ক | সীমানা পেরিয়ে | বিজয়ী[4] |
তথ্যসূত্র
- "স্বাধীনতা উৎসব শুরু"। www.prothom-alo.com।
- "৭ মার্চ ভাষণের চিত্রগ্রাহক মবিন আর নেই | জাতীয় | ঢাকা টাইমস"। old.dhakatimes24.com।
- "চলে গেলেন বরেণ্য চিত্রগ্রাহক এম এ মবিন"। জুলাই ২৫, ২০১৬।
- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে এম এ মোবিন (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.