এম এ মান্নান (চট্টগ্রামের রাজনীতিবিদ)

এম এ মান্নান (আনু.১৯৩৬–২১ সেপ্টেম্বর ২০০৯) বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী যিনি চট্টগ্রাম-৯চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ছিলেন।[1][2][3]

এম এ মান্নান
চট্টগ্রাম-৭ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
১৯৭৩  ১৯৭৫
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীসালাউদ্দিন কাদের চৌধুরী
চট্টগ্রাম-৯ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
জুন,১৯৯৬  জুলাই,২০০১
পূর্বসূরীআবদুল্লাহ আল নোমান
উত্তরসূরীআবদুল্লাহ আল নোমান
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু.১৯৩৬
চট্টগ্রাম
মৃত্যু২১ সেপ্টেম্বর ২০০৯
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীনূর মেহের বেগম
সন্তানছয় ছেলে ও দুই মেয়ে

জন্ম

এম এ মান্নান আনু.১৯৩৬ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: আবদুর রশীদ ও মাতার নাম বিবি গোলাপ জান। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি পঞ্চম। তার স্ত্রী নূর মেহের বেগম। এই দম্পতীর ৬ ছেলে ও ২ মেয়ে।

রাজনৈতিক জীবন

এম এ মান্নান কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি তৎকালীন চট্টগ্রাম-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[1] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[3][4]

২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আবদুল্লাহ আল নোমানের কাছে পরাজিত হন।[5]

মৃত্যু

এম এ মান্নান ২১ সেপ্টেম্বর ২০০৯ সালে মৃত্যুবরণ করেন।[6]

তথ্যসূত্র

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  2. "এম এ মান্নান, আসন নং: ২৮৬, চট্টগ্রাম-৯, দল: আওয়ামী লীগ (নৌকা)"দৈনিক প্রথম আলো। ১২ জুন ১৯৯৬। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০
  3. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  4. চট্টগ্রাম, রুবেল খান (৬ জানুয়ারি ২০১৯)। "চট্টগ্রাম-৯ এবারও ঐতিহ্য ধরে রাখল"দৈনিক সমকাল। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০
  5. "এম এ মান্নান, আসন নং: ২৮৬, চট্টগ্রাম-৯, দল: আওয়ামী লীগ (নৌকা)"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০
  6. "Ex-minister MA Mannan dies aged 73"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.