এম আব্দুর রহিম মেডিকেল কলেজ

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল (পূর্বনাম: দিনাজপুর মেডিকেল কলেজ)[1] বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলায় অবস্থিত[2] একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল যা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চিকিৎসা অনুষদের অন্তর্ভুক্ত একটি মেডিকেল কলেজ।[3][4]

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ
ধরনমেডিকেল কলেজ
স্থাপিত১৯৯২ ইং
শিক্ষার্থী৯০০
অবস্থান
শিক্ষাঙ্গনশহর এলাকা
সংক্ষিপ্ত নাম মারমেক
ওয়েবসাইটmarmcd.edu.bd
মানচিত্র
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ভবনের সামনের স্থিরচিত্র

কলেজটি প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল।

ইতিহাস

১৯৭৮-৭৯ সালে বাংলাদেশ সরকার দেশে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বগুড়া, কুমিল্লা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালীতে মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী ১৯৮০-৮১ সালে কুমিল্লা, খুলনা, পাবনা এবং আইপিএমজিআর (ঢাকা) - এ সেখানকার মেডিকেল কলেজগুলোর কার্যক্রম শুরু হয়। কিন্তু কিছু সমস্যার কারণে সেই মেডিকেল কলেজগুলোর কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং শিক্ষার্থীদের দেশে বিদ্যমান আটটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আবার ১৯৯১-৯২ সালে সরকার আবারও আরও মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং আরও ৫টি মেডিকেল কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয়। সেজন্য উক্ত বছরে সরকার দিনাজপুর, বগুড়া, খুলনা, ফরিদপুর এবং কুমিল্লাতে প্রতিটিতে ৫০ জন ছাত্র ভর্তি করানোর মাধ্যমে আরোও ৫টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে।[5]

দিনাজপুর মেডিকেল কলেজ ১৯৯২ সালের ১৬ই আগস্ট দিনাজপুর মেডিকেল কলেজ নামে কার্যক্রম শুরু করে এবং ১লা জুলাই ২০০০ সালে দিনাজপুর শহরে আনন্দ সাগর এলাকায় নতুন ভবনে কার্যক্রম শুরু করে। শেষ পর্যন্ত ৭ই মার্চ ২০১০ সালে কলেজের নিজস্ব ভবনে ১৩০ জন শিক্ষার্থী নিয়ে তার কার্যক্রম স্থানান্তর করে।[5]

২০১৭ সালে বাংলাদেশ সরকার কলেজটিকে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে পরিবর্তন করে এম আবদুর রহিম মেডিকেল কলেজ নামকরণ করে।[1]

শিক্ষাঙ্গন

মসজিদ

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের খেলার মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে দুটি তলা ভবন বিশিষ্ট মসজিদ অবস্থিত।

আবাসন সুবিধা

ছেলেদের হলের নাম ডাঃ মোঃ ইউসুফ আলী হল। এটি খেলার মাঠের পাশে দুটি চারতলা বিশিষ্ট ভবন।

মেয়েদের হলের নাম ডাঃ মোঃ তৈয়বুর রহমান হল। এটি তিনটি চারতলা বিশিষ্ট ভবন। এটিতে পূর্ব ভাগ, পশ্চিম ভাগ এবং মাঝের ভাগ নামে তিনটি অংশ রয়েছে।


ইন্টার্ন ডাক্তারদের জন্য দুটি চারতলা বিশিষ্ট ভবন রয়েছে। যার মধ্যে একটি ছেলেদের জন্য এবং একটি মেয়েদের জন্য। মূল হাসপাতালের পিছনে আধুনিক সুবিধাসহ ভবন।

নার্সিং ইনস্টিটিউটের কাছে প্রশিক্ষণার্থী নার্সদের জন্য দুটি হোস্টেল রয়েছে। শিক্ষক, ডাক্তার, নার্স এবং অতিথিদের জন্য অনেকগুলো ভবন রয়েছে।

দিনাজপুর নার্সিং কলেজ

দিনাজপুর নার্সিং কলেজের সম্মুখ দৃশ্য

হাসপাতালের সাথে একটি আধুনিক সুবিধা বিশিষ্ট নার্সিং কলেজ রয়েছে। এটি তরুণ নার্সদের প্রশিক্ষণ দেয়। হাসপাতালের কাছে নার্সদের জন্য হোস্টেলও রয়েছে।

হাসপাতাল

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম হাসপাতাল। এটি একটি ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।[6] হাসপাতালে ১৭ টি অপারেশন থিয়েটার রয়েছে। যার মধ্যে ১২ টি সাধারণ এবং দুটি জরুরি অপারেশন থিয়েটার। হাসপাতালটি ক্যান্সার, ইউরোলজি এবং রেডিওথেরাপিসহ কয়েকটি নতুন বিভাগ চালু করেছে। হাসপাতাল ভবনে একটি ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। হাসপাতালে ১০০০ জনেরও বেশি রোগীর সেবা দিবার ক্ষমতা রয়েছে। বর্তমানে সরকার এই মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যার বার্ন ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পিজিটি প্রশিক্ষণও এই হাসপাতালে দেওয়া হয়।

হাসপাতালের অধীনে অন্যান্য প্রতিষ্ঠান

  • দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল
  • জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল
  • ডায়াবেটিক হাসপাতাল
  • বিএনএসবি চক্ষু হাসপাতাল
  • অরবিন্দ শিশু হাসপাতাল
  • এমসিএইচসি কেন্দ্র
  • স্কুল স্বাস্থ্য কেন্দ্র
  • নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্র, দিনাজপুর
  • বক্ষব্যাধি ক্লিনিক
  • কুষ্ঠ ক্লিনিক

সংগঠন

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মসজিদ
  • মেডিসিন ক্লাব[7]
  • সন্ধানী, স্বেচ্ছাসেবী সংগঠন[8]
  • ঐকতান, সাংস্কৃতিক সংগঠন[9]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "দিনাজপুর মেডিকেলের নতুন নাম 'এম আব্দুর রহিম মেডিকেল কলেজ'"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৯
  2. "দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসা কার্যক্রম বন্ধ"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৯
  3. http://marmcd.edu.bd/
  4. http://www.ru.ac.bd/index.php?option=com_content&view=article&id=83&Itemid=265
  5. "History ⋆"marmcd.edu.bd (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০
  6. "দিমেক এখন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল"banglanews24.com। ২০১৭-০৪-১০। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৯
  7. "MEDICINE CLUB ⋆"marmcd.edu.bd (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০
  8. "SANDHANI ⋆"marmcd.edu.bd (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০
  9. "OKKATAN ⋆"marmcd.edu.bd (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.