এম'বায়ে নিয়াং
এম'বায়ে বাবাকার নিয়াং[1] (ফরাসি উচ্চারণ: [ˈm.be ˈniˈɑŋ]) (জন্ম: ১৯ ডিসেম্বর ১৯৯৪) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি ইতালীয় ক্লাব মিলান হতে তরিনোয় ধারে এবং সেনেগাল জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এম'বায়ে বাবাকার নিয়াং[1] | ||
জন্ম | ১৯ ডিসেম্বর ১৯৯৪ | ||
জন্ম স্থান | মোলন-এন-ইভ্লিন, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
তরিনো (মিলান হতে ধারে) | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
২০০১–২০০৩ | বাসে-স্যানে লেস মুরোঁ | ||
২০০৩–২০০৭ | পয়সি | ||
২০০৭–২০১১ | কঁন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১২ | কঁন ২ | ২২ | (৫) |
২০১১–২০১২ | কঁন | ৩০ | (৫) |
২০১২– | মিলান | ৬৭ | (৮) |
২০১৪ | → মন্তপিলিয়ের (ধার) | ১৯ | (৪) |
২০১৫ | → জেনোয়া (ধার) | ১৪ | (৫) |
২০১৭ | → ওয়াটফোর্ড (ধার) | ১৬ | (২) |
২০১৭– | → তরিনো (ধার) | ২৬ | (৪) |
জাতীয় দল‡ | |||
২০০৯–২০১০ | ফ্রান্স অনূর্ধ্ব-১৬ | ৬ | (৩) |
২০১০–২০১১ | ফ্রান্স অনূর্ধ্ব-১৭ | ৮ | (০) |
২০১১–২০১২ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ৩ | (১) |
২০১৭– | সেনেগাল | ৩ | (০) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক। |
ক্যারিয়ার পরিসংখ্যান
সম্মাননা
ক্লাব
- মিলান
- সুপারকোপা ইতালিয়ানা: ২০১৬
তথ্যসূত্র
- "Niang, Caen n'est pas vendeur"। Mercato365 (French ভাষায়)। ২৯ জুন ২০১১। ২ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১১।
- M'Baye Niang – A.C. Milan profile. acmilan.com. A.C. Milan.
- "Niang, M'Baye"। National Football Teams। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
- এলএফপিতে এম'বায়ে নিয়াং (ইংরেজি) (এছাড়াও ফরাসি ভাষায় উপলব্ধ)
- লেকিপ ফুটবলে এম'বায়ে নিয়াং (ফরাসি)
টেমপ্লেট:Torino F.C. squad
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.