এমা থমাস
এমা থমাস একজন ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক। যিনি দ্য প্রেস্টিজ (২০০৬) এবং ইনসেপশন (২০১০) চলচ্চিত্রে সহ-প্রযোজনার জন্যে বিশ্বব্যাপী পরিচিত। এছাড়াও তিনি তার স্বামী মার্কিন চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলানের সাথে প্রযোজনায় যুক্ত রয়েছেন।
এমা থমাস | |
---|---|
Emma Thomas | |
জন্ম | এমা থমাস নভেম্বর ৩০, ১৯৬০ লন্ডন, যুক্তরাজ্য |
জাতীয়তা | ব্রিটিশ |
নাগরিকত্ব | লন্ডন |
শিক্ষা | স্নাতক |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি কলেজ লন্ডন |
পেশা | |
কর্মজীবন | ১৯৯৭–বর্তমান |
আদি নিবাস | লন্ডন |
দাম্পত্য সঙ্গী | ক্রিস্টোফার নোলান (বি. ১৯৯৭) |
সন্তান |
|
কর্মজীবন
থমাস ১৯৯০ জুড়ে একজন স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে কাজ করেন এছাড়াও পরিচালক স্টিফেন ফেয়ারস এর সহযোগি ছিলেন। বর্তমানে তিনি প্রোডাকশন কোম্পানি সাইনকপি ইনক.তে কাজ করছেন।[1][2]
শিক্ষা
থমাস স্নাতক ডিগ্রি লাভ করেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে।[3] পরবর্তিতে ১৯৯৭ সাল থেকে তিনি স্বামী নোলানের সবকটি চলচ্চিত্রে প্রযোজনা করছেন।
ব্যক্তিগত জীবন
২০১৩ হতে থমাস ও নোলান দম্পতি তাদের চার সন্তান নিয়ে আমেরিকার লস এন্জলসে বসবাস করছেন।[4]
চলচ্চিত্রের তালিকা
প্রযোজনা
- ডুডেলবাগ (১৯৯৭)
- ফলোয়িং (১৯৯৮)
- মেমেন্টো (২০০০)
- ইনসোমনিয়া (২০২)
- বেটম্যান বিগেইনস (২০০৫)
- দ্য প্রেস্টিজ (২০০৬)
- দ্য ডার্ক নাইট (২০০৮)
- ইনসেপশন (২০১০)
- দ্য ডার্ক নাইট রাইজেস (২০১২)
- ইন্টারস্টেলার (২০১৪)
- বেটম্যান: গোথাম নাইট(নির্বাহি প্রযোজক)
- ম্যান অফ স্টিল (চলচ্চিত্র)(২০১৩)
- ট্রানসেন্ডেন্স(চলচ্চিত্র)(নির্বাহি প্রযোজক)
তথ্যসূত্র
- "Interview: Emma Thomas; The producer of Batman Begins talks about the cast, the script and the rumors."। movies.ign.com। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১০।
- Will Lawrence (19 July 2010) Christopher Nolan interview for Inception, The Daily Telegraph
- Welcome to Next Wave Films: Following
- Breznican, Anthony (১৫ জুলাই ২০১০)। "With 'Inception', Chris Nolan's head games continue"। USA Today। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১০।
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে এমা থমাস সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে এমা থমাস (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.