এমা ডার্সি
এমা জিয়া ডার্সি (ইংরেজি: Emma Zia D'Arcy; জন্ম: ২৭ জুন ১৯৯২) একজন ইংরেজ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনয়শিল্পী। তিনি ওয়ান্ডারলাস্ট, ট্রুথ সিকারস, ও হাউজ অব দ্য ড্রাগন টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি অর্জন করেন।
এমা ডার্সি | |
---|---|
Emma D'Arcy | |
জন্ম | এমা জিয়া ডার্সি ২৭ জুন ১৯৯২ |
মাতৃশিক্ষায়তন | রাসকিন স্কুল অব আর্ট, অক্সফোর্ড |
পেশা | অভিনেতা, মঞ্চ নির্মাতা |
কর্মজীবন | ২০১৫-বর্তমান |
প্রারম্ভিক জীবন
ডার্সি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত রাসকিন স্কুল অব আর্টে চারুকলা নিয়ে পড়াশোনা করেন। তিনি সেসময় দ্য ইয়ার্ড থিয়েটারে রোমিও অ্যান্ড জুলিয়েট, দ্য গেমস উই প্লেইড, ও দ্য ক্রুসিবল,[1] আলমেইদা থিয়েটারে অ্যাগেইন্সট, ওয়েস্ট ইয়র্কশায়ার প্লেহাউজে আ গার্ল ইন স্কুল ইউনিফর্ম (ওয়াকস ইনটু আ বার, আর্কোলা থিয়েটারে মিসেস ডালোওয়ে অ্যান্ড ক্যালিস্টো: আ কুইয়ার এপিক এবং অক্সফোর্ড প্লেহাউজে পিলোম্যান মঞ্চনাটকে অভিনয় করেন।[1]
ব্যক্তিগত জীবন
ডার্সি একজন নন-বাইনারি এবং সর্বনাম হিসেবে তারা/তাদের ব্যবহার করেন।[2]
চলচ্চিত্রের তালিকা
চলচ্চিত্র
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১৫ | ইউনাইটেড স্ট্রং অ্যালোন | স্নাইপার | স্বল্পদৈর্ঘ্য |
২০১৯ | ও হলি গৌস্ট | স্টেফানি | স্বল্পদৈর্ঘ্য |
২০২০ | মিসবিহেভিয়ার | হেজেল | |
২০২১ | মাদারিং সানডে | এমা হবডে |
টেলিভিশন
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
2018 | ওয়ান্ডারলাস্ট | নেওমি রিচার্ডস | প্রধান চরিত্র |
২০১৯ | ওয়াইল্ড বিল | অ্যালমা | |
২০২০ | হ্যানা | সোনিয়া রিখটার | |
২০২০ | ট্রুথ সিকারস | অ্যাস্ট্রিড | প্রধান চরিত্র |
২০২২ | হাউজ অব দ্য ড্রাগন | র্যানিরা টারগেরিয়ান | প্রধান চরিত্র |
মিউজিক ভিডিও
বছর | শিল্পী | গানের শিরোনাম |
---|---|---|
২০১৭ | লিটল ক্লাব | "টু মাচ লাভ" |
তথ্যসূত্র
- "Emma D'Arcy - Roxane Vacca Management"। রোক্সেন ভেকা ম্যানেজমেন্ট। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ইফতিখার, আসিয়া (২১ জুলাই ২০২২)। "Game of Thrones spin-off House of the Dragon has a non-binary lead"। পিঙ্কনিউজ। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে এমা ডার্সি (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.