এন৫০৬ (বাংলাদেশ)
এন৫০৬ (জাতীয় মহাসড়ক) হল বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি জাতীয় মহাসড়ক, যা কুড়িগ্রাম জেলা শহরকে রংপুর বিভাগীয় শহরের সাথে সংযুক্ত করেছে। রাস্তাটি পশ্চিম প্রান্ত রংপুরের নিকটে এন৫১৭ এ এবং পূর্ব প্রান্ত কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি একটি দুই লেন বিশিষ্ট রাস্তা।
![]() | ||||
---|---|---|---|---|
রংপুর - কুড়িগ্রাম মহাসড়ক | ||||
![]() | ||||
পথের তথ্য | ||||
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | ||||
দৈর্ঘ্য | ৫০.০১ কিমি[1] (৩১.০৭ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
পশ্চিম প্রান্ত: | ![]() | |||
![]() | ||||
পূর্ব প্রান্ত: | ![]() | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
রাস্তার বিবরণ
এন৫০৬ রংপুর শহরের দক্ষিণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সামনে, যেখানে এন৫১৭ উত্তর দিয়ে বাক নিয়েছে ঠিক সেই স্থানের একটি সংযোগস্থল থেকে শুরু হয়েছে।[2] এরপর উত্তর-পূর্বমুখী হয়ে এগিয়ে কিছু বাড়ি-ঘর অতিক্রম করে সাতমাথা নামক স্থানে জেড৫০১০ কে ছেদ করেছে। রাস্তাটি পূর্বদিকে বাক নিয়ে কৃষি জমির মধ্যদিয়ে কাউনিয়া উপজেলা শহরে উপনীত হয়েছে।
প্রধান সংযোগস্থলসমূহ
সম্পূর্ণ রাস্তাটি রংপুর জেলা লালমনিরহাট জেলা ও কুড়িগ্রাম জেলাতে অবস্থিত।
অবস্থান | মাইল | কি.মি. | গন্তব্য | টীকা |
---|---|---|---|---|
০.০০ | ০.০০ | ![]() | ||
![]() |
তথ্যসূত্র
- "OnlineRoadNetwork N506"। সড়ক ও মহাসড়ক বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭।
- RHD ROAD NETWORK, Rangpur Zone [সওজ সড়ক নেটওয়ার্ক, রংপুর জোন] (pdf) (মানচিত্র) (ইংরেজি ভাষায়)। সড়ক ও জনপথ বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
- সড়ক ও জনপথ বিভাগ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জুলাই ২০১৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইট
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.