এন৩ (বাংলাদেশ)

এন৩ বা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বাংলাদেশের জাতীয় হাইওয়ে যা রাজধানী ঢাকা এবং ময়মনসিংহকে সংযুক্ত করেছে।[1]

জাতীয় মহাসড়ক ৩ shield}}
জাতীয় মহাসড়ক ৩
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
পথের তথ্য
দৈর্ঘ্য১১৫ কিমি[1] (৭১ মা)
মহাসড়ক ব্যবস্থা
এন২ এন৪

চার লেইন প্রকল্প

এন৩ পাগারিয়া-শিলা নদীর উপরে দুইটি সেতু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ৮৭ দশমিক ১৮ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণের লক্ষ্যে ২০১১ সালের ১ ফেব্রুয়ারি ৯০২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন রাস্তার কাজ শুরু হয়। বর্তমানে এর ৬২% কাজ সম্পূর্ণ হয়েছে।[2]

সংযোগস্থল তালিকা

ঢাকা বিভাগ সম্পূর্ণ রুট

অবস্থান কিমি মাইল গন্তব্যস্থল নোট
ঢাকা
টঙ্গী  এন৫০১
জয়দেবপুর  এন৪,  এন১০৫
ময়মনসিংহ

তথ্যসূত্র

  1. "Road Master Plan" (পিডিএফ)। Bangladesh Roads and Highways Department। ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১২
  2. "জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের কাজ হয়েছে ৬২ শতাংশ"। দৈনিক নয়াদিগন্ত। ১১ জানুয়ারি ২০১৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.