ঢাকা-সিলেট মহাসড়ক

এন২ বাংলাদেশের জাতীয় মহাসড়ক যা রাজধানী ঢাকা এবং সিলেট বিভাগের শহর তামাবিলকে সংযুক্ত করেছে। রুট সিলেট শহর অতিক্রম করেছে এবং এর অংশ ঢাকা-সিলেট মহাসড়কসিলেট-তামাবিল মহাসড়ক নামে পরিচিত। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এএইচ১ এবং এএইচ২-এর অংশ।[1]

জাতীয় মহাসড়ক ২
ঢাকা-সিলেট মহাসড়ক
সিলেট-তামাবিল মহাসড়ক
পথের তথ্য
এএইচ১ এএইচ২-এর অংশ
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য২৮৭ কিমি[1] (১৭৮ মা)
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত:ঢাকা
উত্তর প্রান্ত:তামাবিল
মহাসড়ক ব্যবস্থা
এন১ এন৩
জাতীয় মহাসড়ক (ঢাকা সিলেট মহাসড়ক, শাহপুর বাস স্টপ, মাধবপুর, হবিগঞ্জের নিকট) এন২-এর একটি দৃশ্য

এন২ রুট

বিভাগ অবস্থান কিমি মাইল গন্তব্যস্থল নোট
ঢাকা বিভাগ কাচপুর  এন১
ভুলতা  এন১০৫
চট্টগ্রাম বিভাগ সরাইল  এন১০২
খুলনা বিভাগ জগদিশপুর আর১৪০
সিলেট বিভাগ শায়েস্তাগঞ্জ  এন২০৪
মিরপুর বাজার  এন২০৭
শেরপুর  এন২০৭
সিলেট  এন২০৫
 এন২০৮
জইন্তাপুর–জাফলং এএইচ১, এএইচ২ –ভারত, মায়ানমার

তথ্যসূত্র

  1. "রোড মাস্টার প্ল্যান" (পিডিএফ)। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ। ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৩

বহিঃসংযোগ

KML is from Wikidata
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.