এনা সাহা

এনা জেনিফার সাহা (জন্মঃ ২৮ মে ১৯৯২) একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী যিনি বাংলা এবং মালয়ালম চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানগুলিতে অভিনয় করেছেন।

এনা সাহা
জন্ম (1992-05-28) ২৮ মে ১৯৯২[1]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১১ – বর্তমান
আদি নিবাসকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত[1]

পেশা

বক্সার

তিনি বেশ কয়েকটি বাংলা টিভি সিরিয়ালে হাজির হয়েছেন,যেমনঃ [2] রাত ভোর বৃষ্টি, বউ কথা ক ও , বাঁধন ,সংসার সুখের হয় রমনীর গুণে,মহাপ্রভু শ্রীচৈতন্যে প্রভৃতি

তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক ও আর্ট-হাউজ বাংলা চলচ্চিত্র এবং মালয়ালম চলচ্চিত্রে হাজির হন। তার প্রথম ছবি হল সোমনাথ গুপ্ত পরিচালিত বাংলা চলচ্চিত্র আমি আদু[3] ওয়ান থার্টি এম ছবিতে তিনি নিশির ভূমিকা পালন করেন। এই চলচ্চিত্রটি বেশ কয়েকটি চলচ্চিত্র উত্সবে সমালোচকদের দ্বারা প্রশংসা পেয়েছিল। [4] ২০১৩ সালে, তিনি মালয়ালম চলচ্চিত্র নিলাকশাম পাচাকাদাল চুভানা ভূমিতে হাজির হন, যেখানে তিনি গৌরী চরিত্রে অভিনয় করেছিলেন।

চলচ্চিত্রের তালিকা

প্রযোজনা

বছর নাম পরিচালক অভিনেতা
২০২০ এসওএস কলকাতা অংশুমান প্রত্যুস যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী
২০২২ চিনে বাদাম শিলাদিত্য মৌলিক যশ দাশগুপ্ত, এনা সাহা

অভিনয়

বছর নাম ভাষা চরিত্র ব্যানার / প্রযোজক
২০১১ আমি আদু বাংলা আমিনা নিউ থিয়েটার
প্রিয়া তুমি মিলি
২০১২ ওয়ান থার্টি এম নিশি সৌরভ দে
বোঝে না সে বোঝে না প্রিয়াংকা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩ নিলাকশাম পাচাকদল চুভান্না ভূমি মালায়ালাম গৌরী হ্যাপি হাউস এনটারটেইনমেনট
২০১৪ চিরোদিনি তুমি আমার ২ বাংলা শ্রেয়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মৃত্তিকা
ফোর্স বাংলা পিএসএস এনটারটেইনমেনট দ্বারা পরিচালিত সামাজিক মিডিয়া প্রচারাভিযান
ব্যোমকেশ ফিরে এল ঝিল্লি আরপি টেকভিশন প্রাইভেট লিমিটেড অঞ্জন দত্ত প্রযোজনা
২০১৫ ইউ থু ব্রুটুস মালায়ালাম দিয়া রাউন্ড আপ সিনেমা
অচেনা বন্ধুত্ব বাংলা প্রাইড এনটারটেইনমেনট
দুগ্ধ নখর স্বপ্না ফ্রাগান্ত ক্রিয়েশন
হ্রদয় হরণ পুজা হৃতিকা এন্টার প্রাইস
অমর আকবর এন্তনি মালায়ালাম অমরের জি এফে থামীস রিলিস
রাজকাহিনী বাংলা বান্ন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৬ নট আ দারটি ফিল্ম মনা ইন্দিরা প্রডাকশন
ছাউরাঙ্গা হিন্দি মনা এন এফ ডি এস
যুধিষ্ঠির বাংলা জি বাংলা সিনেমা অরিজিনাল
২০১৭ লঙ্কা তেলুগু স্বাথি রলিং রক্সস এনটারটেইনমেন্ট
এক যে আছে অপ্সরা বাংলা অপ্সরা অ্পিতা জি বাংলা সিনেমা অরিজিনালস
কমরেড
কিছু না বলা কথা এনা সাহা
২০১৮ বক্সার জিনিয়া নিউ এরা এনটারটেইনমেনট
দ্য হ্যাকার রিতানহ্নি লাচে স্টাইল প্রোডাকশন্স

টিভি অনুষ্ঠান

নাম ভূমিকা ভাষা মন্তব্য
দাদাগিরি আনলিমিটেড সেলিব্রিটি অংশগ্রহণকারী বাংলা জি বাংলা
মা (টেলিভিশন ধারাবাহিক) ঝিলিকের মাসিমা বাংলা স্টার জলসা
সুভাসিনি সুভাসিনি বাংলা রূপসী বাংলা
রাত ভোর বৃষ্টি বাংলা জি বাংলা
বউ কথা কও মহুয়া বাংলা স্টার জলসা
বন্ধন বাংলা স্টার জলসা
বিগ বস বাংলা স্বয়ং বাংলা কালার্স বাংলা

তথ্যসূত্র

  1. "Ena Saha - Official Handle"Twitter। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৭
  2. "Ena Saha (@SahaEna) | টুইটার"twitter.com। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৭
  3. "Ena Saha Latest Movies Videos Images Photos Wallpapers Songs Biography Trivia On Gomolo.com"। gomolo.com। ৯ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬
  4. "Ena Saha | Facebook"। facebook.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.