এদুয়ার মানে
এদুয়ার মানে[1] (ফরাসি: Édouard Manet) (২৩শে জানুয়ারি, ১৮৩২ – ৩০শে এপ্রিল, ১৮৮৩) একজন ফরাসি অন্তর্মুদ্রাবাদী (impressionist) চিত্রকর ছিলেন। তার আঁকা ল্য দেজ্যনে স্যুর লের্ব (Le déjeuner sur l'herbe, "ঘাসের উপরে মধ্যাহ্নভোজ") ও ওলাঁপিয়া (Olympia) অন্তর্মুদ্রাবাদী ধারার অন্যতম দিকনির্দেশী চিত্রকর্ম।
এদুয়ার মানে | |
---|---|
![]() portrait by Nadar | |
জন্ম | এদুয়ার মানে ২৩ জানুয়ারি ১৮৩২ প্যারিস |
মৃত্যু | ৩০ এপ্রিল ১৮৮৩ ৫১) প্যারিস | (বয়স
জাতীয়তা | ফরাসি |
পরিচিতির কারণ | চিত্রাঙ্কন, ছাপচিত্র |
উল্লেখযোগ্য কর্ম | ল্য দেজ্যনে স্যুর লের্ব (Le déjeuner sur l'herbe), ১৮৬৩ ওলাঁপিয়া (Olympia]] , ১৮৬৩ |
আন্দোলন | বাস্তবতাবাদ, অন্তর্মুদ্রাবাদ |
পাদটীকা
- এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.