এড বেগলি
এডওয়ার্ড জেমস বেগলি (ইংরেজি: Edward James Begley; ২৫ মার্চ ১৯০১ - ২৮ এপ্রিল ১৯৭০) ছিলেন একজন মার্কিন অভিনেতা।[1] তিনি সুইট বার্ড অব ইয়থ (১৯৬২) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল টুয়েলভ অ্যাংরি মেন (১৯৫৭) ও আনসিঙ্কেবল মলি ব্রাউন (১৯৬৪)।
এড বেগলি | |
---|---|
Ed Begley | |
জন্ম | এডওয়ার্ড জেমস বেগলি ২৫ মার্চ ১৯০১ হার্টফোর্ড, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৮ এপ্রিল ১৯৭০ ৬৯) হলিউড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধি | সান ফার্নান্দো মিশন সেমেটারি, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯১৭-১৯৭০ |
দাম্পত্য সঙ্গী | অ্যামান্ডা হাফ (বি. ১৯২২; বিচ্ছেদ. ১৯৫৭) ডরোথি রিভস (বি. ১৯৬১; বিচ্ছেদ. ১৯৬৩) হেলেন জর্ডান (বি. ১৯৬৩; মৃ. ১৯৭০) |
সন্তান | এড বেগলি জুনিয়র |
বেগলি ১৯৫৬ সালে ব্রডওয়ে মঞ্চে ইনহেরিট দ্য উইন্ড নাটকে ম্যাথু হ্যারিসন ব্র্যাডি চরিত্রে অভিনয় করে সেরা চরিত্রাভিনেতা বিভাগে টনি পুরস্কার অর্জন করেন এবং এর টিভি চলচ্চিত্রায়নে একই চরিত্রে অভিনয় করে এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি অভিনেতা এড বেগলি জুনিয়রের পিতা।
প্রারম্ভিক জীবন
বেগলি ১৯০১ সালের ২৫শে মার্চ কানেটিকাট অঙ্গরাজ্যের হার্টফোর্ডে জন্মগ্রহণ করেন। তার পিতা মাইকেল জোসেফ বেগলি এবং মাতা হানা ক্লিফোর্ড আইরিশ অভিবাসী ছিলেন।[2][3] পঞ্চম শ্রেণিতে পড়াকালীন স্কুল থেকে ঝরে পড়ার পর তিনি কয়েকবার বাড়ি থেকে পালিয়ে যান এবং কার্নিভাল, মেলা ও ছোট সার্কাসে কাজ করতেন।[4] এছাড়া তিনি ব্রাশ বিক্রি করতেন, দুধ ডেলিভারি দিতেন এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দেন।[4]
কর্মজীবন
১৯৫০-এর দশকে তিনি ডেডলাইন - ইউ.এস.এ. (১৯৫২) এবং টুয়েলভ অ্যাংরি মেন (১৯৫৭) ছবিতে জুরি #১০ চরিত্রে অভিনয় করেন। তিনি রড সার্লিং-এর প্যাটার্নস (১৯৫৫) টিভি ধারাবাহিকে এবং মঞ্চায়নে (১৯৫৬)-এ উইলিয়াম (বিল) ব্রিগস চরিত্রে অভিনয় করেন।
বেগলি ১৯৫৬ সালে ব্রডওয়ে মঞ্চে ইনহেরিট দ্য উইন্ড নাটকে ম্যাথু হ্যারিসন ব্র্যাডি চরিত্রে অভিনয় করে মঞ্চনাটকে সেরা চরিত্রাভিনেতা বিভাগে টনি পুরস্কার অর্জন করেন এবং এর টিভি চলচ্চিত্রায়নে একই চরিত্রে অভিনয় করে এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তিনি সুইট বার্ড অব ইয়থ (১৯৬২) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। পরে তিনি আনসিঙ্কেবল মলি ব্রাউন (১৯৬৪), ওয়াইল্ড ইন দ্য স্ট্রিটস (১৯৬৮) এবং ক্লিন্ট ইস্টউডের পশ্চিমা ধারার হ্যাং 'এম হাই (১৯৬৮) চলচ্চিত্রে অভিনয় করেন।
তথ্যসূত্র
- "অবিচুয়ারি", ভ্যারাইটি, ৬ মে ১৯৭০।
- Current Biography Yearbook। এইচ. ডব্লিউ. উইলসন কোম্পানি। ২৯ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯ – গুগল বুকস-এর মাধ্যমে।
- কেলিন, আর্লিন; বোয়ানগু, সুরি (১ জুন ১৯৭৭)। Hollywood album: lives and deaths of Hollywood stars from the pages of the New York Times। আর্নো প্রেস। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯ – গুগল বুকস-এর মাধ্যমে।
- "Ed Begley Loves Life"। দ্য ব্রিজপোর্ট পোস্ট। ২৪ এপ্রিল ১৯৬৪। পৃষ্ঠা ২১। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯ – নিউজপেপারস.কম-এর মাধ্যমে।
বহিঃসংযোগ
- অলমুভিতে এড বেগলি
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে এড বেগলি (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে এড বেগলি (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে এড বেগলি (ইংরেজি)