এডেন উপসাগর

এডেন উপসাগর (ইংরেজি: Gulf of Adenআরবি: خليج عدن) আরব সাগরের পশ্চিম বাহু। এর উত্তরে আরব উপদ্বীপের দক্ষিণ উপকূলের ইয়েমেন রাষ্ট্র এবং এর দক্ষিণে উত্তর-পূর্ব আফ্রিকার সোমালিয়াজিবুতি অবস্থিত। উপসাগরটি ৮৯০ কিলোমিটার দীর্ঘ এবং লোহিত সাগরের সাথে বাব এল মান্দেব প্রণালীর মাধ্যমে সংযুক্ত। এডেন উপসাগরটি ভারত মহাসাগর থেকে সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথটির অংশবিশেষ গঠন করেছে।

এডেন উপসাগর
এডেন উপসাগরের মানচিত্র
অবস্থানআরব সাগর
স্থানাঙ্ক১২° উত্তর ৪৮° পূর্ব
ধরনউপসাগর
গড় গভীরতা৫০০ মি (১,৬০০ ফু)
সর্বাধিক গভীরতা২,৭০০ মি (৮,৯০০ ফু)
সর্বোচ্চ তাপমাত্রা২৮ °সে (৮২ °ফা)
সর্বনিম্ন তাপমাত্রা১৫ °সে (৫৯ °ফা)
জনবসতিএডেন, জিবুতি, বার্বেরা

একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল

এডেন উপসাগরে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল:[1][2][3][4]

ক্রম দেশ এলাকা (কিমি2)
 ইয়েমেন৫০৯,২৪০
 সোমালিয়া৮৩১,০৫৯
 জিবুতি৭,০৩৭
সমগ্র এডেন উপসাগর ১,৩৪৭,৩৩৬

তথ্যসূত্র

  1. "Sea Around Us | Fisheries, Ecosystems and Biodiversity"www.seaaroundus.org
  2. "Sea Around Us | Fisheries, Ecosystems and Biodiversity"www.seaaroundus.org
  3. "Sea Around Us | Fisheries, Ecosystems and Biodiversity"www.seaaroundus.org
  4. "Sea Around Us | Fisheries, Ecosystems and Biodiversity"www.seaaroundus.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.