এডওয়ার্ড নর্টন

এডওয়ার্ড হ্যারিসন নর্টন (জন্ম: ১৮ আগস্ট, ১৯৬৯) হলেন একজন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, ও সমাজকর্মী। তিনি প্রাইমাল ফিয়ার (১৯৯৬), অ্যামেরিকান হিস্ট্রি এক্স (১৯৯৮) এবং বার্ডম্যান (২০১৪) চলচ্চিত্রের জন্য তিনবার একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তার উল্লেখযোগ্য কাজ হল এভরিওয়ান সেজ আই লাভ ইউ (১৯৯৬), দ্য পিপল ভার্সাস ল্যারি ফ্লিন্ট (১৯৯৭), ফাইট ক্লাব (১৯৯৯), রেড ড্রাগন (২০০২), টোয়েন্টি ফিফথ আওয়ার (২০০২), কিংডম অফ হেভেন (২০০৫), দ্য ইলুশনিস্ট (২০০৬), মুনরাইজ কিংডম (২০১২), দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (২০১৪), এবং সসেজ পার্টি (২০১৬)। ২০০০ সালে কিপিং দ্য ফেইথ চলচ্চিত্র দিয়ে তার পরিচালনা অভিষেক হয়। পাশাপাশি তিনি এই চলচ্চিত্রের সহ-চিত্রনাট্যকারও ছিলেন।

এডওয়ার্ড নর্টন
Edward Norton
২০১২ সালে এডওয়ার্ড নর্টন
জন্ম
এডওয়ার্ড হ্যারিসন নর্টন

(1969-08-18) ১৮ আগস্ট ১৯৬৯
বোস্টন, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইয়েল বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, সমাজকর্মী
কর্মজীবন১৯৯৬-বর্তমান
দাম্পত্য সঙ্গীশনা রবার্টসন (বি. ২০১২)
সন্তান

প্রাথমিক জীবন

নর্টন ম্যাসাচুসেটসের বোস্টনে ১৯৬৯ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন।[1] তিনি ম্যারিল্যান্ডের কলম্বিয়ার বেড়ে ওঠেন।[2] তার পিতা এডওয়ার্ড মাউয়ার নর্টন জুনিয়র ভিয়েতনাম যুদ্ধে মেরিন লেফটেন্যান্ট হিসেবে অংশগ্রহণ করেছিলেন। পরে তিনি পরিবেশবাদী আইনজীবী এবং কনজারভেশন এডভোকেট হিসেবে এশিয়ায় কাজ করেন। তার মাতা লিডিয়া রবিনসন "রবিন" (রোজ) ছিলেন একজন ইংরেজির শিক্ষক।[3][4] তিনি ১৯৯৭ সালে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। তার মাতামহ জেমস রোজ ছিলেন দ্য রোজ কোম্পানির প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি নর্টনের সৎ মাতামহী প্যাটি রোজের সাথে যৌথভাবে এন্টারপ্রাইজ কমিউনিটি পার্টনার্স গড়ে তুলেন।[3] তিন ভাই বোনের মধ্যে নর্টন সবার বড়, তার ছোট বোন মলি এবং ভাই জিম।

অভিনয় জীবন

নর্টন ১৯৯৬ সালে প্রাইমাল ফিয়ার দিয়ে চলচ্চিত্র অভিনয় জীবন শুরু করেন। এই চলচ্চিত্রে অ্যারন স্ট্যাম্পলার চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং সেরা পার্শ্ব অভিনেতার জন্য বাফটা পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার এর মনোনয়ন লাভ করেন। তিনি ১৯৯৬ সালে এভরিওয়ান সেজ আই লাভ ইউ এবং ১৯৯৭ সালে দ্য পিপল ভার্সাস ল্যারি ফ্লিন্ট চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৮ সালে তিনি নব্য-নাৎসি ডেরেক ভিনইয়ার্ড চরিত্রে অ্যামেরিকান হিস্ট্রি এক্স চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর ডেভিড ফিঞ্চার পরিচালিত ফাইট ক্লাব চলচ্চিত্রে বর্ণনাকারী হিসেবে অভিনয় করেন। চলচ্চিত্রটি চাক পালানিউকের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত।

২০০০ সালে কিপিং দ্য ফেইথ চলচ্চিত্র দিয়ে নর্টনের পরিচালনা অভিষেক হয়। ২০০০ এর দশকে তিনি রেড ড্রাগন (২০০২), টোয়েন্টি ফিফথ আওয়ার (২০০২), কিংডম অফ হেভেন (২০০৫), দ্য ইলুশনিস্ট (২০০৬), এবং প্রাইড অ্যান্ড গ্লোরি চলচ্চিত্রে অভিনয় করেন।

২০১৪ সালে তিনি বার্ডম্যান চলচ্চিত্রে মাইক শাইনার চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কারএকাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। একই বছর দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল এবং ২০১৬ সালে সসেজ পার্টিকলাটেরাল বিউটি চলচ্চিত্রে অভিনয় করেন।।

ব্যক্তিগত জীবন

ছয় বছর প্রেমের সম্পর্কের পর নর্টন কানাডীয় চলচ্চিত্র প্রযোজক শনা রবার্টসনকে ২০১১ সালে বিয়ের প্রস্তাব দেন এবং ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।[5] তাদের একমাত্র সন্তান ২০১৩ সালে জন্মগ্রহণ করে।[6]

চলচ্চিত্রের তালিকা

চাবি
double-dagger আসন্ন মুক্তি/নির্মাণাধীন
বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক টীকা
১৯৯৬প্রাইমাল ফিয়ারঅ্যারন স্ট্যাম্পলার / রয়গ্রেগরি হবলিটবিজয়ী: সেরা পার্শ্ব অভিনেতার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার
মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার
এভরিওয়ান সেজ আই লাভ ইউহল্ডেন স্পেন্সউডি অ্যালেন
১৯৯৭দ্য পিপল ভার্সাস ল্যারি ফ্লিন্টঅ্যালান আইজ্যাকম্যানমিলোঁ ফরমান
১৯৯৮অ্যামেরিকান হিস্ট্রি এক্সডেরেক ভিনইয়ার্ডটনি কায়েমনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার
১৯৯৯ফাইট ক্লাববর্ণনাকারীডেভিড ফিঞ্চার
২০০২রেড ড্রাগনউইল গ্রাহামব্রেট র‍্যাটনার
টোয়েন্টি ফিফথ আওয়ারমন্টি ব্রগানস্পাইক লিপ্রযোজক
২০০৫কিংডম অফ হেভেনজেরুজালেমের চতুর্থ বাডউইনরিডলি স্কটমনোনীত: সেরা পার্শ্ব অভিনেতার জন্য স্যাটেলাইট পুরস্কার
২০০৬দ্য ইলুশনিস্টএইসেনহাইমনেল বুর্জার
২০০৮দ্য ইনক্রেডিবল হাল্কব্রুস বেনার / দ্য হাল্কলুই লেটারি
প্রাইড অ্যান্ড গ্লোরিরে টিয়েরনিগিভিন ও'কনরপ্রযোজক
২০০৯দ্য ইনভেনশন অফ লায়িংট্রাফিক পুলিশরিকি গার্ভাইস, ম্যাথু রবিনসন
২০১০লিভস অফ গ্রাসবিল কিনকাইড / ব্র্যাডি কিনকাইডটিম ব্লেক নেলসনপ্রযোজক
স্টোনজেরাল্ড "স্টোন" ক্রিসনজন কুরান
২০১২মুনরাইজ কিংডমর‍্যান্ডি ওয়ার্ডওয়েস অ্যান্ডারসন
দ্য বর্ন লেগেসিএরিক বাইলারটনি গিলরয়
২০১৪দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেলহেঙ্কেলসওয়েস অ্যান্ডারসন
বার্ডম্যানমাইক শাইনারআলেহান্দ্রো গোন্সালেস ইনারিতুমনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: সেরা পার্শ্ব অভিনেতার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার
২০১৬কলাটেরাল বিউটিহুইট ওয়ার্ডশামডেভিড ফ্রাঙ্কেল
সসেজ পার্টিস্যামি বেগেল জুনিয়রগ্রেগ ট্রিয়েরনান, কনরাড ভার্নন
২০১৮আইল অফ ডগস্‌ double-daggerরেক্সওয়েস অ্যান্ডারসন

পুরস্কার ও মনোনয়ন

এডওয়ার্ড নর্টন গৃহীত উল্লেখযোগ্য পুরস্কার ও মনোনয়ন সমূহ হল:

একাডেমি পুরস্কার
পুরস্কারের বিভাগ বছর মনোনীত চলচ্চিত্র ফলাফল
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা১৯৯৬প্রাইমাল ফিয়ারমনোনীত
১৯৯৮অ্যামেরিকান হিস্ট্রি এক্সমনোনীত
২০১৪বার্ডম্যানমনোনীত
গোল্ডেন গ্লোব পুরস্কার
পুরস্কারের বিভাগ বছর মনোনীত চলচ্চিত্র ফলাফল
সেরা পার্শ্ব অভিনেতা১৯৯৬প্রাইমাল ফিয়ারবিজয়ী
২০১৪বার্ডম্যানমনোনীত
বাফটা পুরস্কার
পুরস্কারের বিভাগ বছর মনোনীত চলচ্চিত্র ফলাফল
সেরা পার্শ্ব অভিনেতা১৯৯৬প্রাইমাল ফিয়ারবিজয়ী
২০১৪বার্ডম্যানমনোনীত

তথ্যসূত্র

  1. "Edward Norton"Biography.com
  2. "Podcast: Sarah & Vinnie"। San Francisco: RadioAlice.radio.com। অক্টোবর ১, ২০১০। ১৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৭
  3. "Latest news and profile of Edward Norton"। hellomagazine.com। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৭
  4. "Miss Lydia Rouse Wed"। The Baltimore Sun। মে ১৫, ১৯৬৬। জানুয়ারি ১১, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৭
  5. Chen, Joyce (এপ্রিল ১৮, ২০১৩)। "Edward Norton and Shauna Robertson Secretly Wed Before Son's Birth"Us Weekly। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৭
  6. Saad, Nardine (এপ্রিল ১৮, ২০১৩)। "Report: Edward Norton welcomes baby with fiancee Shauna Robertson"Los Angeles Times। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.