এজাজ ইউসুফী
এজাজ ইউসুফী (জন্ম ১ জানুয়ারি, ১৯৬০) বাংলাদেশী উত্তর আধুনিকতাবাদী কবি, লেখক, সম্পাদক এবং সাংবাদিক। নব্বইয়ের দশকের সমকালীন প্রেক্ষাপটে কবিতা বিনির্মাণের করণ-প্রকৌশলে ইউসুফী বাংলা সাহিত্যে বিশেষ মাত্রা যুক্ত করেছেন। সাহিত্য পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে বাংলাদেশে উত্তর আধুনিকতাবাদ ধারণার প্রবর্তনে একজন চিন্তার প্রবক্তা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন।[1] তার কবিতায় মানুষ, রাষ্ট্র, দর্শন, সাম্যবাদসহ সময়ের বিচিত্র রূপ প্রতিফলিত হয়েছে।[2] প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭টি। ১৯৮২ সাল থেকে শিল্প, সাহিত্য ও সমাজ বিষয়ক ছোট কাগজ লিরিক সম্পাদনা করছেন। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে সাহিত্য পুরস্কার লাভ করেন।
এজাজ ইউসুফী | |
---|---|
জন্ম | ১ জানুয়ারি ১৯৬০ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | কবি, লেখক, সম্পাদক, সাংবাদিক |
কর্মজীবন | ১৯৮২-বর্তমান |
নিয়োগকারী | দৈনিক পূর্বকোণ |
প্রতিষ্ঠান | ফিচার সম্পাদক |
পরিচিতির কারণ | বাংলা সাহিত্যে উত্তর আধুনিকতাবাদ |
পুরস্কার | একুশে সাহিত্য পুরস্কার ২০১৮ |
জীবন
এজাজ ইউসুফী ১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম শহরের লাভ লেনে জন্ম নেন।[2] তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৪ সালের মার্চে ইউসুফী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হন।[3] তিনি দৈনিক পূর্বকোণের ফিচার সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
লিরিক
১৯৮২ সালে এজাজ ইউসুফী শিল্পসাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ছোটকাগজ লিরিক সম্পাদনা এবং প্রকাশ করছেন। এক ফর্মার কবিতার কাগজ রূপে এটি প্রকাশিত হয়েছিল।[4] ২০১৬ সালে তিনি আখতারুজ্জামান ইলিয়াস বিষয়ে লিরিক বিশেষ সংখ্যা সম্পাদনা করেন। ১৯৯৩ সালে কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র আয়োজিত প্রথম অল ইণ্ডিয়া লিটল ম্যাগাজিন কনফারেন্সে লিরিক সম্মাননা লাভ করে। ২০২০ সালে এজাজ ইউসুফী সম্পাদনার জন্য বগুড়া লেখক চক্র পুরস্কার লাভ করেন।[5] এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি কতৃক লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা-২০২২ অনুষ্টানে লিটল ম্যাগাজিন সম্মাননা লাভ করেন।[6]
সাহিত্যকর্ম
কবিতা
গদ্য
সম্পাদনা
পুরস্কার
কবিতায় অবদানের জন্য ২০১৮ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে সাহিত্য পুরস্কার লাভ করেন।[8][9]
তথ্যসূত্র
- Awaya, Toshi; Suzuki, Maya (সম্পাদকগণ)। "FINDAS" (পিডিএফ)। Tokyo University of Foreign Studies। ৮ মার্চ ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
- "কর্মে ও ধ্যানে চিরসবুজ এজাজ ইউসুফী"। দৈনিক সমকাল। ১২ জানুয়ারি ২০২০। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০।
- "এজাজ ইউসুফী সভাপতি হাসান ফেরদৌস সা.সম্পাদক"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৪-০৩-৩১। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০।
- দেব, বিটুল (২৯ এপ্রিল ২০২১)। "ছোটকাগজে বড়কাজ : লিরিক"। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ। ২৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩।
- "বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন কবি শামীম রেজা"। বাংলা ট্রিবিউন। ১৬ নভেম্বর ২০২০। ১৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩।
- "৮ সম্পাদক পেলেন লিটল ম্যাগাজিন সম্মাননা"। দৈনিক জনকণ্ঠ। ২ ফেব্রুয়ারি ২০২২। ১৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩।
- Sibaji Pratim Basu (১ ফেব্রুয়ারি ২০০৯)। The Fleeing People of South Asia: Selections from Refugee Watch। Anthem Press। পৃষ্ঠা 406। আইএসবিএন 9781843317784। ১৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
- "সাহিত্যে চসিকের একুশে স্মারক পাচ্ছেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ ফেব্রুয়ারি ২০১৮। ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনসংযোগ শাখা প্রেস বিজ্ঞপ্তি"। চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। ২৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।