এজাজ ইউসুফী

এজাজ ইউসুফী (জন্ম ১ জানুয়ারি, ১৯৬০) বাংলাদেশী উত্তর আধুনিকতাবাদী কবি, লেখক, সম্পাদক এবং সাংবাদিক। নব্বইয়ের দশকের সমকালীন প্রেক্ষাপটে কবিতা বিনির্মাণের করণ-প্রকৌশলে ইউসুফী বাংলা সাহিত্যে বিশেষ মাত্রা যুক্ত করেছেন। সাহিত্য পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে বাংলাদেশে উত্তর আধুনিকতাবাদ ধারণার প্রবর্তনে একজন চিন্তার প্রবক্তা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন।[1] তার কবিতায় মানুষ, রাষ্ট্র, দর্শন, সাম্যবাদসহ সময়ের বিচিত্র রূপ প্রতিফলিত হয়েছে।[2] প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭টি। ১৯৮২ সাল থেকে শিল্প, সাহিত্য ও সমাজ বিষয়ক ছোট কাগজ লিরিক সম্পাদনা করছেন। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে সাহিত্য পুরস্কার লাভ করেন।

এজাজ ইউসুফী
জন্ম (1960-01-01) ১ জানুয়ারি ১৯৬০
জাতীয়তাবাংলাদেশী
পেশাকবি, লেখক, সম্পাদক, সাংবাদিক
কর্মজীবন১৯৮২-বর্তমান
নিয়োগকারীদৈনিক পূর্বকোণ
প্রতিষ্ঠানফিচার সম্পাদক
পরিচিতির কারণবাংলা সাহিত্যে উত্তর আধুনিকতাবাদ
পুরস্কারএকুশে সাহিত্য পুরস্কার ২০১৮

জীবন

এজাজ ইউসুফী ১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম শহরের লাভ লেনে জন্ম নেন।[2] তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৪ সালের মার্চে ইউসুফী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হন।[3] তিনি দৈনিক পূর্বকোণের ফিচার সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

লিরিক

১৯৮২ সালে এজাজ ইউসুফী শিল্পসাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ছোটকাগজ লিরিক সম্পাদনা এবং প্রকাশ করছেন। এক ফর্মার কবিতার কাগজ রূপে এটি প্রকাশিত হয়েছিল।[4] ২০১৬ সালে তিনি আখতারুজ্জামান ইলিয়াস বিষয়ে লিরিক বিশেষ সংখ্যা সম্পাদনা করেন। ১৯৯৩ সালে কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র আয়োজিত প্রথম অল ইণ্ডিয়া লিটল ম্যাগাজিন কনফারেন্সে লিরিক সম্মাননা লাভ করে। ২০২০ সালে এজাজ ইউসুফী সম্পাদনার জন্য বগুড়া লেখক চক্র পুরস্কার লাভ করেন।[5] এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি কতৃক লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা-২০২২ অনুষ্টানে লিটল ম্যাগাজিন সম্মাননা লাভ করেন।[6]

সাহিত্যকর্ম

কবিতা

  • বিবশ ম্যাডোনা। ১৯৮২।[2]
  • স্বপ্ন্যাদ্য মাদুলি। খড়িমাটি। ১৯৯৬। পৃষ্ঠা ৬৪। আইএসবিএন 9789848052570। ওসিএলসি 37442991[2]
  • মধুব্রত অধুনা নগরে। চন্দ্রবিন্দু। ২০২৩। পৃষ্ঠা ৬৪। আইএসবিএন 9789849729587।

গদ্য

  • উত্তর আধুনিকতা : নতুন অন্বয়ের পরিপ্রেক্ষিত। বাতিঘর। ২০০১। পৃষ্ঠা ২৫৬। আইএসবিএন 9789848825334। ওসিএলসি 980599858[2]
  • গদ্যের গোলাঘর। খড়িমাটি। ২০১৯। পৃষ্ঠা ৩২৪। আইএসবিএন 9789848052402।

নাটক

  • রামচরিত। খড়িমাটি। ২০১৭। পৃষ্ঠা ৮০। আইএসবিএন 9789849290155।[2]

সম্পাদনা

  • লিরিক (১৯৮২-বর্তমান)[7]
  • "আখতারুজ্জামান ইলিয়াস: লিরিক বিশেষ সংখ্যা"। লিরিক। বাতিঘর: ২৫৫। ১৯৯২। আইএসবিএন 9789848825297। ওসিএলসি 948361067

সাক্ষাৎকার

  • আখতারুজ্জামান ইলিয়াসের সাক্ষাৎকার ও বিবিধ। খড়িমাটি। ২০১৮। পৃষ্ঠা ১৬০। আইএসবিএন 9789849342830।
  • ১০ গুণীর দীপ্র কথকতা। খড়িমাটি। ২০২২। পৃষ্ঠা ১১২। আইএসবিএন 9789849684053।

পুরস্কার

কবিতায় অবদানের জন্য ২০১৮ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে সাহিত্য পুরস্কার লাভ করেন।[8][9]

তথ্যসূত্র

  1. Awaya, Toshi; Suzuki, Maya (সম্পাদকগণ)। "FINDAS" (পিডিএফ)Tokyo University of Foreign Studies। ৮ মার্চ ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  2. "কর্মে ও ধ্যানে চিরসবুজ এজাজ ইউসুফী"দৈনিক সমকাল। ১২ জানুয়ারি ২০২০। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  3. "এজাজ ইউসুফী সভাপতি হাসান ফেরদৌস সা.সম্পাদক"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৪-০৩-৩১। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০
  4. দেব, বিটুল (২৯ এপ্রিল ২০২১)। "ছোটকাগজে বড়কাজ : লিরিক"দৈনিক সুপ্রভাত বাংলাদেশ। ২৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩
  5. "বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন কবি শামীম রেজা"বাংলা ট্রিবিউন। ১৬ নভেম্বর ২০২০। ১৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩
  6. "৮ সম্পাদক পেলেন লিটল ম্যাগাজিন সম্মাননা"দৈনিক জনকণ্ঠ। ২ ফেব্রুয়ারি ২০২২। ১৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৩
  7. Sibaji Pratim Basu (১ ফেব্রুয়ারি ২০০৯)। The Fleeing People of South Asia: Selections from Refugee Watch। Anthem Press। পৃষ্ঠা 406। আইএসবিএন 9781843317784। ১৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  8. "সাহিত্যে চসিকের একুশে স্মারক পাচ্ছেন যারা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ ফেব্রুয়ারি ২০১৮। ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮
  9. "চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনসংযোগ শাখা প্রেস বিজ্ঞপ্তি"চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। ২৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.