এক যে ছিল রাজা

এক যে ছিল রাজা বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত ভাওয়াল রাজবাড়ির রাজা রমেন্দ্রনারায়ণ রায়ের জীবন, জীবনাবসান ও তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তৈরী একটি ২০১৮ সালের ভারতীয় বাংলা চলচ্চিত্র। এই সিনেমার পরিচালনায় ছিলেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায়[2] ও প্রযোজনায় এসভিএফ। ভাওয়াল রাজবাড়ির রাজা রমেন্দ্রনারায়ণ রায় থেকে অনুপ্রাণিত এবং তাঁরই উপর ভিত্তি করে কল্পিত মহারাজা মহেন্দ্র কুমার চৌধুরীর এবং ভাওয়াল সন্যাসীর চরিত্রগুলিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। এই ছবিতে বিভিন্ন সহায়ক চরিত্রে আরো অভিনয় করেন খ্যাতিমান বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান, বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম বিশিষ্ট অভিনেত্রী, পরিচালিকা অপর্ণা সেন, অনির্বাণ ভট্টাচার্য, প্রতিভাশালী অভিনেতা অঞ্জন দত্ত, রুদ্রনীল ঘোষ এবং তনুশ্রী শঙ্করের কন্যা সুপ্রতিষ্ঠিত নায়িকা, শ্রীনন্দা শঙ্কর।[2] ২০১৮ সালের দুর্গাপুজোয় চলচ্চিত্রটি দেশজুড়ে মুক্তি পায়।[2][3] চলচ্চিত্রটির বেশিরভাগ শুটিং হয় মুর্শিদাবাদের কাঠগোলাতে। ছবিটি ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলা ভাষাতে সেরা কাহিনী-চিত্রের ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে।[4]

এক যে ছিল রাজা
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকসৃজিত মুখোপাধ্যায়
রচয়িতাসৃজিত মুখোপাধ্যায়
চিত্রনাট্যকারসৃজিত মুখোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেনিচে দেখুন
সুরকারইন্দ্রদীপ দাশগুপ্ত
সম্পাদকপ্রণয় দাশগুপ্ত
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকএসভিএফ এন্টারটেনমেন্টস্
মুক্তি
  • ১২ অক্টোবর ২০১৮ (2018-10-12)[1]
দেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপে

এই ছবিটি ভারতের আদালতে দীর্ঘকাল যাবৎ চলতে থাকা বিতর্কিত ভাওয়াল মামলার উপর ভিত্তি করে বানানো। প্রায় এক দশক পূর্বে দার্জিলিঙে যে ভাওয়ালের রাজাকে মৃত বলে মনে করা হয় সেই মহারাজা মহেন্দ্র কুমার চৌধুরীই তিনি এমনটি দাবি করে সন্ন্যাসী হঠাৎই প্রত্যক্ষ হন।

কুশীলব

  • ভাওয়াল রাজা রমেন্দ্র নারায়ন রায় চৌধুরী চরিত্রে যিশু সেনগুপ্ত
  • মৃন্ময়ী দেবী চরিত্রে জয়া আহসান
  • সত্য বন্দ্যোপাধ্যায় চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য
  • উকিল ভাস্কর মুখোপাধ্যায়ের চরিত্রে অঞ্জন দত্ত
  • উকিল অনুপমা বসুর চরিত্রে অপর্ণা সেন
  • ডাঃ অশ্বিনী দাশগুপ্ত চরিত্রে রুদ্রনীল ঘোষ
  • চন্দ্রবটি দেবী চরিত্রে রাজনন্দিনী পাল
  • জজের চরিত্রে বরুণ চন্দ
  • র‌্যাঙ্কিন চরিত্রে অ্যালেক্স ও'নিল
  • বাইজি কদম্বরীর চরিত্রে শ্রীনন্দা শঙ্কর

সঙ্গীত

সবগুলি গানের গীতিকার শ্রীজাত; সবগুলি গানের সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত

নং.শিরোনামগীতিকারসুরকারগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."এসো হে"শ্রীজাতইন্দ্রদীপ দাশগুপ্তশ্রেয়া ঘোষাল ও ঈশান মিত্র৩:৩৭
২."তু দিখে না"শ্রীজাতইন্দ্রদীপ দাশগুপ্তকৈলাশ খের ও ঈশান মিত্র৫:৫৬
৩."মহারাজো"রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীজাতরবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দ্রদীপ দাশগুপ্তসাহানা বাজপেয়ী৪:১৬
৪."কে আমি কোথায়"শ্রীজাতইন্দ্রদীপ দাশগুপ্তঅরিজিৎ সিংহ৩:০৩
৫."রুঠে নৈনা"শ্রীজাতইন্দ্রদীপ দাশগুপ্তকৌশিকী চক্রবর্তী২:৪২

শুভমুক্তি ও দর্শক দ্বারা গ্রহণ

এক যে ছিলো রাজা ২০১৮ সালের ১২ই অক্টোবর পুজোয় মুক্তি পায়। জনপ্রিয় বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা, চলচ্চিত্রের প্রেক্ষায় প্রধান অভিনেতা যিশু সেনগুপ্ত সম্বন্ধে লেখে যে এই চলচ্চিত্রে যিশুর কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় দেখতে পাওয়া যায়। আনন্দবাজার পত্রিকা নায়িকা জয়া আহসানের অভিনয় প্রতিভারও বহু প্রশংসা করে।[5]

তথ্যসূত্র

  1. "Jaya starrer 'Ek Je Chhilo Raja' releases new track 'Maharajo'"। ৩০ সেপ্টেম্বর ২০১৮।
  2. Mazumdar, Shreyanka (১৭ এপ্রিল ২০১৮)। "Dubbing for Ek Je Chilo Raja starts"The Times of India। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮
  3. "'Ek Je Chhilo Raja': Anirban Bhattacharya spills the beans on his character"The Times of India। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৮
  4. "66th National Film Awards: Full winners list"India Today (ইংরেজি ভাষায়)। Ist। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২
  5. রায়, অময় দেব। "মুভি রিভিউ: যিশুর সেরা অভিনয়, তবে কামাল করলেন জয়া"anandabazar.com। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.