এক্সস্প্ল্যাশ

এক্সস্প্ল্যাশ (ইংরেজি: XSplash) হল উবুন্টু কমিউনিটি পরিচালিত একটি সফটওয়্যার প্রকল্প। লিনাক্স অপারেটিং সিস্টেম ভিত্তিক কম্পিউটার বুট করার সময় তালিকা হিসাবে যে বুট অপশনগুলি দেখানো হয় সেটি এটি সফটওয়্যারটি এক্স উইন্ডো সিস্টেম এর মাধ্যমে পরিবর্তন করে একটি গ্রাফিকাল স্প্ল্যাশ স্ক্রীন প্রদর্শন করে।

এক্সস্প্ল্যাশ
উন্নয়নকারীকোডি রাসেল, কেন ভ্যানডিন
স্থিতিশীল সংস্করণ
0.৮.৫ / ২২ অক্টোবর ২০০৯ (2009-10-22)
যে ভাষায় লিখিতসি
অপারেটিং সিস্টেমলিনাক্স
ধরনBootsplash
লাইসেন্সGNU GPL v3
ওয়েবসাইটhttps://launchpad.net/xsplash

ইউস্প্ল্যাশ এর পরিবর্তে এক্সস্প্ল্যাশ ব্যবহার শুরু হয়েছে উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা)থেকে। উবুন্টু ১০.১০ (লুসিড লিংকস) সংস্করণ থেকে ১০ সেকেন্ডের কম সময়ে বুট করার পরিকল্পনা থেকেই মূলত এটি নির্বাচন করা হয়েছে। এক্স সার্ভার সম্পর্কিত প্রোসেস সমূহ আগে চালু করার মাধ্যমে এটি দ্রুততম সম‌য়ে অপারেটিং সিস্টেম বুট করতে পারে। পূর্ণাঙ্গ বুট এস সময় একটি মাত্র এক্স সার্ভার ব্যবহার করা হয়।[1]

তথ্যসূত্র

  1. "Making a Splash"। Netsplit.com। ২০০৯-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-৩১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.