একুশে স্মারক সম্মাননা পদক

একুশে স্মারক সম্মাননা পদক চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত একটি বাৎসরিক পুরস্কার। বস্তুনিষ্ঠ সংবাদ পরবিশেনা, গৃহায়ন শিল্প, নাট্যর্চচা, আবৃত্তি চর্চা ও চারু শিল্পে জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১৪ সাল থেকে প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এই সম্মাননা প্রদান করা হয়।

একুশে স্মারক সম্মাননা পদক
বিবরণবস্তুনিষ্ঠ সংবাদ পরবিশেনা, গৃহায়ন শিল্প, নাট্যর্চচা, আবৃত্তি চর্চা ও চারু শিল্পে জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে
তারিখ২৮ ফেব্রুয়ারি ২০১৪ (2014-02-28)
অবস্থানচট্টগ্রাম, বাংলাদেশ
দেশ বাংলাদেশ
পুরস্কারদাতাবাংলাদেশ
উপস্থাপকচট্টগ্রাম সিটি কর্পোরেশন
প্রথম পুরস্কৃত২০১৪
সর্বশেষ পুরস্কৃত২০১৮

দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, দৈনিক র্পূবকোণ পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), মাস্টার নজির আহমদ (মরণোত্তর), অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, আহমেদ ইকবাল হায়দার, রণজিৎ রক্ষিত ও দীপক কুমার দত্ত।

বছর অনুযায়ী পুরস্কারপ্রাপ্তদের তালিকা

২০১৫ খ্রিষ্টাব্দ

ফেব্রুয়ারি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন, সমাজ সেবা, শিক্ষা, ক্রীড়া, শিল্প-বাণিজ্য, পেশা, সাংবাদিকতা ও সংস্কৃতির অঙ্গণে বিরল অবদানের জন্য ১১জনকে সম্মাননা প্রদান করা হয়।[1]

  • আখতারুজ্জামান চৌধুরী বাবু (মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন)
  • এল কে সিদ্দিকী (সমাজসেবা)
  • জাফরুল ইসলাম চৌধুরী (সমাজসেবা)
  • জানে আলম দোভাষ (সমাজসেবা)
  • শাহজাদা মোহাম্মদ ফৌজুল আলি খান (মরণোত্তর)
  • সিকান্দার খান (শিক্ষা)
  • আবদুল জব্বার সওদাগর (ক্রীড়া, মরণোত্তর)
  • মোহাম্মদ কবির চৌধুরী (আইন)
  • মোহাম্মদ ইউসুফ (সাংবাদিকতা)
  • মলয় ঘোষ দস্তিদার (সংস্কৃতি)
  • খলিলুর রহমান (শিল্প-বাণিজ্য)

২০১৬ খ্রিষ্টাব্দ

ফেব্রুয়ারি ২০১৬ সালে মুক্তিযুদ্ধ, শিক্ষা, ক্রীড়াসহ সাতটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাতজনকে মুসলিম ইনস্টিটিউট চত্বরে সম্মাননা প্রদান করা হয়।

নামক্ষেত্র
সিরু বাঙালী মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
রওশন আক্তার হানিফ শিক্ষা (মরণোত্তর)
মোহাম্মদ জাকারিয়া শিক্ষা বিস্তার
অরুন চন্দ্র বণিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব
মাহমুদুল ইসলাম ক্রীড়া (মরণোত্তর)
আ জ ম ওমর সাংবাদিকতা (মরণোত্তর)
ফজল করিম সমাজসেবা (মরণোত্তর)

২০১৮ খ্রিষ্টাব্দ

২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি ৯ জনকে পদক ও সংবর্ধনা প্রদান করা হয়।[2]

নামক্ষেত্র
কৃষ্ণ গোপাল সেন ভাষা আন্দোলন
নূর মোহাম্মদ রফিক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে (মরনোত্তর)
সামশুদ্দিন মুহাম্মদ ইসহাক শিক্ষা (মরনোত্তর)
পংকজ দস্তিদার সাংবাদিকতা
মুহাম্মদ শামসুল হক গবেষণা
সৌরিন্দ্র লাল দাশ গুপ্ত সঙ্গীত (মরনোত্তর)
কল্প তরু ভট্টাচার্য লোকসঙ্গীত
ইউসুফ গনী চৌধুরী ক্রীড়া (মরনোত্তর)
নুরুল ইসলাম বিএসসি সমাজসেবা

২০১৯ খ্রিষ্টাব্দ

২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম নগরির এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জনকে পদক ও সংবর্ধনা প্রদান করা হয়।[3]

নামক্ষেত্র
দবির আহমদ চৌধুরী ভাষা আন্দোলন (মরনোত্তার)
আবদুর রব স্বাধীনতা আন্দোলন (মরনোত্তার)
মোহাম্মদ ইব্রাহীম মুক্তিযুদ্ধে (মরনোত্তার)
এস এম কামাল উদ্দীন চিকিৎসাবিজ্ঞান
শিক্ষা আলী আশরাফ
আইয়ুব বাচ্চু সঙ্গীত (মরনোত্তার)
মোস্তফা কামাল পাশা সাংবাদিকতা
ক্রীড়া কামাল উদ্দীন আহমেদ
মহিউদ্দিন শাহ আলম নিপু সংগঠক
সাফিয়া গাজী রহমান সমাজসেবা

২০২০ খ্রিষ্টাব্দ

২০২০ সালের ২১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম নগরির এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১১ জনকে পদক ও সংবর্ধনা প্রদান করা হয়।[4][5][6][7][8][9]

নামক্ষেত্র
আবু তালেব চৌধুরী ভাষা আন্দোলন (মরণোত্তর)
হারুনুর রশীদ স্বাধীনতা আন্দোলন (মরণোত্তর)
মোহাম্মদ হারিছ মুক্তিযুদ্ধ
মোজাফ্‌ফর আহমদ শিক্ষা (মরণোত্তর)
সৈয়দা নুরজাহান ভূঁইয়া চিকিৎসাবিজ্ঞান (মরণোত্তর)
স্বপন কুমার দাশ সঙ্গীত
আকতার-উন-নবী সাংবাদিকতা (মরণোত্তর)
সিরাজউদ্দিন মো. আলমগীর ক্রীড়া
মো. দেলোয়ার হোসাইন , রিয়াজ হায়দার চৌধুরী সংগঠক
সন্ধানী সমাজসেবা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "চসিক একুশে স্মারক সম্মাননা, সাহিত্য পদক প্রদান"। newschittagong24.com। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৮
  2. "চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনসংযোগ শাখা প্রেস বিজ্ঞপ্তি"চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  3. আকাশ, এস. এম. (২১ ফেব্রুয়ারি ২০১৯)। "১৪ গুণী ব্যক্তিকে একুশে স্মারক সম্মাননা প্রদান করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন"বাংলাদেশ টুডে। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  4. "চসিকের একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"দৈনিক সমকাল। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  5. "১৫ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন চসিকের একুশে পদক"। সিভয়েস টুয়েন্টিফোর। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  6. "চসিকের সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণীজন"। রাইজিংবিডি.কম। ২০ ফেব্রুয়ারি ২০২০। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  7. "চসিকের একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"দৈনিক আজাদী। ২১ ফেব্রুয়ারি ২০২০। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  8. "১৫ গুণী ব্যক্তিকে একুশে সম্মাননা পদক দিল চসিক"। চট্টগ্রাম: বাংলাদেশ প্রতিদিন। ২১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  9. "সিটি কর্পোরেশন একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"দৈনিক পূর্বদেশ। ২১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.