একুশে সাহিত্য পুরস্কার

একুশে সাহিত্য পুরস্কার চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত বাৎসরিক একুশে স্মারক সম্মাননা পদক ও একুশে সাহিত্য পুরস্কারের অংশ। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১৪ সাল থেকে প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এই পুরস্কার প্রদান করা হয়।

একুশে সাহিত্য পুরস্কার
বিবরণবাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার দেয়া হয়।
পৃষ্ঠপোষকচট্টগ্রাম সিটি কর্পোরেশন
তারিখ২০১৪ (2014)
অবস্থানচট্টগ্রাম, বাংলাদেশ
দেশ বাংলাদেশ
পুরস্কারদাতাবাংলাদেশ
উপস্থাপকচট্টগ্রাম সিটি কর্পোরেশন
প্রথম পুরস্কৃত২০১৪
সর্বশেষ পুরস্কৃত২০২০

পদক

প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি মানসন্মত পদক, একটি সম্মাননা স্মারক এবং পুরস্কারের অর্থমূল্য প্রদান করা হয়ে থাকে।[1]

বছর অনুযায়ী পুরস্কারপ্রাপ্তদের তালিকা

২০১৪

২০১৪ সালে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[2][1][3][4]

নামশাখা
স্বপন দত্ত কবিতা
ফেরদৌস আরা আলীম কথাসাহিত্য
মহীবুল আজিজ প্রবন্ধ ও গবেষণা
মুহাম্মদ নাসির উদ্দিন বিশ্বসাহিত্য
ফাহমিদা আমিন শিশুসাহিত্য

২০১৫

২০১৫ সালে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[5][6]

নামক্ষেত্র
ময়ুখ চৌধুরী কবিতা
বিশ্বজিৎ চৌধুরী কথাসাহিত্য
মনিরুজ্জামান প্রবন্ধ ও গবেষণা
সিদ্দিক আহমেদ বিশ্বসাহিত্য
ইকবাল বাবুল শিশুসাহিত্য

২০১৬

ফেব্রুয়ারি ২০১৬ সালে চট্টগ্রাম নগরির মুসলিম ইনস্টিটিউট হল প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বইমেলার সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[7][8][9][10]

নামক্ষেত্র
ফাউজুল কবির কবিতা
কামরুজ্জামান জাহাঙ্গীর কথাসাহিত্য (মরণোত্তর)
হাফিজ রশিদ খান প্রবন্ধ
নুর মোহাম্মদ রফিক গবেষণা
খুরশিদ আনোয়ার বিশ্বসাহিত্য
রাশেদ রউফ শিশুসাহিত্য

২০১৭

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম নগরির মুসলিম ইনস্টিটিউট হল প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বইমেলার সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[11][12]

নামক্ষেত্র
অরুণ দাশগুপ্ত কবিতা
মোহিত উল আলম কথাসাহিত্য
মাহবুবুল হক প্রবন্ধ
বিপুল বড়ুয়া শিশুসাহিত্য

২০১৮

২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি ৩ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[13][14]

নামশাখা
এজাজ ইউসুফী কবিতা
রফিক আনোয়ার কথাসাহিত্য (মরণোত্তর)
নাসের রহমান কথাসাহিত্য

২০১৯

২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম নগরির এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[15]

নামশাখা
খালেদ হামিদী কবিতা
দেবাশীষ ভট্টচার্য্য কথাসাহিত্য
শিরীণ আখতার গবেষণা
মানজুর মুহাম্মদ শিশুসাহিত্য

২০২০

২০২০ সালের ২১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম নগরির এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[16][17][18][19][20][21]

নামশাখা
ওমর কায়সার কবিতা
মাহমুদ উল আলম কথাসাহিত্য (অনুবাদ)
নুরুল আমিন প্রবন্ধ ও গবেষণা
আকতার হোসাইন শিশুসাহিত্য

২০২৩

২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম নগরির এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[22]

নামশাখা
খালিদ আহসান (মরণোত্তর) কবিতা
রিজোয়ান মাহমুদ
আজাদ বুলবুল কথাসাহিত্যে
আনোয়ারা আলম প্রবন্ধ ও গবেষণা
উৎপল কান্তি বড়ুয়া শিশুসাহিত্য
জসীম মেহবুব

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "চট্টগ্রামের ৫ সাহিত্যিক পুরস্কার পাচ্ছেন"বাংলাদেশ প্রতিদিন। ৩০ নভেম্বর ২০১৪। ২০২০-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮
  2. "৭ জন গুণী ব্যক্তিকে একুশে পদক এবং ৫ জনকে সাহিত্য পুরস্কার দিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন"দৈনিক সংগ্রাম। ২৪ ফেব্রুয়ারি ২০১৪। ২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮
  3. "ড.মহীবুলসহ ৫জন পাচ্ছেন সিসিসি সাহিত্য পুরস্কার"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  4. "চট্টগ্রাম সিটি করপোরেশন সম্মাননা পেল ১২ গুণীজন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ ফেব্রুয়ারি ২০১৪। ২২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮
  5. নিজস্ব প্রতিবেদক (ফেব্রুয়ারি ২১, ২০১৫)। "একুশের অনুষ্ঠানমালা"দৈনিক পূর্বকোণ। ৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮
  6. তাসমিমা হোসেন, সম্পাদক (ফেব্রুয়ারি ২২, ২০১৫)। "১১ বিশিষ্ট নাগরিককে চসিকের একুশের স্মারক সম্মাননা"দৈনিক ইত্তেফাক। ২০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮
  7. "সাতজনকে একুশে স্মারক সম্মাননা পদক প্রদান"দৈনিক প্রথম আলো। ২২ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০
  8. "CCC awards 13 on Mother Language Day"The Daily Star। ২ ফেব্রুয়ারি ২০১৬। ১০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৮
  9. "চট্টগ্রাম সিটি কর্পোরেশন : ১৩ বিশিষ্ট নাগরিককে একুশে সম্মাননা স্মারক ও সাহিত্য পুরস্কার প্রদান"দৈনিক ভোরের কাগজ। ১৩ ফেব্রুয়ারি ২০১৬। ২৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮
  10. "সাত গুণীজনকে একুশে পদক ও ছয়জনকে সাহিত্য পুরস্কার দিল চসিক"দৈনিক ইনকিলাব। ২৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮
  11. "১৬ গুণীকে চসিকের একুশে পদক ও সাহিত্য পুরস্কার প্রদান"দৈনিক ভোরের কাগজ। ফেব্রুয়ারি ২২, ২০১৬। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮
  12. রাজু আকবর (ফেব্রুয়ারি ২০, ২০১৭)। "১৬ বিশিষ্টজনকে সম্মাননা দিচ্ছে চসিক"। বিবার্তা। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮
  13. "সাহিত্যে চসিকের একুশে স্মারক পাচ্ছেন যারা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ ফেব্রুয়ারি ২০১৮। ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮
  14. "চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনসংযোগ শাখা প্রেস বিজ্ঞপ্তি"চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  15. আকাশ, এস. এম. (২১ ফেব্রুয়ারি ২০১৯)। "১৪ গুণী ব্যক্তিকে একুশে স্মারক সম্মাননা প্রদান করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন"বাংলাদেশ টুডে। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  16. "চসিকের একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"দৈনিক সমকাল। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  17. "১৫ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন চসিকের একুশে পদক"। সিভয়েস টুয়েন্টিফোর। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  18. "চসিকের সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণীজন"। রাইজিংবিডি.কম। ২০ ফেব্রুয়ারি ২০২০। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  19. "চসিকের একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"দৈনিক আজাদী। ২১ ফেব্রুয়ারি ২০২০। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  20. "১৫ গুণী ব্যক্তিকে একুশে সম্মাননা পদক দিল চসিক"। চট্টগ্রাম: বাংলাদেশ প্রতিদিন। ২১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  21. "সিটি কর্পোরেশন একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"দৈনিক পূর্বদেশ। ২১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০
  22. "১৭ জনকে একুশে পদক ও সাহিত্য পুরস্কার দিচ্ছে চট্টগ্রাম সিটি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.