একুশে সাহিত্য পুরস্কার
একুশে সাহিত্য পুরস্কার চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত বাৎসরিক একুশে স্মারক সম্মাননা পদক ও একুশে সাহিত্য পুরস্কারের অংশ। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১৪ সাল থেকে প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এই পুরস্কার প্রদান করা হয়।
একুশে সাহিত্য পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার দেয়া হয়। |
পৃষ্ঠপোষক | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
তারিখ | ২০১৪ |
অবস্থান | চট্টগ্রাম, বাংলাদেশ |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশ |
উপস্থাপক | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
প্রথম পুরস্কৃত | ২০১৪ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ |
পদক
প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি মানসন্মত পদক, একটি সম্মাননা স্মারক এবং পুরস্কারের অর্থমূল্য প্রদান করা হয়ে থাকে।[1]
বছর অনুযায়ী পুরস্কারপ্রাপ্তদের তালিকা
২০১৪
২০১৪ সালে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[2][1][3][4]
নাম | শাখা |
---|---|
স্বপন দত্ত | কবিতা |
ফেরদৌস আরা আলীম | কথাসাহিত্য |
মহীবুল আজিজ | প্রবন্ধ ও গবেষণা |
মুহাম্মদ নাসির উদ্দিন | বিশ্বসাহিত্য |
ফাহমিদা আমিন | শিশুসাহিত্য |
২০১৫
২০১৫ সালে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[5][6]
নাম | ক্ষেত্র |
---|---|
ময়ুখ চৌধুরী | কবিতা |
বিশ্বজিৎ চৌধুরী | কথাসাহিত্য |
মনিরুজ্জামান | প্রবন্ধ ও গবেষণা |
সিদ্দিক আহমেদ | বিশ্বসাহিত্য |
ইকবাল বাবুল | শিশুসাহিত্য |
২০১৬
ফেব্রুয়ারি ২০১৬ সালে চট্টগ্রাম নগরির মুসলিম ইনস্টিটিউট হল প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বইমেলার সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[7][8][9][10]
নাম | ক্ষেত্র |
---|---|
ফাউজুল কবির | কবিতা |
কামরুজ্জামান জাহাঙ্গীর | কথাসাহিত্য (মরণোত্তর) |
হাফিজ রশিদ খান | প্রবন্ধ |
নুর মোহাম্মদ রফিক | গবেষণা |
খুরশিদ আনোয়ার | বিশ্বসাহিত্য |
রাশেদ রউফ | শিশুসাহিত্য |
২০১৭
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম নগরির মুসলিম ইনস্টিটিউট হল প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বইমেলার সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[11][12]
নাম | ক্ষেত্র |
---|---|
অরুণ দাশগুপ্ত | কবিতা |
মোহিত উল আলম | কথাসাহিত্য |
মাহবুবুল হক | প্রবন্ধ |
বিপুল বড়ুয়া | শিশুসাহিত্য |
২০১৮
২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি ৩ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[13][14]
নাম | শাখা |
---|---|
এজাজ ইউসুফী | কবিতা |
রফিক আনোয়ার | কথাসাহিত্য (মরণোত্তর) |
নাসের রহমান | কথাসাহিত্য |
২০১৯
২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম নগরির এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[15]
নাম | শাখা |
---|---|
খালেদ হামিদী | কবিতা |
দেবাশীষ ভট্টচার্য্য | কথাসাহিত্য |
শিরীণ আখতার | গবেষণা |
মানজুর মুহাম্মদ | শিশুসাহিত্য |
২০২০
২০২০ সালের ২১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম নগরির এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[16][17][18][19][20][21]
নাম | শাখা |
---|---|
ওমর কায়সার | কবিতা |
মাহমুদ উল আলম | কথাসাহিত্য (অনুবাদ) |
নুরুল আমিন | প্রবন্ধ ও গবেষণা |
আকতার হোসাইন | শিশুসাহিত্য |
২০২৩
২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম নগরির এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[22]
নাম | শাখা |
---|---|
খালিদ আহসান (মরণোত্তর) | কবিতা |
রিজোয়ান মাহমুদ | |
আজাদ বুলবুল | কথাসাহিত্যে |
আনোয়ারা আলম | প্রবন্ধ ও গবেষণা |
উৎপল কান্তি বড়ুয়া | শিশুসাহিত্য |
জসীম মেহবুব |
তথ্যসূত্র
- "চট্টগ্রামের ৫ সাহিত্যিক পুরস্কার পাচ্ছেন"। বাংলাদেশ প্রতিদিন। ৩০ নভেম্বর ২০১৪। ২০২০-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- "৭ জন গুণী ব্যক্তিকে একুশে পদক এবং ৫ জনকে সাহিত্য পুরস্কার দিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন"। দৈনিক সংগ্রাম। ২৪ ফেব্রুয়ারি ২০১৪। ২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- "ড.মহীবুলসহ ৫জন পাচ্ছেন সিসিসি সাহিত্য পুরস্কার"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- "চট্টগ্রাম সিটি করপোরেশন সম্মাননা পেল ১২ গুণীজন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ ফেব্রুয়ারি ২০১৪। ২২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮।
- নিজস্ব প্রতিবেদক (ফেব্রুয়ারি ২১, ২০১৫)। "একুশের অনুষ্ঠানমালা"। দৈনিক পূর্বকোণ। ৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- তাসমিমা হোসেন, সম্পাদক (ফেব্রুয়ারি ২২, ২০১৫)। "১১ বিশিষ্ট নাগরিককে চসিকের একুশের স্মারক সম্মাননা"। দৈনিক ইত্তেফাক। ২০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- "সাতজনকে একুশে স্মারক সম্মাননা পদক প্রদান"। দৈনিক প্রথম আলো। ২২ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
- "CCC awards 13 on Mother Language Day"। The Daily Star। ২ ফেব্রুয়ারি ২০১৬। ১০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৮।
- "চট্টগ্রাম সিটি কর্পোরেশন : ১৩ বিশিষ্ট নাগরিককে একুশে সম্মাননা স্মারক ও সাহিত্য পুরস্কার প্রদান"। দৈনিক ভোরের কাগজ। ১৩ ফেব্রুয়ারি ২০১৬। ২৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "সাত গুণীজনকে একুশে পদক ও ছয়জনকে সাহিত্য পুরস্কার দিল চসিক"। দৈনিক ইনকিলাব। ২৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "১৬ গুণীকে চসিকের একুশে পদক ও সাহিত্য পুরস্কার প্রদান"। দৈনিক ভোরের কাগজ। ফেব্রুয়ারি ২২, ২০১৬। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- রাজু আকবর (ফেব্রুয়ারি ২০, ২০১৭)। "১৬ বিশিষ্টজনকে সম্মাননা দিচ্ছে চসিক"। বিবার্তা। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- "সাহিত্যে চসিকের একুশে স্মারক পাচ্ছেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ ফেব্রুয়ারি ২০১৮। ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনসংযোগ শাখা প্রেস বিজ্ঞপ্তি"। চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- আকাশ, এস. এম. (২১ ফেব্রুয়ারি ২০১৯)। "১৪ গুণী ব্যক্তিকে একুশে স্মারক সম্মাননা প্রদান করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন"। বাংলাদেশ টুডে। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- "চসিকের একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"। দৈনিক সমকাল। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- "১৫ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন চসিকের একুশে পদক"। সিভয়েস টুয়েন্টিফোর। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- "চসিকের সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণীজন"। রাইজিংবিডি.কম। ২০ ফেব্রুয়ারি ২০২০। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- "চসিকের একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"। দৈনিক আজাদী। ২১ ফেব্রুয়ারি ২০২০। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- "১৫ গুণী ব্যক্তিকে একুশে সম্মাননা পদক দিল চসিক"। চট্টগ্রাম: বাংলাদেশ প্রতিদিন। ২১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- "সিটি কর্পোরেশন একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"। দৈনিক পূর্বদেশ। ২১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- "১৭ জনকে একুশে পদক ও সাহিত্য পুরস্কার দিচ্ছে চট্টগ্রাম সিটি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩।