একদিনের আন্তর্জাতিক
একদিনের আন্তর্জাতিক বা একদিবসীয় ক্রিকেট ক্রিকেট খেলার একটি রূপ যা দু’টি দেশের জাতীয় ক্রিকেট দলের মধ্যে খেলা হয়ে থাকে এবং এতে প্রত্যেক দল ৫০ ওভার করে খেলে থাকে। একদিনের আন্তর্জাতিক খেলা দিয়েই ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়। একদিনের আন্তর্জাতিক খেলাকে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটও বলা হয় কারণ এটি মূলত জাতীয় দলগুলোর মধ্যে নির্ধারিত ওভারের খেলা।
ক্রিকেট |
---|
সিরিজের অংশবিশেষ |
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওডিআইয়ে প্রথম সেঞ্চুরিটি করেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস।[1] ২৪ আগস্ট, ১৯৭২ তারিখে ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলায় তিনি ১০৩ রান করে এ কীর্তিগাঁথা রচনা করেন। কিন্তু এ খেলাটি রেকর্ডে দ্বিতীয় ওডিআই হিসেবে চিহ্নিত হয়ে আছে। সবচেয়ে বেশি ওডিআই সেঞ্চুরি করেন ভারতের ব্যাটিং শচীন তেন্ডুলকর। ৪৯টি সেঞ্চুরি করে তিনি শীর্ষস্থানে রয়েছেন।
সর্বোচ্চ রান এবং উইকেট
রানের দিক দিয়েও শীর্ষস্থানে আছেন শচীন তেন্ডুলকর (২১৩৬৭), ২য় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৭০৪৬)। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ৫৩৪ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে আছেন, ৫০২ উইকেট নিয়ে ২য় স্থানে আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম।
ওডিআই র্যাঙ্কিং
আইসিসি পুরুষ ওডিআই দলের র্যাঙ্কিং | ||||
---|---|---|---|---|
অবস্থান | দলের নাম | খেলার সংখ্যা | পয়েন্ট | রেটিং |
১ | নিউজিল্যান্ড | ১২ | ১,৫০৫ | ১২৫ |
২ | ইংল্যান্ড | ১৯ | ২,৩৫৩ | ১২৪ |
৩ | অস্ট্রেলিয়া | ১৮ | ১,৯২৯ | ১০৭ |
৪ | ভারত | ২৭ | ২,৩০৪ | ১০৫ |
৫ | পাকিস্তান | ২০ | ১,৬৩৫ | ১০৭ |
৬ | দক্ষিণ আফ্রিকা | ১৯ | ১,৮৭২ | ৯৯ |
৭ | বাংলাদেশ | ২৪ | ২,২৭৫ | ৯৫ |
৮ | শ্রীলঙ্কা | ২৪ | ২,০৮৬ | ৮৭ |
৯ | ওয়েস্ট ইন্ডিজ | ২১ | ১,৬৫২ | ৭৮ |
১০ | আফগানিস্তান | ১৭ | ১,০৫৪ | ৬২ |
১১ | নেদারল্যান্ডস | ২ | ৯৯ | ৫০ |
১২ | আয়ারল্যান্ড | ১৮ | ৮১৮ | ৪৫ |
১৩ | জিম্বাবুয়ে | ১৫ | ৫৮৮ | ৩৯ |
১৪ | ওমান | ৭ | ২৪০ | ৩৪ |
১৫ | স্কটল্যান্ড | ৫ | ১৪৮ | ৩০ |
১৬ | নেপাল | ৫ | ১১৯ | ২৪ |
১৭ | সংযুক্ত আরব আমিরাত | ৯ | ১৯০ | ২১ |
১৮ | নামিবিয়া | ৬ | ৯৭ | ১৬ |
১৯ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৮ | ৯৩ | ১২ |
২০ | পাপুয়া নিউগিনি | ৫ | ০ | ০ |
তথ্যসূত্র: আইসিসি ওডিআই র্যাঙ্কিং, ইএসপিএনক্রিকইনফো র্যাঙ্কিং ৩ মে, ২০২১ | ||||
সর্বশেষ হালনাগাদ: ৪ মে ২০২২ |
বর্তমান শীর্ষস্থানীয় ক্রিকেটার
আইসিসি শীর্ষ ১০ ওডিআই ব্যাটসম্যান | |||
---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং |
১ | বাবর আজম | পাকিস্তান | ৮৬৫ |
২ | বিরাট কোহলি | ভারত | ৮৫৭ |
৩ | রোহিত শর্মা | ভারত | ৮২৫ |
৪ | রস টেলর | নিউজিল্যান্ড | ৮০১ |
৫ | অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া | ৭৯১ |
৬ | জনি বেয়ারস্টো | ইংল্যান্ড | ৭৮৫ |
৭ | ফখর জামান | পাকিস্তান | ৭৭৮ |
ফাফ দু প্লেসিস | দক্ষিণ আফ্রিকা | ৭৭৮ | |
৯ | ডেভিড ওয়ার্নার | অস্ট্রেলিয়া | ৭৭৩ |
শাই হোপ | ওয়েস্ট ইন্ডিজ | ৭৭৩ | |
তথ্যসূত্র: রিলায়েন্স-আইসিসি র্যাঙ্কিংস, ইএসপিএন ৭ এপ্রিল, ২০২১ |
আইসিসি শীর্ষ ১০ ওডিআই বোলার | |||
---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং |
১ | ট্রেন্ট বোল্ট | নিউজিল্যান্ড | ৭৩৭ |
২ | মুজিব উর রহমান | আফগানিস্তান | ৭০৮ |
৩ | ম্যাট হেনরি | নিউজিল্যান্ড | ৬৯১ |
৪ | যশপ্রীত বুমরাহ | ভারত | ৬৯০ |
৫ | মেহেদী হাসান | বাংলাদেশ | ৬৬৮ |
৬ | কাগিসো রাবাদা | দক্ষিণ আফ্রিকা | ৬৬৬ |
৭ | ক্রিস উকস | ইংল্যান্ড | ৬৬৫ |
৮ | জশ হজলউড | অস্ট্রেলিয়া | ৬৬০ |
৯ | প্যাট কামিন্স | অস্ট্রেলিয়া | ৬৪৬ |
১০ | মোহাম্মাদ আমির | পাকিস্তান | ৬৩৮ |
তথ্যসূত্র: রিলায়েন্স-আইসিসি র্যাঙ্কিংস—ওডিআই বোলিং, ৭ এপ্রিল, ২০২১ |
আইসিসি শীর্ষ ১০ ওডিআই অল-রাউন্ডার | |||
---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং |
১ | সাকিব আল হাসান | বাংলাদেশ | ৪০৮ |
২ | বেন স্টোকস | ইংল্যান্ড | ২৯৫ |
৩ | মোহাম্মাদ নবী | আফগানিস্তান | ২৯৪ |
৪ | ক্রিস উকস | ইংল্যান্ড | ২৭৩ |
৫ | রশীদ খান | আফগানিস্তান | ২৭০ |
৬ | মিচেল স্যান্টনার | নিউজিল্যান্ড | ২৬৭ |
৭ | ইমাদ ওয়াসিম | পাকিস্তান | ২৬৩ |
৮ | কলিন ডি গ্র্যান্ডহোম | নিউজিল্যান্ড | ২৫৭ |
৯ | রবীন্দ্র জাদেজা | ভারত | ২৪৫ |
১০ | শন উইলিয়ামস | জিম্বাবুয়ে | ২৩৮ |
তথ্যসূত্র: রিলায়েন্স-আইসিসি র্যাঙ্কিংস—ওডিআই অল-রাউন্ডার, ৭ এপ্রিল, ২০২১ |
তথ্যসূত্র
- 1st ODI: England v Australia, Aug. 24, 1972, ESPN website.
আরও দেখুন
বহিঃসংযোগ
- আইসিসি’র ওয়েবসাইটে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মাবলী
- ICC Chief Executives' Committee approves introduction of ODI innovations by Jon Long ,আইসিসি’র ওয়েবসাইট, ২৫ জুন ২০০৫
- "The expanding one-day world"by Martin Williamson, ক্রিকইনফো।
- Online Bangla Sports News Paper ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জানুয়ারি ২০২১ তারিখে