একটি সিনেমার গল্প
একটি সিনেমার গল্প ২০১৮ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র, যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, আলমগীর ও ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেতা আলমগীর নিজেই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটি ২০১৮ সালের ১৩ এপ্রিল মুক্তি পায়।[1]
একটি সিনেমার গল্প | |
---|---|
![]() একটি সিনেমার গল্প চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | আলমগীর |
শ্রেষ্ঠাংশে | আলমগীর আরেফিন শুভ ঋতুপর্ণা সেনগুপ্ত চম্পা সাদেক বাচ্চু সাবেরী আলম |
সুরকার | আরিয়ান কৌশিক |
মুক্তি | ১৩ এপ্রিল, ২০১৮ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
- আলমগীর
- আরিফিন শুভ - সজীব
- ঋতুপর্ণা সেনগুপ্ত - কবিতা
- চম্পা
- চাঁদ - শিশু শিল্পী
- সৈয়দ হাসান ইমাম
- সাদেক বাচ্চু
- সাবেরী আলম
- ওয়াহিদা মল্লিক জলি
- ডা: সোহেল বাবু
- জ্যাকি আলমগীর
- ববি
পুরস্কার
- বিজয়ী: শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী - আঁখি আলমগীর[2]
- বিজয়ী: শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী - সাদেক বাচ্চু
- বিজয়ী: শ্রেষ্ঠ নৃত্য পরিচালক - মাসুম বাবুল
- বিজয়ী: শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী - আঁখি আলমগীর
- বিজয়ী: শ্রেষ্ঠ শিল্প নির্দেশক - উত্তম গুহ
তথ্যসূত্র
- "Ekti Cinemar Golpo has been submitted to sensor board"। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৮।
- "পুরস্কার ও সম্মাননায় বাচসাসের সুবর্ণজয়ন্তী উৎসব"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৭ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.