এএ ফিল্মস

এএ ফিল্মস হলো অনিল থাদানি দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র বিতরণ সংস্থা। এটি মূলত উত্তর ভারতের হিন্দি চলচ্চিত্র এবং হিন্দি-ডাব করা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র বিতরণ করে থাকে।

এএ ফিল্মস
ধরনপ্রাইভেট হোল্ড কোম্পানি
শিল্পচলচ্চিত্র ও বিনোদন
প্রতিষ্ঠাকাল১৯৯৩ মুম্বাই, ভারত
প্রতিষ্ঠাতাঅনিল থাদানি
সদরদপ্তর
মুম্বাই
,
ভারত
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
অনিল থাদানি
রবীনা ট্যান্ডন
পরিষেবাসমূহচলচ্চিত্র বিতরণ
মালিকঅনিল থাদানি
অধীনস্থ প্রতিষ্ঠানসিনেস্তান এএ ডিস্ট্রিবিউটরস

পটভূমি

১৯৯৩ সালে অনিল থাদানি এএ ফিল্মস কোম্পানিটিকে প্রতিষ্ঠিত করেন। এটি স্বাধীনভাবে ভারতে চলচ্চিত্র বিতরণ করে। ২০১৭ সালে অনিল থাদানি "এই বছরের বন্টন ব্যক্তিত্ব" পুরস্কারে ভূষিত হন। তারপর থেকে এটি সিনেস্তান ফিল্ম কোম্পানির সাথে যৌথ উদ্যোগে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে। এই কোম্পানির নামকরণ করা হয় "সিনেস্তান এএ ডিস্ট্রিবিউটরস"। অনিল থাদানি উক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং সিও হন এবং সিনেস্তানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত খাট্টার এর চেয়ারম্যান হন৷ [1]

বিতরণ চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভাষা টীকা সূত্র
১৯৯৫ দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে হিন্দি
২০০৩ স্টাম্পড
২০১১ দ্য ডার্টি পিকচার
২০১২ আগ্নিপথ
স্টুডেন্ট অব দ্য ইয়ার
২০১৩ জ্যাকপট
আশিকি ২
ফুকরে
ইসাক
গোরী তেরে প্যায়ার মে!
২০১৪ ইয়ারিয়াঁ
হাসি তো ফাসি
রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস
চিলড্রেন অব ওয়ার
দ্য এক্সপোজ
হাম্পটি শর্মা কি দুলহানিয়া
ভূতনাথ রিটার্নস
হেট স্টোরি ২
এক ভিলেন
উংলি
দ্য শৌকিন
২০১৫ আই হিন্দি (ডাব) তামিল চলচ্চিত্রের হিন্দি ডাব সংস্করণ
রোয় হিন্দি
এক পেহেলি লীলা
বাহুবলী: দ্য বিগিনিং হিন্দি (ডাব) Distributed along with Dharma Productions
Dubbed version of Telugu film
দিল ধড়কনে দো হিন্দি
বঙ্গিস্তান
ওয়েলকাম টু করাচি
হেট স্টোরি ৩
২০১৬ কাইক কারনে ইয়ার গুজরাটি
লাভ গেমস হিন্দি
বিরাপ্পান
মির্য্যা [2]
তুম বিন ২
ওয়াজাহ তুম হো
২০১৭ দ্য গাজী অ্যাটাক [3]
নূর
মাত্র
বাহুবলী ২: দ্য কনক্লুশন হিন্দি (ডাব) Distributed along with Dharma Productions
Dubbed version of Telugu film
[4]
হিন্দি মিডিয়াম হিন্দি
শচীন: এ বিলিয়ন ড্রিমস হিন্দি তৃভাষিক চলচ্চিত্র [5]
মারাঠি
ইংরেজি
এফ ইউ: ফ্রেন্ডশিপ আনলিমিটেড মারাঠি
বেহেন হোগী তেরি Hindi
রাবতা
বরেলি কি বরফি
বাবুমশাই বন্দুকবাজ
হাসিনা পার্কার
Chef
ইততফাক
তুমহারী সুলু
ফিরাঙ্গী
ফুকরে রিটার্নস
২০১৮ হোস্টেল ডেজ মারাঠি
কালাকান্ডি হিন্দি
ভোদকা ডায়েরিজ
সোনু কে টিটু কি সুইটি
হেট স্টোরি ৪
৩ স্টোরিজ
রাজি [6]
বাকেট লিস্ট মারাঠি
Phamous হিন্দি
কালা কারিকালান হিন্দি (ডাব) Distributed along with Lyca Productions
Dubbed version of Tamil film
নওয়াবজাদে হিন্দি
চুম্বক মারাঠি
রেবা গুজরাটি
ফানি খান হিন্দি
গোল্ড
স্ত্রী [7]
বাধাই হো
মুলশি প্যাটার্ন মারাঠি
মাধুরী
মৌলী
২.০ হিন্দি (ডাব) Distributed along with Dharma Productions
Dubbed version of Tamil film
[8]
কে জি এফ: চ্যাপ্টার ১ Distributed along with Excel Entertainment
Dubbed version of Kannada film
[9]
২০১৯ অমাবস হিন্দি
অ্যাসি হি আশিকি
গল্লি ব্য়
লুকা ছুপি
বদলা
ফটোগ্রাফ হিন্দি
ইংরেজি
জংলি হিন্দি
দে দে প্যায়ার দে
ভারত
কবির সিং
অর্জুন পাটিয়ালা
গার্লফ্রেন্ড মারাঠি
বাটলা হাউস হিন্দি
সাহো
সাই রা নরসিমহা রেড্ডি হিন্দি ডাব Distributed along with Excel Entertainment
Dubbed version of Telugu film
দাকা পাঞ্জাবি
ট্রিপল সিট মারাঠি
মেড ইন চায়না হিন্দি
বালা
ফাত্তেশিকাস্ত মারাঠি
কুলকার্নি চৌকতলা দেশপান্ডে
পতি, পত্নী অউর ওহ হিন্দি
২০২০ তানহাজী
স্ট্রিট ড্যান্সার
প্রয়াস মারাঠি
শুভ মঙ্গল জ্যাদা সাবধান হিন্দি
থাপ্পড়
ইন্দু কি জওয়ানি
২০২১ ম্যাডাম চিফ মিনিস্টার
কানভাট মারাঠি
টুয়েসডেজ অ্যান্ড ফ্রাইডেজ হিন্দি
টাইম টু ডান্স
মুম্বাই সাগা
সাইনা
কোই জানে না
সত্যমেব জয়তে ২
চণ্ডীগড় কারে আশিকি
পুষ্পা: দ্য রাইজ হিন্দি ডাব ভার্সন Distributed along with Goldmines Telefilms
Dubbed version of Telugu film
২০২২ পবনখিঁদ মারাঠি
জম্বিবলী
১৪৩
তুলসীদাস জুনিয়র হিন্দি
রাধে শ্যাম
বচ্চন পাণ্ডে
বিশু মারাঠি
হারদাং হিন্দি
কে জি এফ: চ্যাপ্টার ২ হিন্দি ডাব Distributed along with Excel Entertainment
Dubbed version of Kannada film
হিরোপান্তি ২ হিন্দি
ভুল ভুলাইয়া ২
অনেক
সর্সেনাপাতি হাম্বিররাও মারাঠি
ইয়ারে ইয়ারে পাবাসা
আঠবা রং প্রেমাচা
ওয়াই
এক ভিলেন রিটার্নস হিন্দি
লাইগার Hindi
Telugu
Distributed in Tamil, Malayalam and Kannada apart from Hindi, Telugu
রূপ নগর কে চিতে মারাঠি
ধোখা: রাউন্ড ডি কর্নার হিন্দি
শিবপ্রতাপ গারুঝেপ মারাঠি
থ্যাংক গড হিন্দি
রাম সেতু
ফোন ভূত
২০২৩ আদিপুরুষ
বীর মুরাবাজি মারাঠি
TBA বাবু
জি লে যারা হিন্দি
যুধ্র
সুরিয়া ৪২ হিন্দি ডাব ভার্সন

তথ্যসূত্র

  1. "Cinestaan, Anil Thadani form overseas film distribution JV - The Financial Express"। ১৫ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮
  2. "Cinestaan, Anil Thadani form overseas film distribution JV"। Press Trust of India। ১৫ সেপ্টেম্বর ২০১৬ Business Standard-এর মাধ্যমে।
  3. "Karan Johar's Dharma Productions teams up with AA Films to produce 'The Ghazi Attack'"। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮
  4. "'Baahubali 2' shatters myths and box-office records in Bollywood"Reuters। ৩ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮
  5. "Cinestaan AA Distributors To Distribute Sachin: A Billion Dreams In All Overseas Markets - Businessofcinema.com"। ১১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮
  6. "As Raazi wows audiences, Alia Bhatt, Vicky Kaushal, KJo and team celebrate"। ১৭ মে ২০১৮।
  7. "Is Anil Thadani Under-Reporting The Box-Office Collections Of Stree Because Of Raazi?"www.koimoi.com
  8. "Anil Thadani's AA Films partners with Lyca to distribute '2.O' in Hindi"। ১৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২
  9. NewsKarnataka। "Yash's "KGF" to be distributed pan-India by AA Films?"NewsKarnataka
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.