এএফসি এশিয়ান কাপ

এএফসি এশিয়ান কাপ একটি ফুটবল প্রতিযোগিতা যার আয়োজন করে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এই প্রতিযোগিতার বিজয়ী দল এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে গণ্য হয় এবং পূর্বে ফিফা কনফেডারেশন্স কাপ খেলার যোগ্যতা লাভ করত। এই প্রতিযোগিতার পরের আসর অনুষ্ঠিত হবে পশ্চিম এশীয় রাষ্ট্র কাতারে, যারা ইতিমধ্যেই ২০২২ ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজনে সক্ষম হয়েছে।[1]

এএফসি এশিয়ান কাপ
প্রতিষ্ঠিত১৯৫৬ (1956)
অঞ্চলএশিয়া (এএফসি)
দলের সংখ্যা২৪
সম্পর্কিত
প্রতিযোগিতা
ফিফা কনফেডারেশন্স কাপ
বর্তমান চ্যাম্পিয়ন কাতার
(১ম শিরোপা)
সবচেয়ে সফল দল জাপান (৪টি শিরোপা)
ওয়েবসাইটঅফিশিয়াল ওয়েবসাইট
২০২৩ এএফসি এশিয়ান কাপ

১৯৫৬ সাল থেকে এশিয়ান কাপ চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হচ্ছে। ২০০৪ সালের আসর পর্যন্ত এইভাবেই চলে। যেহেতু একই বছরে অলিম্পিক প্রতিযোগিতা ও ইউরো অনুষ্ঠিত হয় তাই এশিয়ান কাপের সময়সূচী কিছুটা পরিবর্তন করা হয়েছে। ফলে ২০০৮ সালে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ২০০৭ সালে শুরু হয় এবং এরপর আবার চার বছর পর পর এটি চলছে

এশিয়ান কাপ এশিয়ার শীর্ষ দলগুলো দখল করে রেখেছে। জাপান, কোরিয়া, ইরান, কুয়েত ও সৌদি আরবের জাতীয় দলগুলো প্রায় প্রতিবছর ফাইনালে ওঠে।তবে এই ফেডারেশনের নতুন সদস্য অস্ট্রেলিয়া এশিয়ার পরাশক্তি হয়ে উঠেছে।

ফলাফল

২০১৯ সালের টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারক খেলা হয়নি।

মরসুম বছর আয়োজক ফাইনাল তৃতীয় স্থান নির্ধারক বা সেমি-ফাইনালে পরাজিত দলসংখ্যা
বিজয়ী স্কোর ও স্থান রানার্স-আপ তৃতীয় স্থান স্কোর ও স্থান চতুর্থ স্থান
১৯৫৬  হংকং দক্ষিণ কোরিয়া-এর পতাকা
দক্ষিণ কোরিয়া
রাউন্ড-রবিন ইসরায়েল-এর পতাকা
ইসরায়েল
হংকং-এর পতাকা
হংকং
রাউন্ড-রবিন দক্ষিণ ভিয়েতনাম-এর পতাকা
দক্ষিণ ভিয়েতনাম
১৯৬০  দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া-এর পতাকা
দক্ষিণ কোরিয়া
রাউন্ড-রবিন ইসরায়েল-এর পতাকা
ইসরায়েল
তাইওয়ান-এর পতাকা
প্রজাতন্ত্রী চীন
রাউন্ড-রবিন দক্ষিণ ভিয়েতনাম-এর পতাকা
দক্ষিণ ভিয়েতনাম
১৯৬৪  ইসরায়েল ইসরায়েল-এর পতাকা
ইসরায়েল
রাউন্ড-রবিন ভারত-এর পতাকা
ভারত
দক্ষিণ কোরিয়া-এর পতাকা
দক্ষিণ কোরিয়া
রাউন্ড-রবিন হংকং-এর পতাকা
হংকং
১৯৬৮  ইরান ইরান-এর পতাকা
ইরান
রাউন্ড-রবিন বার্মা-এর পতাকা
বার্মা
ইসরায়েল-এর পতাকা
ইসরায়েল
রাউন্ড-রবিন তাইওয়ান-এর পতাকা
প্রজাতন্ত্রী চীন
১৯৭২  থাইল্যান্ড ইরান-এর পতাকা
ইরান
২–১ (অ.স.প.)
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
দক্ষিণ কোরিয়া-এর পতাকা
দক্ষিণ কোরিয়া
থাইল্যান্ড-এর পতাকা
থাইল্যান্ড
২–২ (অ.স.প.)
(৫–৩ পে.)
জাতীয় স্টেডিয়াম, ব্যাংকক
কম্বোডিয়া-এর পতাকা
খ্‌মের প্রজাতন্ত্র
১৯৭৬  ইরান ইরান-এর পতাকা
ইরান
১–০
আর্যমেহের স্টেডিয়াম, তেহরান
কুয়েত-এর পতাকা
কুয়েত
চীন-এর পতাকা
গণচীন
১–০
আর্যমেহের স্টেডিয়াম, তেহরান
ইরাক-এর পতাকা
ইরাক
১৯৮০  কুয়েত কুয়েত-এর পতাকা
কুয়েত
৩–০
সাবাহ আল সালেম স্টেডিয়াম, কুয়েত সিটি
দক্ষিণ কোরিয়া-এর পতাকা
দক্ষিণ কোরিয়া
ইরান-এর পতাকা
ইরান
৩–০
সাবাহ আল সালেম স্টেডিয়াম, কুয়েত সিটি
উত্তর কোরিয়া-এর পতাকা
উত্তর কোরিয়া
১০
১৯৮৪  সিঙ্গাপুর সৌদি আরব-এর পতাকা
সৌদি আরব
২–০
জাতীয় স্টেডিয়াম, সিঙ্গাপুর
চীন-এর পতাকা
গণচীন
কুয়েত-এর পতাকা
কুয়েত
১–১ (অ.স.প.)
(৫–৩ পে.)
জাতীয় স্টেডিয়াম, সিঙ্গাপুর
ইরান-এর পতাকা
ইরান
১০
১৯৮৮  কাতার সৌদি আরব-এর পতাকা
সৌদি আরব
০–০ (অ.স.প.)
(৪–৩ পে.)
আল-আহলি স্টেডিয়াম, দোহা
দক্ষিণ কোরিয়া-এর পতাকা
দক্ষিণ কোরিয়া
ইরান-এর পতাকা
ইরান
০–০ (অ.স.প.)
(৩–০ পে.)
আল-আহলি স্টেডিয়াম, দোহা
চীন-এর পতাকা
গণচীন
১০
১০ ১৯৯২  জাপান জাপান-এর পতাকা
জাপান
১–০
হিরোশিমা বিগ আর্ক, হিরোশিমা
সৌদি আরব-এর পতাকা
সৌদি আরব
চীন-এর পতাকা
গণচীন
১–১ (অ.স.প.)
(৪–৩ পে.)
হিরোশিমা বিগ আর্ক, হিরোশিমা
সংযুক্ত আরব আমিরাত-এর পতাকা
সংযুক্ত আরব আমিরাত
১১ ১৯৯৬  সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব-এর পতাকা
সৌদি আরব
০–০ (অ.স.প.)
(৪–২ পে.)
শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি
সংযুক্ত আরব আমিরাত-এর পতাকা
সংযুক্ত আরব আমিরাত
ইরান-এর পতাকা
ইরান
১–১ (অ.স.প.)
(৩–২ পে.)
শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি
কুয়েত-এর পতাকা
কুয়েত
১২
১২ ২০০০  লেবানন জাপান-এর পতাকা
জাপান
১–০
স্পোর্টস সিটি স্টেডিয়াম, বেইরুট
সৌদি আরব-এর পতাকা
সৌদি আরব
দক্ষিণ কোরিয়া-এর পতাকা
দক্ষিণ কোরিয়া
১–০
স্পোর্টস সিটি স্টেডিয়াম, বেইরুট
চীন-এর পতাকা
গণচীন
১২
১৩ ২০০৪  চীন জাপান-এর পতাকা
জাপান
৩–১
ওয়ার্কার্স স্টেডিয়াম, বেজিং
চীন-এর পতাকা
গণচীন
ইরান-এর পতাকা
ইরান
৪–২
ওয়ার্কার্স স্টেডিয়াম, বেজিং
বাহরাইন-এর পতাকা
বাহরাইন
১৬
১৪ ২০০৭  ইন্দোনেশিয়া
 মালয়েশিয়া
 থাইল্যান্ড
 ভিয়েতনাম
ইরাক-এর পতাকা
ইরাক
১–০
গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা
সৌদি আরব-এর পতাকা
সৌদি আরব
দক্ষিণ কোরিয়া-এর পতাকা
দক্ষিণ কোরিয়া
০–০ (অ.স.প.)
(৬–৫ পে.)
গেলোরা শ্রীবিজয়া স্টেডিয়াম, প্যালেমবাং
জাপান-এর পতাকা
জাপান
১৬
১৫ ২০১১  কাতার জাপান-এর পতাকা
জাপান
১–০ (অ.স.প.)
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম, দোহা
অস্ট্রেলিয়া-এর পতাকা
অস্ট্রেলিয়া
দক্ষিণ কোরিয়া-এর পতাকা
দক্ষিণ কোরিয়া
৩–২
জসীম বিন হামাদ স্টেডিয়াম, দোহা
উজবেকিস্তান-এর পতাকা
উজবেকিস্তান
১৬
১৬ ২০১৫  অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া-এর পতাকা
অস্ট্রেলিয়া
২–১ (অ.স.প.)
স্টেডিয়াম অস্ট্রেলিয়া, সিডনি
দক্ষিণ কোরিয়া-এর পতাকা
দক্ষিণ কোরিয়া
সংযুক্ত আরব আমিরাত-এর পতাকা
সংযুক্ত আরব আমিরাত
৩–২
নিউক্যাসেল স্টেডিয়াম, নিউক্যাসেল
ইরাক-এর পতাকা
ইরাক
১৬
১৭ ২০১৯  সংযুক্ত আরব আমিরাত কাতার-এর পতাকা
কাতার
৩–১
জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়াম, আবুধাবি
জাপান-এর পতাকা
জাপান
 ইরান এবং  সংযুক্ত আরব আমিরাত ২৪
১৮ ২০২৩  কাতার[lower-alpha 1] ২৪
১৯ ২০২৭  সৌদি আরব ২৪
  1. পূর্বে চীনকে আয়োজনের দায়িত্ব দেওয়া হলেও কোভিড-১৯ মহামারীর জন্য চীন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. FIFA.com। "Who We Are - News - FIFA Council votes for the introduction of a revamped FIFA Club World Cup - FIFA.com"www.fifa.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.