এএফসি–ওএফসি চ্যালেঞ্জ কাপ
এএফসি–ওএফসি চ্যালেঞ্জ কাপ হল এএফসি ও ওএফসি কর্তৃক যৌথভাবে পরিচালিত একটি ফুটবল কাপ যা মূলত দুই মহাদেশের মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত হত। ওশেনিয়ার ওএফসি নেশন্স কাপ ও এশিয়ার এএফসি এশিয়ান কাপ বা এশিয়ান গেমস প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের মধ্যে এই কাপ অনুষ্ঠিত হত।[1]
আয়োজক | এএফসি ও ওএফসি |
---|---|
প্রতিষ্ঠিত | ২০০১ |
বিলুপ্ত | ২০০৩ |
অঞ্চল | এশিয়া ওশেনিয়া |
দলের সংখ্যা | ২ |
সর্বশেষ চ্যাম্পিয়ন | ইরান (১ম শিরোপা) |
সবচেয়ে সফল দল | ইরান জাপান (১টি করে) |
প্রথম আসরে (২০০১) জাপান অস্ট্রেলিয়াকে ৩–০ গোলে হারিয়ে কাপ জিতে নেয়।[2]
ফলাফল ও পরিসংখ্যান
ফলাফল
বছর | আয়োজক | বিজয়ী | ফলাফল | রানার্স-আপ | |
---|---|---|---|---|---|
২০০১ | জাপান | জাপান |
৩–০ | অস্ট্রেলিয়া | |
২০০৩ | ইরান | ইরান |
৩–০ | নিউজিল্যান্ড | |
সর্বাধিক সফল দল
দল | বিজয়ী | রানার্স-আপ |
---|---|---|
জাপান | ১ (২০০১) | – |
ইরান | ১ (২০০৩) | – |
অস্ট্রেলিয়া | – | ১ (২০০১) |
নিউজিল্যান্ড | – | ১ (২০০৩) |
আসর
প্রথম আসর:২০০১
দল | যোগ্যতা অর্জন পর্ব |
---|---|
জাপান | ২০০০ এএফসি এশিয়ান কাপ (চ্যাম্পিয়ন) |
অস্ট্রেলিয়া | ২০০০ ওএফসি নেশন্স কাপ (চ্যাম্পিয়ন) |
জাপান | ৩–০ | অস্ট্রেলিয়া |
---|---|---|
ইয়ানাগিসাওয়া ১৯' হাতোরি ৫৩' নাকাইয়ামা ৬৫' (পে.) |
দ্বিতীয় আসর:২০০৩
দল | যোগ্যতা অর্জন পর্ব |
---|---|
ইরান | ২০০২ এশিয়ান গেমস (চ্যাম্পিয়ন) |
নিউজিল্যান্ড | ২০০২ ওএফসি নেশন্স কাপ (চ্যাম্পিয়ন) |
ইরান | ৩–০ | নিউজিল্যান্ড |
---|---|---|
আলি করিমি ২৪', ৩৭' কায়েবি ৬৭' |
বিঃদ্রঃ:- এই ম্যাচটি আসলে দুই লেগ বিশিষ্ট হবার কথা ছিল যা অকল্যান্ড শহরে অনুষ্ঠিত হবার কথা ছিল। অকল্যান্ড লেগ ২৮ মার্চ ও তেহরান লেগ ৪ এপ্রিল হবার কথা ছিল। কিন্তু ইরাক যুদ্ধের কারণে পিছিয়ে যায় ও এক লেগ বিশিষ্ট ম্যাচ হয়।
আরও দেখুন
তথ্যসূত্র
- "AFC-OFC challenge cup 2001"। প্রোকুয়েস্ট ২০৩০৮২৪৯৮।
- "New Zealand to play Iran in AFC/OFC Challenge Cup"। প্রোকুয়েস্ট ৪৫৩১৪৭২৫৫।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.