এএফসি–ওএফসি চ্যালেঞ্জ কাপ

এএফসি–ওএফসি চ্যালেঞ্জ কাপ হল এএফসি ও ওএফসি কর্তৃক যৌথভাবে পরিচালিত একটি ফুটবল কাপ যা মূলত দুই মহাদেশের মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত হত। ওশেনিয়ার ওএফসি নেশন্স কাপ ও এশিয়ার এএফসি এশিয়ান কাপ বা এশিয়ান গেমস প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের মধ্যে এই কাপ অনুষ্ঠিত হত।[1]

এএফসি–ওএফসি চ্যালেঞ্জ কাপ
আয়োজকএএফসিওএফসি
প্রতিষ্ঠিত২০০১
বিলুপ্ত২০০৩
অঞ্চলএশিয়া
ওশেনিয়া
দলের সংখ্যা
সর্বশেষ চ্যাম্পিয়ন ইরান
(১ম শিরোপা)
সবচেয়ে সফল দল ইরান
 জাপান
(১টি করে)

প্রথম আসরে (২০০১) জাপান অস্ট্রেলিয়াকে ৩–০ গোলে হারিয়ে কাপ জিতে নেয়।[2]

ফলাফল ও পরিসংখ্যান

ফলাফল

বছর আয়োজক বিজয়ী ফলাফল রানার্স-আপ
২০০১  জাপান জাপান-এর পতাকা
জাপান
৩–০ অস্ট্রেলিয়া-এর পতাকা
অস্ট্রেলিয়া
২০০৩  ইরান ইরান-এর পতাকা
ইরান
৩–০ নিউজিল্যান্ড-এর পতাকা
নিউজিল্যান্ড

সর্বাধিক সফল দল

দল বিজয়ী রানার্স-আপ
 জাপান ১ (২০০১)
 ইরান ১ (২০০৩)
 অস্ট্রেলিয়া ১ (২০০১)
 নিউজিল্যান্ড ১ (২০০৩)

কনফেডারেশন অনুযায়ী

কনফেডারেশন বিজয়ী রানার্স-আপ
এএফসি ২ (২০০১, ২০০৩)
ওএফসি ২ (২০০১, ২০০৩)

আসর

প্রথম আসর:২০০১

দল যোগ্যতা অর্জন পর্ব
 জাপান২০০০ এএফসি এশিয়ান কাপ (চ্যাম্পিয়ন)
 অস্ট্রেলিয়া২০০০ ওএফসি নেশন্স কাপ (চ্যাম্পিয়ন)
জাপান ৩–০ অস্ট্রেলিয়া
ইয়ানাগিসাওয়া গোল ১৯'
হাতোরি গোল ৫৩'
নাকাইয়ামা গোল ৬৫' (পে.)
দর্শক সংখ্যা: ৪৬,৪০৪
রেফারি: চীন ঝ্যাং জিয়ানজুন

দ্বিতীয় আসর:২০০৩

দল যোগ্যতা অর্জন পর্ব
 ইরান২০০২ এশিয়ান গেমস (চ্যাম্পিয়ন)
 নিউজিল্যান্ড২০০২ ওএফসি নেশন্স কাপ (চ্যাম্পিয়ন)
ইরান ৩–০ নিউজিল্যান্ড
আলি করিমি গোল ২৪', ৩৭'
কায়েবি গোল ৬৭'
আজাদি স্টেডিয়াম, তেহরান
দর্শক সংখ্যা: ৪০,০০০
রেফারি: সিরিয়া কৌসা মহম্মদ

বিঃদ্রঃ:- এই ম্যাচটি আসলে দুই লেগ বিশিষ্ট হবার কথা ছিল যা অকল্যান্ড শহরে অনুষ্ঠিত হবার কথা ছিল। অকল্যান্ড লেগ ২৮ মার্চ ও তেহরান লেগ ৪ এপ্রিল হবার কথা ছিল। কিন্তু ইরাক যুদ্ধের কারণে পিছিয়ে যায় ও এক লেগ বিশিষ্ট ম্যাচ হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "AFC-OFC challenge cup 2001"। প্রোকুয়েস্ট ২০৩০৮২৪৯৮
  2. "New Zealand to play Iran in AFC/OFC Challenge Cup"। প্রোকুয়েস্ট ৪৫৩১৪৭২৫৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.