এইচটিএমএল ৫
এইচটিএমএল ৫ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে গঠন ও উপস্থাপন করার জন্য একটি মার্কআপ ল্যাংগুয়েজ। এটি এইচটিএমএল এর নবীনতম ও ষষ্ঠ সংস্করণ।[2] এর মূল লক্ষ্য নবতম মাল্টিমিডিয়া সাপোর্টের সঙ্গে মানুষের জন্য সহজে পাঠযোগ্য এবং কম্পিউটার ও ডিভাইসের জন্য সহজে বোধগম্য করা। স্মার্টফোন ওট্যাবলেটের মতো ডিভাইস বিবেচনায় রেখে এইচটিএমএল ৫ এর অনেক ফিচার নির্মিত হয়েছে।
ফাইলনাম এক্সটেনশন |
.html |
---|---|
ইন্টারনেট মাধ্যমের ধরন |
text/html |
টাইপ কোড | TEXT |
ইউটিআই | public.html[1] |
নির্মাণে | ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম and WHATWG |
বিন্যাসের ধরন | মার্কআপ ল্যাংগুয়েজ |
সম্প্রসারিত | এক্সএইচটিএমএল ৫ |
মুক্ত বিন্যাস? | হ্যাঁ |
ওয়েবসাইট | whatwg www |
ফাইলনাম এক্সটেনশন |
.xhtml, .html |
---|---|
ইন্টারনেট মাধ্যমের ধরন |
application/xml, application/xhtml+xml |
নির্মাণে | ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম and WHATWG |
বিন্যাসের ধরন | মার্কআপ ল্যাংগুয়েজ |
প্রসারিত হয়েছে | এক্সএমএল, এইচটিএমএল ৫ |
মুক্ত বিন্যাস? | Yes |
ওয়েবসাইট | www |
এইচটিএমএল | |||
---|---|---|---|
|
|||
তুলনাসমূহ | |||
|
|||
নতুনত্ব
বেশ কিছু মার্কআপ এ পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত div ও span ট্যাগকে প্রতিস্থাপিত করা হয়েছে। object ট্যাগ ভেঙে তৈরী করা হয়েছে nav , footer , audio এবং video ট্যাগ।
ভূ -স্থানক প্রযুক্তি
এইচটিএমএল জিওলোকেশন এপিআই একটি ব্যবহারকারীর ভৌগোলিক অবস্থানটি পেতে ব্যবহৃত হয়। যেহেতু এই গোপনীয়তায় আপোষ করতে পারে , তাই ব্যবহারকারী এটি অনুমোদন না হওয়া পর্যন্ত অবস্থান উপলব্ধ নয়।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.