ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন

ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রোর লাইন ৬ বা অরেঞ্জ লাইনের একটি স্টেশন। স্টেশনটি কলকাতায় উত্তর পঞ্চান্নগ্রামে বিশ্ব বাংলা সরণির পূর্ব পার্শ্বের সার্ভিস সড়ক ও ফুটপাথের উপরে উত্তলিত ভাবে অবস্থিত।

ঋত্বিক ঘটক
কলকাতা মেট্রো স্টেশন
অবস্থানউত্তর পঞ্চান্নগ্রাম, কলকাতা
স্থানাঙ্ক২২°৩১′৫৮″ উত্তর ৮৮°২৩′৪৫″ পূর্ব
মালিকানাধীনমেট্রো রেলওয়ে, কলকাতা
লাইন কমলা লাইন  (লাইন ৬)
প্ল্যাটফর্ম২ টি (পার্শ্ব প্ল্যাটফর্ম)
রেলপথ২ টি
নির্মাণ
গঠনের ধরনউত্তোলিত
প্ল্যাটফর্মের স্তর
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
অন্য তথ্য
অবস্থানির্মাণাধীন
ভাড়ার স্থানকলকাতা মেট্রো
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   কলকাতা মেট্রো   পরবর্তী স্টেশন
অভিমুখে কবি সুভাষ
লাইন ৬
অভিমুখে জয় হিন্দ
অবস্থান
মানচিত্র

স্টেশনটি রেল বিকাশ নিগম লিমিটেডের তত্বাবধানে দ্বারা নির্মিত হচ্ছে। অনুমান করা হচ্ছে, যে স্টেশনটি ২০২৩ সালের শেষের দিকে চালু হবে। স্টেশনটির দুটি ট্র্যাক ও দুটি পার্শ্ব প্ল্যাটফর্ম রয়েছে।

অবস্থান

এই স্টেশনটি উত্তর পঞ্চান্নগ্রামে বিশ্ব বাংলা সরণির পূর্ব পার্শ্বের সার্ভিস সড়ক ও ফুটপাথ জুড়ে অবস্থিত। স্টেশনের মূল উত্তোলিত কাঠামোটি বিশ্ব বাংলা সরণির গড়িয়াগামী লেনের পার্শ্বস্থিত সার্ভিস সড়ক ও ফুটপাথ বরাবর উত্তোলিতভাবে অবস্থিত। এটি ভৌগোলিকভাবে ২২.৫৩২৮৬০৫° উত্তর অক্ষাংশ ও ৮৮.৩৯৫৭৬৪৭° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। স্টেশনটির পূর্ববর্তী স্টেশন হল ০.৯০ কিলোমিটার দূরে অবস্থিত ভিআইপি বাজার মেট্রো স্টেশন এবং পরবর্তী স্টেশন হল ১.৩০ কিলোমিটার দূরে অবস্থিত বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন

স্টেশন বিন্যাস

ভূমি রাস্তার স্তর প্রস্থান / প্রবেশ
১ম উত্তোলিত স্তর মধ্যবর্তী টিকিট সংগ্রহ কেন্দ্র, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, প্ল্যাটফর্ম দুটির মধ্যে সংযোগ
২য় উত্তোলিত স্তর পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, দরজা বাম খুলবে Handicapped/disabled access
দক্ষিণদিকগামী দিকে →ভিআইপি বাজার→ →
উত্তরদিকগামী দিকে ← বরুণ সেনগুপ্ত সেন্টার← ←
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, দরজা বাম খুলবেHandicapped/disabled access
২য় উত্তোলিত স্তর

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.