উসমানপুর ইউনিয়ন, ওসমানীনগর

উসমানপুর ইউনিয়ন (ইংরেজি:Osmanpur Union), সিলেট বিভাগ এবং সিলেট জেলার ওসমানী নগর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।

উসমানপুর
ইউনিয়ন
উসমানপুর
উসমানপুর
বাংলাদেশে উসমানপুর ইউনিয়ন, ওসমানীনগরের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৩′১৪.০০২″ উত্তর ৯১°৪৭′৪২.০০০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাওসমানীনগর উপজেলা 
আয়তন
  মোট৩,০৮২ হেক্টর (৭,৬১৫ একর)
জনসংখ্যা
  মোট২৯,১২৩
  জনঘনত্ব৯৫০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ০৮ ৫৫
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ভৌগোলিক উপাত্ত

উসমানপুর ইউনিয়নের আয়তন ৭৭৫৭ একর (১৮ বর্গ কিলোমিটার)। এই ইউনিয়নে ৩৪৯৬ টি পরিবার বাস করে।

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশর ১৯৯১ আদমশুমারি অনুযায়ী উসমানপুর ইউনিয়নের জনসংখ্যা ২১,৮৩৮ জন।[1] এর মধ্যে মহিলা ৫০%, এবং পুরুষ ৫০%।

গ্রাম এবং মৌজা

উসমানপুর ইউনিয়নে ৫২টি গ্রাম এবং ৫২টি মৌজা আছে।

প্রশাসনিক অবকাঠামো

৯ টি ওয়ার্ড এবং ৫২ টি মহল্লা নিয়ে উসমানপুর ইউনিয়ন গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

ওয়ার্ড নংঅন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
০১Najirdighi
০২
০৩রাউৎ খাই
০৪
০৫
০৬
০৭
০৮
০৯

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.