উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র
উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ভারতীয় প্রজাতন্ত্রের ৫৪৩টি লোকসভা (সংসদীয়) কেন্দ্রের অন্যতম। এই কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের উলুবেড়িয়ায় অবস্থিত।
নির্বাচনী ফলাফল
সাধারণ নির্বাচন, ২০০৯: উলুবেড়িয়া [1] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | সুলতান আহমেদ | ৫,১৩,৩৮৯ | |||
সিপিআই(এম) | হান্নান মোল্লা | ৪,১৫,৬০৫ | |||
বিজেপি | রাহুল চক্রবর্তী | ৪২,৪৪৩ | |||
এইউডিএফ | কাজি নবাব | ১১,২৪৪ | |||
বিএসপি | নরেন্দ্রনাথ মণ্ডল | ৭,৭১৩ | |||
নির্দল | শেখ আওরঙ্গজেব | ৬,৪৭৮ | |||
নির্দল | স্বপন দাস | ৬,০১৬ | |||
আরডিএমপি | রবিন দলুই | ৩,৩৬৭ | |||
নির্দল | আশিষ দে | ৩,১১৭ | |||
ভোটার উপস্থিতি | ১০,০৯,৩৭২ |
২০০৯ সালের পূর্ববর্তী নির্বাচনগুলিতে এই লোকসভা কেন্দ্রের ফলাফল নিম্নরূপ:
বছর | বিজয়ী | দ্বিতীয় স্থানাধিকারী | ||
---|---|---|---|---|
প্রার্থী | দল | প্রার্থী | দল | |
১৯৭৭[2] | শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | নির্মলেন্দু ভট্টাচার্য | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৮০ | হান্নান মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | অর্ধেন্দু হাজরা | ভারতীয় জাতীয় কংগ্রেস (আই) |
১৯৮৪ | হান্নান মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | আনোয়ার আলি শেখ | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৮৯ | হান্নান মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | আনোয়ার আলি শেখ | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৯১ | হান্নান মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | মিনতি অধিকারী | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৯৬ | হান্নান মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | মিনতি অধিকারী | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৯৮ | হান্নান মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | শরদিন্দু বিশ্বাস | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
১৯৯৯ | হান্নান মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | সুদীপ্ত রায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
২০০৪ | হান্নান মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | রাজীব বন্দ্যোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
পঞ্চদশ লোকসভা
২০০৯ সালের সাধারণ নির্বাচনের পর গঠিত পঞ্চদশ লোকসভায় ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের আসনসংখ্যা নিম্নরূপ:[3]
জোট | দল | আসন সংখ্যা |
---|---|---|
সংযুক্ত প্রগতিশীল জোট | ভারতীয় জাতীয় কংগ্রেস | ২০৬ |
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ১৯ | |
দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম | ১৮ | |
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি | ৯ | |
জম্মু ও কাশ্মীর ন্যাশানাল কনফারেন্স | ৩ | |
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা | ২ | |
অন্যান্য | ৫ | |
মোট | ২৬২ | |
জাতীয় গণতান্ত্রিক জোট | ভারতীয় জনতা পার্টি | ১১৬ |
জনতা দল (ইউনাইটেড) | ২০ | |
শিবসেনা | ১১ | |
শিরোমণি অকালি দল | ৪ | |
অসম গণ পরিষদ | ১ | |
রাষ্ট্রীয় লোক দল | ৫ | |
মোট | ১৫৭ | |
সংযুক্ত জাতীয় প্রগতিশীল জোট (তৃতীয় ফ্রন্ট) | বামফ্রন্ট | ২২ |
বহুজন সমাজ পার্টি | ২১ | |
জনতা দল (সেক্যুলার) | ৩ | |
অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম | ৯ | |
তেলুগু দেশম পার্টি | ৬ | |
তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি | ২ | |
বিজু জনতা দল | ১৪ | |
অন্যান্য | ৩ | |
মোট | ৮০ | |
চতুর্থ ফ্রন্ট | সমাজবাদী পার্টি | ২৭ |
রাষ্ট্রীয় জনতা দল | ৪ | |
মোট | ২৭ |
পঞ্চদশ লোকসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের বিজিত আসনসংখ্যা নিম্নরূপ:[4]
বিধানসভা কেন্দ্র
পূর্বে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ বিধানসভার নিম্নলিখিত কেন্দ্রগুলিকে নিয়ে গঠিত ছিল:[5]
- উলুবেড়িয়া উত্তর (তফসিলি জাতি) (১৭০ নং বিধানসভা কেন্দ্র)
- উলুবেড়িয়া দক্ষিণ (১৭১ নং বিধানসভা কেন্দ্র)
- শ্যামপুর (১৭২ নং বিধানসভা কেন্দ্র)
- বাগনান (১৭৩ নং বিধানসভা কেন্দ্র)
- কল্যাণপুর (১৭৪ নং বিধানসভা কেন্দ্র)
- আমতা (১৭৫ নং বিধানসভা কেন্দ্র)
- উদয়নারায়ণপুর (১৭৬ নং বিধানসভা কেন্দ্র)
সীমানা পুনর্নির্ধারণ কমিশনের অধ্যাদেশ অনুসারে পরিবর্তিত সংসদীয় ক্ষেত্রসীমা অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের ২৬ নং লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত:[6]
- উলুবেড়িয়া পূর্ব (১৭৬ নং বিধানসভা কেন্দ্র)
- উলুবেড়িয়া উত্তর (তফসিলি জাতি) (১৭৭ নং বিধানসভা কেন্দ্র)
- উলুবেড়িয়া দক্ষিণ (১৭৮ নং বিধানসভা কেন্দ্র)
- শ্যামপুর (১৭৯ নং বিধানসভা কেন্দ্র)
- বাগনান (১৮০ নং বিধানসভা কেন্দ্র)
- আমতা (১৮১ নং বিধানসভা কেন্দ্র)
- উদয়নারায়ণপুর (১৮২ নং বিধানসভা কেন্দ্র)
তথ্যসূত্র
- "General Election 2009 Uluberia"। West Bengal Election Results। Ibnlive। ২০০৯-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৫।
- "25 - Uluberia Parliamentary Constituency"। West Bengal। Election Commission of India। ২০০৭-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৩।
- "General Election 2009 Results"। Indian Elections। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০।
- "General Election 2009 Results"। Statewise results। Indian Elections। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০।
- "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ২০০৮-১০-০৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০২।
- "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। Table B – Extent of Parliamentary Constituencies। Government of West Bengal। ২০১০-০৯-১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.