উলফিয়ান বাহিকা

উলফিয়ান বাহিকা (ইংরেজি: Wolffian duct), যা উলফিয়ান ডাক্ট, আরকিনেফ্রিক ডাক্ট (archinephric duct), লেইডিগের ডাক্ট (Leydig's duct), মেসোনেফ্রিক ডাক্ট (mesonephric duct), বা নেফ্রিক ডাক্ট (nephric duct) নামেও পরিচিত। এটি একটি জোড়া অঙ্গ যা এমব্রায়োজেনেসিসের সময় মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে দেখা যায়।

উলফিয়ান বাহিকা
স্ত্রী মানুষের এমব্রায়োর ৮.৫/৯ সপ্তাহ বয়সী ইউরোজেনিটাল সাইনাস
Transverse section of a chick embryo of forty-five hours' incubation.
ল্যাটিন d. mesonephricus, d. Wolffi
গ্রে subject #252 1205
কার্নেজি পর্ব ১১
দিন ২৮
ভ্রূণবিদ্যা ইন্টারমিডিয়েট মেসোডার্ম
জন্ম দেয় ইউটেরিক বাড

পুরুষের ক্ষেত্রে এটি উলফিয়ান বডি (মেসোনেফ্রোস) ও ক্লোকাকে সংযুক্ত করে, এবং পুরুষ প্রজনন তন্ত্রের অ্যানলেজ হিসেবে কাজ করে।

বিকাশ

উলফিয়ান ডাক্ট (লাল), স্ত্রী দেহে ডিজেনারেট হচ্ছে (মাঝে), পুরুষ দেহে বিকশিত হচ্ছে (নিচে)।

স্ত্রী ও পুরুষ উভয়েই এটি ব্লাডারের অন্তঃস্থ দেওয়ালের ত্রিভুজাকৃতি ইউরেনারি ব্লাডারে বিকশিত হওয়া শুরু হয়। যদিও পরবর্তীতে রেচন ও প্রজনন অঙ্গের বিকাশের ক্ষেত্রে বিভিন্ন প্রকার পার্থক্য দেখা যায়।

পুরুষ দেহে বিকাশ

পুরুষের ক্ষেত্রে এটি যেসকল অঙ্গের মধ্যে বিকশিত হয় শুক্রাশয়প্রোস্টেটের মধ্যে, রেটে শুক্রাশয়ে, ইফারেন্ট ডাক্ট, এপিডাইমিস, ভাস ডিফারেন্স এবং সেমিনাল ভেসিকল-এ। ইউরোজেনিটাল সাইনাস হতে প্রোস্টেট গঠিত হয়।

ইতিহাস

ক্যাসপার ফ্রেডারিক উলফ-এর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। বিজ্ঞানী ক্যাসপার উলফ ১৭৫৯ সালে, তার রচিত এক গবেষণাপত্রে মেসোনেফ্রোস ও এর ডাক্টসমূহের বর্ণনা করেন।

আরও দেখুন

সহায়ক চিত্র

বর্হিসূত্র

  • মেনেমোনিক্স-এ দেখুন 1266
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.