উর্মিলা মাতন্ডকর
ঊর্মিলা মাতন্ডকর (মারাঠি: उर्मिला मातोंडकर; জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৭৪)[3] একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম এবং মারাঠি চলচ্চিত্রে কাজ করে থাকেন।[4] তিনি তার নিজস্ব রচনাশৈলী ও নৃত্যের ব্যতিক্রমধর্মী দক্ষতার জন্য বিশেষভাবে সুপরিচিত।[5][6]
ঊর্মিলা মাতন্ডকর | |
---|---|
জন্ম | [1] মুম্বাই, মহারাষ্ট্র, ভারত | ৪ ফেব্রুয়ারি ১৯৭৪
পেশা | অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক |
কর্মজীবন | ১৯৮০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মহসিন আখতার মীর ()[2] |
প্রাথমিক জীবন
ঊর্মিলা মাতন্ডকর ১৯৭৪ সালের ৪ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন প্রভাষক ছিলেন এবং তার মায়ের মাতৃভাষা ছিল মারাঠি। তিনি চিত্রনায়িকা মমতার ছোট বোন এবং কেদার তার বড় ভাই যিনি বিমানের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ হিসেবে ভারতীয় বিমানবাহিনীতে চাকরি করেন। উর্মিলার স্থানীয় ভাষা হচ্ছে মারাঠি। উর্মিলা ১৯৮৪ সালে মুম্বাই থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
উর্মিলা কাশ্মীর ভিত্তিক ব্যবসায়ী এবং মডেল মহসিন আখতার মীরকে ২০১৬ সালের ৩ মার্চ তারিখে বিয়ে করেন।[7][8]
রাজনৈতিক পেশা
উর্মিলা ২৭ মার্চ ২০১৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগ দেন।[9] এখন ইনি শিবসেনায়।
তথ্যসূত্র
- http://www.imdb.com/name/nm0007107/bio
- "Urmila Matondkar marriage/Husband Name"। Whole Celebs Fact। ২০১৬-০৩-১০। ২০১৬-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৩।
- "Birthday Special: Fashion lessons from Urmila Matondkar"। Rediff। ৪ ফেব্রুয়ারি ২০১৪।
- "Urmila Matondkar goes underwater for her birthday"। thaindian। ৪ ফেব্রুয়ারি ২০০৯। ১৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১১।
- Verma, Sukanya (২০০২)। "Star of the Week"। Rediff.com। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১০।
- Verma, Sukanya (২৯ মে ২০০৩)। "'My knuckles would turn white'"। Rediff.com। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১০।
- "CONGRATULATIONS: 'Rangeela' girl Urmila Matondkar gets MARRIED!"। abplive.in। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।
- "Urmila Matondkar marries Mohsin Akhtar Mir"। The Indian Express। ৩ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৬।
- PTI (২৭ মার্চ ২০১৯)। "Actor Urmila Matondkar meets Rahul Gandhi, joins Congress"। Times of India। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে উর্মিলা মাতন্ডকর (ইংরেজি)