উরুগুয়েতে ইসলাম

খ্রিষ্টান অধ্যুষিত উরুগুয়েতে ৯০০-১০০০ জন ইসলাম ধর্মাবলম্বী বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার ০.০২%।

অধিকাংশ মুসলিমই দেশটির 'চুউই' শহরে বাস করেন, যা দেশটির ব্রাজিল সীমান্তে অবস্থিত। এছাড়া রিভেরা, আর্তিগাস এবং মন্টেভিডিও শহরেও বাস করেন তারা।

রাজধানী মন্টেভিডিওতে তিনটি ইসলামিক সেন্টার আছে। এগুলো হল:

১.মুসাল্লাহ আল হাজিমি

২.ইজিপ্টিয়ান কালচারাল ইসলামিক সেন্টার[1]

দেশ অনুযায়ী মুসলমানদের বিশ্ব শতাংশ

৩.ইসলামিক সেন্টার উরুগুয়ে[2]

তথ্যসূত্র

  1. Centro Egipcio de la Cultura Islámica (স্পেনীয়)
  2. Centro Islámico del Uruguay ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ জানুয়ারি ২০২২ তারিখে (স্পেনীয়)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.