উরুগুয়েতে ইসলাম
খ্রিষ্টান অধ্যুষিত উরুগুয়েতে ৯০০-১০০০ জন ইসলাম ধর্মাবলম্বী বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার ০.০২%।
অধিকাংশ মুসলিমই দেশটির 'চুউই' শহরে বাস করেন, যা দেশটির ব্রাজিল সীমান্তে অবস্থিত। এছাড়া রিভেরা, আর্তিগাস এবং মন্টেভিডিও শহরেও বাস করেন তারা।
রাজধানী মন্টেভিডিওতে তিনটি ইসলামিক সেন্টার আছে। এগুলো হল:
১.মুসাল্লাহ আল হাজিমি
২.ইজিপ্টিয়ান কালচারাল ইসলামিক সেন্টার[1]
৩.ইসলামিক সেন্টার উরুগুয়ে[2]
তথ্যসূত্র
- Centro Egipcio de la Cultura Islámica (স্পেনীয়)
- Centro Islámico del Uruguay ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ জানুয়ারি ২০২২ তারিখে (স্পেনীয়)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.