উম্ম আল কোয়াইন আমিরাত

উম্ম আল কোয়াইন (আরবি: أمّ القيوين) সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে অন্যতম আমিরাত। রাষ্ট্রের উত্তরে এর অবস্থান। সৌদ বিন রশিদ আল-মুয়াল্লা উম্ম আল কোয়াইনের শাসক। ২০০৩ সালে এখানকার লোকসংখ্যা ছিল ৬২,০০০ এবং এর আয়তন ৭৫০ কিমি (২৯০ মা)। সাতটি আমিরাতের মধ্যে উম্ম আল কোয়াইনে সবচেয়ে কম লোকের বসবাস রয়েছে।

উম্ম আল কোয়াইন
إمارة أمّ القيوين
আমিরাত
উম্ম আল কোয়াইনের নিকট ম্যানগ্রোভ

পতাকা

প্রতীক
সংযুক্ত আরব আমিরাতে উম্ম আল কোয়াইনের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৫৯′১১″ উত্তর ৫৫°৫৬′২৪″ পূর্ব
আমিরাতউম্ম আল কোয়াইন
সরকার
  ধরনরাজতন্ত্র
  আমিরসৌদ বিন রশিদ আল-মুয়াল্লা
আয়তন
  মহানগর৭৫৫ বর্গকিমি (২৯২ বর্গমাইল)
জনসংখ্যা (২০০৭)
  মহানগর৭২,০০০
সময় অঞ্চলসংযুক্ত আরব আমিরাতের মান সময় (ইউটিসি+4)

ইতিহাস

উম্ম আল কোয়াইনের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে এবং এখানে বিভিন্ন প্রাচীন নিদর্শন খুজে পাওয়া গেছে।[1] প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় যে খ্রিষ্টপূর্ব ৫ম সহস্রাব্দে মেসোপটেমিয়ার সাথে এখানকার বাসিন্দাদের যোগাযোগ ছিল।

ব্রোঞ্জ যুগে (৩০০০-১৩০০ খ্রিষ্টপূর্ব) এই অঞ্চলে আধা-যাযাবর গোত্রের উপস্থিতি ছিল। তামা গলানোর উদ্দেশ্যে স্থানীয় একাশিয়া কাঠ সংগ্রহের জন্য তারা দলবদ্ধ হয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। এই ধাতু পারস্য উপসাগরের সব গুরুত্বপূর্ণ বন্দরে প্রেরণ করা হত। তামার ব্যবসা এই অঞ্চলে সমৃদ্ধি অর্জন করে। এই যুগে কৃষির উন্নতি হয় এবং বিভিন্ন শস্য চাষ হতে থাকে। উম্মুন নার যুগে এখানে ভবন, দুর্গ নির্মিত হয়। এই যুগের অন্যতম স্থাপনা হল বৃত্তাকার সমাধি।[2]

১৮শ শতাব্দীর মধ্যভাগে আল আলি গোত্র তাদের রাজধানী আল-সিন্নিয়া থেকে এখানে স্থানান্তরের পর মূলত উম্ম আল কোয়াইনের আধুনিক ইতিহাস শুরু হয়। ১৭৭৫ সালে আল আলি গোত্রের আল মুয়াল্লা শাখার প্রতিষ্ঠাতা শেখ মাজিদ আল মুয়াল্লা উম্ম আল কোয়াইনে স্বাধীন রাজ্য স্থাপন করেন।

১৮২০ সালের ৮ জানুয়ারি শেখ প্রথম আবদুল্লাহ যুক্তরাজ্যের সাথে সাধারণ উপকূলীয় চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে উসমানীয়দের দূরে রাখার জন্য ব্রিটিশদের নিরাপত্তা গ্রহণ করা হয়। আজমান, দুবাই, রাস আল-খাইমাহশারজাহর মত উম্মুল কুয়াইনও ভারতের রুটের উপর অবস্থিত হওয়ায় একে তিনটি গান স্যালুট মর্যাদার রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

১৯০৩ সালে লরিমারের জরিপ অনুযায়ী উম্মুল কুয়াইনের শহরে ৫,০০০ বাসিন্দা ছিল এবং একে উপকূলের একটি প্রধান নৌকা নির্মাণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়। বছরে এখানে ২০টি নৌকা নির্মিত হত এবং দুবাই ও শারজাহতে এই সংখ্যা ছিল যথাক্রমে ১০ ও ৫।[3]

১৯৭১ সালের ২ ডিসেম্বর শেখ দ্বিতীয় আহমেদ প্রতিবেশী আবুধাবি, দুবাই, শারজাহ, আজমানফুজাইরাহর সাথে যুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাত গঠনে অংশ নেন। রাস আল-খাইমাহ ১৯৭২ সালে তাতে যোগ দেয়।

উম্মুল কুয়াইনের শাসকরা হলেন:

  • ১৭৭৫–১৭?? শেখ মজিদ আল মুয়াল্লা
  • ১৭??–১৮১৬ শেখ প্রথম রশিদ বিন মাজিদ মুয়াল্লা
  • ১৮১৬–১৮৫৩ শেখ প্রথম আবদুল্লাহ বিন রশিদ আল মুয়াল্লা
  • ১৮৫৩–১৮৭৩ শেখ আলি বিন আবদুল্লাহ আল মুয়াল্লা
  • ১৮৭৩ – ১৩ জুন ১৯০৪ শেখ প্রথম আহমেদ বিন আবদুল্লাহ আল মুয়াল্লা
  • ১৩ জুন ১৯০৪ –আগস্ট ১৯২২ শেখ দ্বিতীয় রশিদ বিন আহমেদ আল মুয়াল্লা
  • আগস্ট ১৯২২ – অক্টোবর ১৯২৩ শেখ দ্বিতীয় আবদুল্লাহ বিন রশিদ আল মুয়াল্লা
  • অক্টোবর ১৯২৩ – ৯ ফেব্রুয়ারি ১৯২৯ শেখ হামাদ বিন ইবরাহিম আল মুয়াল্লা
  • ৯ ফেব্রুয়ারি ১৯২৯ – ২১ ফেব্রুয়ারি ১৯৮১ শেখ আহমেদ বিন রশিদ আল মুয়াল্লা
  • ২১ ফেব্রুয়ারি ১৯৮১ – ২ জানুয়ারি ২০০৯ শেখ রশিদ বিন আহমেদ আল মুয়াল্লা
  • ২ জানুয়ারি ২০০৯ শেখ সৌদ বিন রশিদ আল মুয়াল্লা

জলবায়ু

নভেম্বর থেকে মার্চ পর্যন্ত গড় তাপমাত্রা দিনে ২৭ °সে (৮১ °ফা) এবং রাতে ১৫ °সে (৫৯ °ফা) থাকে, তবে তা গ্রীষ্মে ৪০ °সে (১০৪ °ফা) [4] পর্যন্ত পৌছাতে পারে। সেসময় আর্দ্রতা বৃদ্ধি পায়। বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪২ মিমি (১.৭ ইঞ্চি)। দিনের বেলা উপকূলীয় এলাকায় সমুদ্রের ঠান্ডা বাতাস প্রবাহিত হয়।

উম্মুল কুয়াইন
জলবায়ু লেখচিত্র
জাফেমামেজুজুসেডি
 
 
৬.৯
 
২৪
১৩
 
 
১.৩
 
২৬
১৪
 
 
২.৬
 
২৯
১৭
 
 
২.৬
 
৩৪
২০
 
 
 
৩৮
২৪
 
 
 
৪০
২৭
 
 
 
৪১
২৯
 
 
০.১
 
৪১
২৯
 
 
 
৩৯
২৬
 
 
 
৩৫
২৩
 
 
৬.৮
 
৩০
১৯
 
 
৯.৬
 
২৬
১৫
সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ এবং সর্বোনিম্ন গড়
মিলিমিটারে বৃষ্টিপাতের মোট পরিমাণ
উৎস: [5]

সংস্কৃতি

এখানকার সংস্কৃতিতে ইসলাম ও ঐতিহ্যবাহী আরব প্রথা লক্ষ্য করা যায়। শুক্রবারের পবিত্রতা বিবেচনা করে ২০০৬ সালে শুক্র-শনি এই দুইদিনকে সাপ্তাহিক ছুটির দিন ধার্য করা হয়। [6]

প্রকৃতি

আল-সিন্নিয়াহ দ্বীপ সংযুক্ত আরব আমিরাতে Phalacrocorax nigrogularis প্রজাতির সবচেয়ে বড় আবাসস্থল। এটি পৃথিবীতে এই প্রজাতির তৃতীয় বৃহত্তম আবাসস্থল। এখানে আরব গেজেল হরিণ রয়েছে। সমুদ্রসম্পদে প্রাচুর্য ও বৈচিত্রের দেখা পাওয়া যায়। সমুদ্রে ব্ল্যাকটিপ রীফ হাঙরসবুজ সাগর কাছিম দেখতে পাওয়া যায়। আল-সিন্নিয়াহ ও মূল ভূখন্ডের মধ্যবর্তী স্থানে খুর আল-বাইদা নামে বালি ও কাদার প্রশস্ত স্থান রয়েছে। এখানে হাঁস দেখতে পাওয়া যায়।

পর্যটন

উম্মুল কুয়াইনের পর্যটন স্থলের মধ্যে রয়েছে:

  • উম্মুল কুয়াইন দুর্গ
  • পুরনো পোতাশ্রয়
  • উম্মুল কুয়াইনের দ্বীপপুঞ্জ
  • আল-দুর[7][8]
  • ড্রিমল্যান্ড একুয়া পার্ক[9]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Archaeologists strike gold in Umm Al Quwain"। Gulfnews। ২০০৯-০৫-১৭। ২০১৪-০৯-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২২
  2. "Dh250m for Mleiha archaeological project"। The National। জানুয়ারি ২৪, ২০১৬। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬
  3. Lorimer, John (১৯০৬)। Gazeteer of the Persian Gulf, Oman and Central Arabia। UK: Government of India। পৃষ্ঠা 1441।
  4. "Umm Al Quwain Weather"। yagulf.com। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮
  5. "National Center of Meteorology & Seismology"। ৯ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৬
  6. Jonathan Sheikh-Miller। "UAE Weekend Switchover"। AMEinfo। ১২ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১০
  7. "Heritage a new industry"। Gulfnews.com। ২০১০-০৭-১১। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১০
  8. "Al Dur, United Arab Emirates"। Planetware.com। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১০
  9. "Welcome to Dreamland Aqua Park"। Dreamlanduae.com। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.