উবুন্টু স্টুডিও

উবুন্টু স্টুডিও (ইংরেজি: Ubuntu Studio) হল উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশনের একটি অফিসিয়াল ডেরিভেটিভ।[1] মাল্টিমিডিয়া ভিত্তিক কাজসমূহ কর্যকরভাবে সম্পন্ন করার জন্য এই ডিস্ট্রিবিউশনটি তৈরী করা হয়েছে। প্রথম সংস্করণটি প্রকাশিত হয়েছিল উবুন্টু ৭.০৪ এর ভিত্তি করে ১০ মে, ২০০৭ তারিখে।

উবুন্টু স্টুডিও
Logo
উবুন্টু স্টুডিও ১৫.০৪
ডেভলপারক্যানোনিকাল লিমিটেড / উবুন্টু ফাউন্ডেশন
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তি১৮.০৪ (বায়োনিক বিভর) / ২৩ এপ্রিল ২০১৮ (2018-04-23)
মার্কেটিং লক্ষ্যমাল্টিমিডিয়া ভিত্তিক
ভাষাসমূহইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ
প্যাকেজ ম্যানেজারএপিটি
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ব্যবহারকারী ইন্টারফেসজিনোম
লাইসেন্সপ্রধাণত গনু জেনারেল পাবলিক লাইসেন্স / এছাড়া অন্যান্য
ওয়েবসাইটubuntustudio.org
উবুন্টু স্টুডিও ৮.০৪ এর লগইন স্ক্রীন

তথ্যসূত্র

  1. Ubuntu Derivatives, Canonical Ltd., Retrieved on 24 May 2008

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.