উবুন্টু স্টুডিও
উবুন্টু স্টুডিও (ইংরেজি: Ubuntu Studio) হল উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশনের একটি অফিসিয়াল ডেরিভেটিভ।[1] মাল্টিমিডিয়া ভিত্তিক কাজসমূহ কর্যকরভাবে সম্পন্ন করার জন্য এই ডিস্ট্রিবিউশনটি তৈরী করা হয়েছে। প্রথম সংস্করণটি প্রকাশিত হয়েছিল উবুন্টু ৭.০৪ এর ভিত্তি করে ১০ মে, ২০০৭ তারিখে।
ডেভলপার | ক্যানোনিকাল লিমিটেড / উবুন্টু ফাউন্ডেশন |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | ওপেন সোর্স |
সর্বশেষ মুক্তি | ১৮.০৪ (বায়োনিক বিভর) / ২৩ এপ্রিল ২০১৮ |
মার্কেটিং লক্ষ্য | মাল্টিমিডিয়া ভিত্তিক |
ভাষাসমূহ | ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ |
প্যাকেজ ম্যানেজার | এপিটি |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ব্যবহারকারী ইন্টারফেস | জিনোম |
লাইসেন্স | প্রধাণত গনু জেনারেল পাবলিক লাইসেন্স / এছাড়া অন্যান্য |
ওয়েবসাইট | ubuntustudio |
তথ্যসূত্র
- Ubuntu Derivatives, Canonical Ltd., Retrieved on 24 May 2008
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে উবুন্টু স্টুডিও সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.