উবাইদুল্লাহ ইবনে যিয়াদ

উবায়েদুল্লাহ ইবনে যিয়াদ (আরবি: عبيد الله بن زياد, প্রতিবর্ণী. ʿUbayd Allāh ibn Ziyād; মৃত্যু আগস্ট ৬৮৬) প্রথম মুয়াবিয়াপ্রথম ইয়াজিদ-এর শাসনাকালের বসরা, কুফা এবং খোরাসানের একজন উমাইয়া গভর্নর এবং খলিফা প্রথম মারওয়ান এবং আব্দুল মালিকের শাসনমলে উমাইয়া সেনাবাহিনীর একজন অন্যতম সেনাপতি। হুসাইন ইবনে আলীসহ আলী ইবনে আবু তালিবের পরিবারের সদস্যদের হত্যার জন্য মুসলিমদের কাছে সে একজন কুখ্যাত ব্যক্তিত্ব।

উবায়েদুল্লাহ ইবনে যিয়াদ
উবায়েদুল্লাহর নাম খচিত রুপার দিরহাম
মৃত্যুআগস্ট ৬৮৬
আনুগত্যউমাইয়া খিলাফত (৬৭৩–মৃত্যু)
যুদ্ধ/সংগ্রামকারবালার যুদ্ধ (৬৮০)
মার্জ রাহিত যুদ্ধ (৬৮৪)
খাজিরের যুদ্ধ (৬৮৬)
সম্পর্কযিয়াদ ইবনে আবিহি (পিতা)
অন্য কাজখোরাসানের গভর্নর (৬৭২/৭৩–৬৮৪), বসরা (৬৭৪/৭৫–৬৮৪) এবং কুফা (৬৮০–৬৮৪)

৬৭৩ সালে তার পিতা যিয়াদ ইবনে আবিহির মৃত্যুর পর কার্যত উত্তরাধিকারসূত্রে সে গভর্নরের দায়িত্ব পায়। গভর্নর থাকাকালে সে খারিজি এবং আলীয়দের বিদ্রোহ দমন করেন। কারবালার যুদ্ধের পর ৬৮০ সালে তিনি হুসাইন এবং তার ক্ষুদ্র অনুসারীদলকে হত্যা করেন, যা মুসলিম সম্প্রদায়কে মর্মাহত করে। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বিদ্রোহের সময় অবশেষে আরব উপজাতীয় অভিজাতবর্গেরা তাকে ইরাক থেকে উৎখাত করে।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.