উপেন্দ্রনাথ বিশ্বাস
উপেন্দ্র নাথ বিশ্বাস একজন ভারতীয় বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সিভিল সার্ভেন্ট। ২০১১ সালে তিনি বাগদা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হন এবং প্রথম তৃণমূল কংগ্রেস সরকারে তিনি অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের মন্ত্রী হন।
উপেন্দ্র নাথ বিশ্বাস | |
---|---|
মন্ত্রী, অনগ্রসর শ্রেণী কল্যান দপ্তর | |
কাজের মেয়াদ ২০সে মে, ২০১১ – ২০১৬ | |
গভর্নর | এম. কে. নারায়ণ |
উত্তরসূরী | রাজীব বন্দ্যোপাধ্যায় |
বিধায়ক | |
কাজের মেয়াদ ১৩ই মে, ২০১১ – ২০১৬ | |
পূর্বসূরী | দুলাল চন্দ্র বর |
উত্তরসূরী | দুলাল চন্দ্র বর |
সংসদীয় এলাকা | বাগদা বিধানসভা কেন্দ্র |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪২ যশোর, বাংলাদেশ |
রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
বাসস্থান | ৩নং সেক্টর, বিধাননগর , কলকাতা |
প্রাক্তন শিক্ষার্থী | কলকাতা বিশ্ববিদ্যালয় |
জীবিকা | রাজনীতি সিভিল সার্ভেন্ট |
প্রথম জীবন
উপেন বিশ্বাস ১৯৪২ সালের যশোরের এক নমশুদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি আম্বেদকারের আদর্শ মেনে চলতেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যা বিষয়ে পিএইচডি অর্জন করেন। পরবর্তীকালে উপেন্দ্রনাথ বিশ্বাস বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।[1]
চাকরি জীবন
উপেন বিশ্বাস ১৯৬৮ সালে একজন আইপিএস অফিসার হিসাবে পশ্চিমবঙ্গ পুলিশে যোগদান করেন। পদোন্নতি ঘটতে ঘটতে উপেন বিশ্বাস সিবিআই জয়েন্ট ডিরেক্টর পদে উন্নীত হন। এই পদে থাকাকালীন তিনি বিহারের পশুখাদ্য কেলেঙ্কারিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব কে গ্রেপ্তার করেন।[2][3]
রাজনৈতিক জীবন
উপেন বিশ্বাস ২০১১ বিধানসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী মৃণালকান্তি শিকদার কে হারিয়ে বিধায়ক নির্বাচিত এবং পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের মন্ত্রীও হন। পরবর্তীতে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উপেন বিশ্বাস জাতীয় কংগ্রেস প্রার্থী দুলাল চন্দ্র বরের কাছে পরাজিত হন।[4][5]
তথ্যসূত্র
- "'Bengal Hasn't Produced A Jagjivan Ram Or Even A Mayawati'"। https://www.outlookindia.com/। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৫।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "Cbi Blasted For Scuttling Fodder Scam Probe"। Business Standard। অক্টোবর ৫, ১৯৯৬। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-১৯।
- "A CBI Director's shady past"। Niti Central। এপ্রিল ২৭, ২০১৩। জুন ১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-১৯।
- "Mamata allots portfolios, keeps key ministries"। IBN Live। ২৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০।
- "All the Didi's men"। India Today।