উপন্যাসিকা
উপন্যাসিকা হলো এমন ধরনের সাহিত্যকর্ম যা ছোট গল্পের চেয়ে বড় আবার উপন্যাসের চেয়ে ছোট যা সাধারণত কাল্পনিক এবং বর্ণনামূলক।এর দৈর্ঘ্য কোথাও কোথাও ১৭৫০০ থেকে ৪০০০০ শব্দের মধ্যে হয়ে থাকে।
সাহিত্য |
---|
প্রধান ক্ষেত্র |
ধারা |
|
মাধ্যম |
কৌশল |
ইতিহাস এবং তালিকা |
আলোচনা |
|
সাহিত্য প্রবেশদ্বার |
উল্লেখযোগ্য উপন্যাসিকা
নিচের তালিকায় উপন্যাসিকা ধরনের সেরা বলে বিবেচিত কয়েকটি কাজ উপস্থাপন করা হল।[1][2][3][4][5][6]
শিরোনাম | লেখক | প্রকাশকাল | শব্দ সংখ্যা | তথ্যসূত্র |
---|---|---|---|---|
অ্যানিম্যাল ফার্ম | জর্জ অরওয়েল | ১৯৪৫ | ৩০,০০০ | [1][2][5][6] |
বিলি বাড | হারমান মেলভিল | ১৯২৪ | ৩০,০০০ | [2][6] |
ব্রেকফাস্ট অ্যাট টিফানিস | ট্রুম্যান ক্যাপোটি | ১৯৫৮ | ২৬,৪৩৩ | [1][2] |
আ ক্রিসমাস ক্যারল | চার্লস ডিকেন্স | ১৮৪৩ | ২৮,৫০০ | [1][2][5] |
ইথান ফ্রোম | এডিথ হোয়ার্টন | ১৯১১ | ৩৪,৫০০ | [2][4] |
হার্ট অব ডার্কনেস | জোসেফ কনরাড | ১৮৯৯ | ৩৮,০০০ | [2][4][5][6] |
আই অ্যাম লেজেন্ড | রিচার্ড ম্যাথসন | ১৯৫৪ | ২৫,২০৪ | [4][5] |
দ্য মেটামরফসিস | ফ্রান্ৎস কাফকা | ১৯১৫ | ২১,৮১০ | [1][2][5][6] |
অব মাইস অ্যান্ড মেন | জন স্টাইন্বেক্ | ১৯৩৭ | ২৯,১৬০ | [1][5] |
দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী | আর্নেস্ট হেমিংওয়ে | ১৯৫২ | ২৬,৬০১ | [1][4][5][6] |
ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড | রবার্ট লুইস স্টিভেন্সন | ১৮৮৬ | ২৫,৫০০ | [1][2] |
দ্য স্ট্রেঞ্জার | আলবেয়ার কামু | ১৯৪২ | ৩৬,৭৫০ | [1][2][4] |
তথ্যসূত্র
- "Top 10 Novellas"। দ্য নভেলা অ্যাওয়ার্ডস। ৫ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
- "These Amazing Classic Books Are So Short You Have No Excuse Not To Read Them"। দ্য হাফিংটন পোস্ট। ৬ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
- "The Rail's Best Books of 2017"। দ্য ব্রুকলিন রেল। ১৩ ডিসেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
- কার্সওয়েল, বেথ (২০১২)। "The Best Novellas: Literature's Middle Child"। এবিই বুকস। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
- টর্সন, ইয়োহান (১৮ জুন ২০১২)। "The World's Best Novellas"। অন বুকস অ্যান্ড রাইটিং। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
- হ্যবার, গর্ডন (২৯ জুন ২০১৫)। "The 20 Best Novellas Ever Published In The History Of Humankind"। Thought Catalog। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.