উন্মেষ

আলোকবিজ্ঞানের আলোচনায় উন্মেষ বা আলোকরন্ধ্র (ইংরেজিতে Aperture অ্যাপার্চার) বলতে কোনও যন্ত্র, বিশেষ করে কোনও আলোকচিত্রগ্রাহক যন্ত্র বা ক্যামেরার সেই ফুটোর ন্যায় অংশকে বোঝায়, যেটি উন্মুক্ত হলে আলো ঐ যন্ত্রের ভেতরে প্রবেশ করে।[1] কোনও আলোকযন্ত্র বা আলোক ব্যবস্থার উন্মেষ ও ফোকাল দৈর্ঘ্য -- এই দুইটি বিষয় প্রতিবিম্ব তলে কেন্দ্রীভূত একগুচ্ছ আলোকরশ্মির কোণকের কোণ নির্ধারণ করে।

একটি বড় (১) এবং একটি ছোট (২) উন্মেষযুক্ত লেন্স
একই লেন্সের বিভিন্ন উন্মেষ

এফ-সংখ্যা (ইংরেজি f-stop বা f-number) আলোকরন্ধ্রটি কতটুকু খোলা বা বন্ধ তার পরিমাপ। ক্ষেত্রের গভীরতা (ডেপথ অফ ফিল্ড) ও আলোর অপবর্তনের (ডিফ্র্যাকশন) উপরেও উন্মেষ প্রভাব বিস্তার করে। ক্যামেরার এফ-সংখ্যা যত বেশি হবে, আলোকরন্ধ্রের আকার তত ছোট হবে, তত কম আলো ঢুকবে, ক্ষেত্রের গভীরতা তত বাড়বে এবং অপবর্তনজনিত ঝাপসাভাবও (ডিফ্র্যাকশন ব্লার) তত বাড়বে। এফ-সংখ্যা দ্বারা বিভাজিত ফোকাল লেন্স কার্যকর উন্মেষ ব্যাস নির্ধারণ করে।

তথ্যসূত্র

  1. "A guide to basic photography terms"Adobe। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.