উন্মুক্ত সামগ্রী

ওপেন কন্টেন্ট ডেভিল উইলির ১৯৯৮ সালে প্রচলন করা একটি নূতন শব্দ,[1] যেটি এমন সৃজনশীল কর্মকে বুঝায়, যা অন্যরা স্বাধীনভাবে অনুমতি ব্যতীত নকল বা পরিবর্তন করতে পারে।[2] এ ধরনের কন্টেন্ট ওপেন লাইসেন্স-এর অধীনে প্রকাশিত হয়।

চরিত্রের বামহাতে স্ক্রিনের লোগোটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, যখন তার ডান হাতের লেখাটি বুঝা যায় যে এটি একটি ওপেন কন্টেন্ট।

ইতিহাস

মূলত, ওপেন কন্টেন্ট ধারণাটির প্রবক্তা মাইকেল স্টুটজ, যিনি গ্নু প্রকল্পের জন্যে "Applying Copyleft to Non-Software Information" পেপারটি লিখেন। শব্দটির সুসমাচার হয় ওপেন কন্টেন্ট প্রকল্পে ডেভিড এ. উইলি কর্তৃক এর ব্যবহারে।

তখন থেকে এটি অনেকগুলো গতানুগতিক স্বত্বাধিকার সীমাবদ্ধতা ব্যতীত কন্টেনটকে সংজ্ঞায়িত করছে।

তথ্যসূত্র

  1. গ্রসম্যান, লেভ (১৮ জুলাই ১৯৯৮)। "New Free License to Cover Content Online"নেটলি News। ১৯ জুন ২০০০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০১-১২
  2. উইলি, ডেভিড (১৯৯৮)। "ওপেন কন্টেন্ট"OpenContent.org। ২৮ জানুয়ারি ১৯৯৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.