উন্মুক্ত-প্রবেশাধিকার-সফটওয়্যার আন্দোলন
উন্মুক্ত প্রবেশাধিকার সফটওয়্যার আন্দোলন একটি আন্দোলন যেখানে সফটওয়ার বা কম্পিউটার প্রোগামগুলি উন্মুক্ত উৎস লাইসেন্সের Open-source license মাধ্যমে প্রকাশ করা হয়। এই আন্দোলনের উদ্দেশ্য হল উন্মুক্ত-উৎসের সফটওয়্যারএর ধারণাটি ছড়িয়ে দেওয়া। সাধারনত সফটওয়্যারগুলি কোন সংস্থা তৈরী করে এবং সেটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে অর্থ প্রদান করতে হয় বা লাইসেন্স কিনতে হয়। উন্মুক্ত সফটওয়্যারের ক্ষেত্রে এটি ব্যবহার কারি কোন অর্থ খরচ ছাড়া ব্যবহার করতে পারেন। উন্মুক্ত সফটওয়্যারের সোর্সকোড বা সফটওয়্যারের লিখিত রুপও প্রত্যেকের জন্য উপলব্ধ ফলে সফটওয়্যার নির্মাতাগন বা ডেভেলপারগন সফটওয়্যারটিতে নিজেদের অবদানও রাখতে পারেন ।
মূল ধারণা
উন্মুক্ত-উৎসের সফটওয়্যার হল -
- আপনার ইচ্ছামতো বিভিন্ন কাজের জন্য সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন ।
- আপনার ইচ্ছামতো সফটওয়্যারটি পরিবর্ধন করতে পারেন ।
- যে কোন ব্যক্তিকে বিতরন করতে পারেন।
- অপনার পরিবর্ধিত কপিটিও বিতরন করতে পারেন এতে আপনার সঙ্গে অন্য ব্যবহারকারিও উপকৃত হবেন ।
ইতিহাস
- সর্বপ্রথম রিচার্ড স্টলম্যান উন্মুক্ত সফটওয়্যারের ব্যাপারে দাবি তোলেন [1] এরপর ১৯৮৪ তে জি এন ইউ প্রোজেক্ট শুরু করেন ।
- ১৯৯০ তে জি এন ইউ প্রোজেক্ট ও লিনাক্স যুক্ত হয় ।
- ১৯৯৮ তে নেটস্কেপ নেভিগেটরের তার সোর্সকোড উন্মুক্ত করে ।
- এরপর সম্পূর্ণ ফ্রি ও উন্মুক্ত ইন্টারনেট ব্রাউসার মোজিলা ফায়ারফক্স শুরু হয় এবং ২০০০ সালে এটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে ।
- এরিক রেমন্ড উন্মুক্ত উৎস সম্প্রদায় বা ওপেন সোর্স কমিউনিটির বৃদ্ধির জন্য Open Source Initiative (OSI) তৈরী করেন ।
- ২০১০ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে ৯৮% এন্টারপ্রাইজ বা উদ্যোগ উন্মুক্ত উৎস সফ্টওয়্যার ব্যবহার করে।
আরো দেখুন
তথ্যসূত্র
- Richard Stallman, Why Software Should Not Have Owners
- ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে A Brief History Of Open Source
আরও পড়ুন
- Weber, Steven (২০০৪)। The Success of Open Source। The President and Fellows of Harvard College। পৃষ্ঠা 20–28। আইএসবিএন 978-0-674-01858-7।
- Meeker, Heather (২০০৮)। The Open Source Alternative: Understanding Risks and Leveraging Opportunities। John Wiley & Sons। আইএসবিএন 978-0-470-19495-9।
- Schrape, Jan-Felix (২০১৭)। "Open-source projects as incubators of innovation. From niche phenomenon to integral part of the industry"। Convergence। ডিওআই:10.1177/1354856517735795।
- Software Freedom Law Center (৩ মার্চ ২০০৮)। "A Legal Issues Primer for Open Source and Free Software Projects"।
- The Open Source Movement (২৪ অক্টোবর ২০১০)। "The Open Source Movement"। ২৯ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।
- Rosen, Lawrence (জুলাই ২০০৯)। "Bad facts make good law: The Jacobsen case and Open Source"। International Free and Open Source Software Review। Software Freedom Law Center, Inc।
- Howe, Denis। "Copyleft"। The Free On-line Dictionary of Computing। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৪।
- Goettsch, Kerry D. (২০০৩)। "SCO Group v. IBM: The Future of Open Source Software"। Journal of Law, Technology & Policy: 581।
- "The Open Source Definition"। Open Source Initiative। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৪।
- Wayner, P. (২০০০)। Free for all: how Linux and the free software movement undercut the high-tech titans। Harperbusiness। আইএসবিএন 978-0-06-662050-3।
- Kirk St. Amant (২০১১)। "Open Source Software, Access, and Content creation in the global economy"।
- Still (২০১০)। "A Dozen Years After Open Source's 1998 Birth, It's Time For OpenTechComm"।
- ssy.org.uk/2012/01/the-online-revolution/ The Online Revolutionarchived at https://web.archive.org/web/20130718231856/http://ssy.org.uk/2012/01/the-online-revolution/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.