উনিওনে স্পোর্তিভা লেচ্চে

উনিওনে স্পোর্তিভা লেচ্চে (সাধারণত ইউএস লেচ্চে অথবা শুধুমাত্র লেচ্চে ইতালীয় উচ্চারণ: [ˈlettʃe] নামে পরিচিত) হচ্ছে লেচ্চে ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির দ্বিতীয় স্তরের ফুটবল লীগ সেরিয়ে বি-এ খেলে। এই ক্লাবটি ১৯০৮ সালের ১৭ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইউএস লেচ্চে তাদের সকল হোম ম্যাচ লেচ্চের স্তাদিও ভিয়া দেল মারেতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩১,৫৩৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এউজেনিও কোরিনি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সাভেরিও স্তিক্কি দামিয়ানি। ইতালীয় মধ্যমাঠের খেলোয়াড় মার্কো মানকোসু এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

লেচ্চে
পূর্ণ নামউনিওনে স্পোর্তিভা লেচ্চে এস.পি.এ.
ডাকনামই জাল্লোরসসি (হলুদ এবং লাল)
ই সালেন্তিনি (সালেন্তীয়)
ই লুপি (নেকড়ে)
প্রতিষ্ঠিত১৭ মার্চ ১৯০৮ (1908-03-17)
মাঠস্তাদিও ভিয়া দেল মারে
ধারণক্ষমতা৩১,৫৩৩[1]
সভাপতি সাভেরিও স্তিক্কি দামিয়ানি
প্রধান কোচ এউজেনিও কোরিনি
লিগসেরিয়ে বি
২০১৮–১৯১৮তম (অবনমিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, ইউএস লেচ্চে এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেরিয়ে বি শিরোপা, ৪টি সেরিয়ে চি, ১টি কোপ্পা ইতালিয়া সেরিয়ে চি এবং ১টি অ্যাঙ্গলো-ইতালীয় অর্ধপেশাদার কাপ শিরোপা রয়েছে।

অর্জন

ঘরোয়া

  • সেরিয়ে বি
  • কোপ্পা আলি দেল্লা ভিত্তোরিয়া (১): ২০০৯–১০
  • সেরিয়ে চি
    • চ্যাম্পিয়ন (৪): ১৯৪৫–৪৬, ১৯৭৫–৭৬, ১৯৯৫–৯৬, ২০১৭–১৮
  • কোপ্পা ইতালিয়া সেরিয়ে চি
    • চ্যাম্পিয়ন (১): ১৯৭৫–৭৬
  • অ্যাঙ্গলো-ইতালীয় অর্ধপেশাদার কাপ
    • চ্যাম্পিয়ন (১): ১৯৭৬–৭৭

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.