উনা চ্যাপলিন
উনা কাস্তিয়া চ্যাপলিন (স্পেনীয়: Oona Castilla Chaplin; জন্ম: ৪ঠা জুন ১৯৮৬) হলেন একজন স্পেনীয় অভিনেত্রী। তিনি এইচবিও টেলিভিশনের গেম অব থ্রোনস ধারাবাহিকে তালিসা মাইগার চরিত্রে, এবং দ্য ক্রিমসন ফিল্ড ও ট্যাবু ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।
উনা চ্যাপলিন | |
---|---|
Oona Chaplin | |
জন্ম | উনা কাস্তিয়া চ্যাপলিন ৪ জুন ১৯৮৬ |
জাতীয়তা | স্পেনীয় |
মাতৃশিক্ষায়তন | রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৭-বর্তমান |
পিতা-মাতা | পাত্রিসিও কাস্তিয়া (পিতা) জেরাল্ডিন চ্যাপলিন (মাতা) |
আত্মীয় | দেখুন চ্যাপলিন পরিবার |
উনা অভিনেত্রী জেরাল্ডিন চ্যাপলিনের কন্যা, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা চার্লি চ্যাপলিনের নাতনী এবং মার্কিন নাট্যকার ইউজিন ওনিলের প্র-পৌত্রী।[1] তার মাতামহী উনা ওনিলের নামানুসারে তার নাম রাখা হয়।
প্রারম্ভিক জীবন
উনা কাস্তিয়া চ্যাপলিন ১৯৮৬ সালের ৪ঠা জুন মাদ্রিদে জন্মগ্রহণ করেন। তার মাতা জেরাল্ডিন চ্যাপলিন একজন ইঙ্গ-মার্কিন অভিনেত্রী এবং তার পিতা পাত্রিসিও কাস্তিয়া একজন চিলীয় চিত্রগ্রাহক। তার পিতামহী একজন মাপুচে।[2] তার মাতামহী উনা ওনিলের নামানুসারে তার নাম রাখা হয়। তিনি তার শৈশব কাটান স্পেন, ব্রিটেন, সুইজারল্যান্ড ও কিউবাতে। তার মায়ের চলচ্চিত্রে কাজের সুবাদে তাকে সেসব দেশ ঘুরতে হয়।[3] শৈশব থেকেই তিনি ব্যালে, সালসা ও ফ্লামেঙ্কো নাচের চর্চা শুরু করেন।[4] উনার শেন নামে এক সৎ ভাই রয়েছে। শেন তার মা ও স্পেনীয় পরিচালক কার্লোস সরার সন্তান।[2]
তথ্যসূত্র
- "Chaplin's granddaughter acts up"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮।
- স্ল্যাটার, লিডিয়া (১২ ফেব্রুয়ারি ২০১০)। "Oona Chaplin: The Chaplin kid"। ইভনিং স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮।
- "Funny girl: The not-so silent star Oona Chaplin"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮।
- টাইজ্যাক, অ্যানা (১১ আগস্ট ২০১১)। "My perfect weekend: Oona Chaplin"। দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮।