উনা চ্যাপলিন

উনা কাস্তিয়া চ্যাপলিন (স্পেনীয়: Oona Castilla Chaplin; জন্ম: ৪ঠা জুন ১৯৮৬) হলেন একজন স্পেনীয় অভিনেত্রী। তিনি এইচবিও টেলিভিশনের গেম অব থ্রোনস ধারাবাহিকে তালিসা মাইগার চরিত্রে, এবং দ্য ক্রিমসন ফিল্ডট্যাবু ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

উনা চ্যাপলিন
Oona Chaplin
২০১৬ সালে উনা চ্যাপলিন
জন্ম
উনা কাস্তিয়া চ্যাপলিন

(1986-06-04) ৪ জুন ১৯৮৬
জাতীয়তাস্পেনীয়
মাতৃশিক্ষায়তনরয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৭-বর্তমান
পিতা-মাতাপাত্রিসিও কাস্তিয়া (পিতা)
জেরাল্ডিন চ্যাপলিন (মাতা)
আত্মীয়দেখুন চ্যাপলিন পরিবার

উনা অভিনেত্রী জেরাল্ডিন চ্যাপলিনের কন্যা, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা চার্লি চ্যাপলিনের নাতনী এবং মার্কিন নাট্যকার ইউজিন ওনিলের প্র-পৌত্রী।[1] তার মাতামহী উনা ওনিলের নামানুসারে তার নাম রাখা হয়।

প্রারম্ভিক জীবন

উনা কাস্তিয়া চ্যাপলিন ১৯৮৬ সালের ৪ঠা জুন মাদ্রিদে জন্মগ্রহণ করেন। তার মাতা জেরাল্ডিন চ্যাপলিন একজন ইঙ্গ-মার্কিন অভিনেত্রী এবং তার পিতা পাত্রিসিও কাস্তিয়া একজন চিলীয় চিত্রগ্রাহক। তার পিতামহী একজন মাপুচে।[2] তার মাতামহী উনা ওনিলের নামানুসারে তার নাম রাখা হয়। তিনি তার শৈশব কাটান স্পেন, ব্রিটেন, সুইজারল্যান্ড ও কিউবাতে। তার মায়ের চলচ্চিত্রে কাজের সুবাদে তাকে সেসব দেশ ঘুরতে হয়।[3] শৈশব থেকেই তিনি ব্যালে, সালসা ও ফ্লামেঙ্কো নাচের চর্চা শুরু করেন।[4] উনার শেন নামে এক সৎ ভাই রয়েছে। শেন তার মা ও স্পেনীয় পরিচালক কার্লোস সরার সন্তান।[2]

তথ্যসূত্র

  1. "Chaplin's granddaughter acts up"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮
  2. স্ল্যাটার, লিডিয়া (১২ ফেব্রুয়ারি ২০১০)। "Oona Chaplin: The Chaplin kid"ইভনিং স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮
  3. "Funny girl: The not-so silent star Oona Chaplin"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮
  4. টাইজ্যাক, অ্যানা (১১ আগস্ট ২০১১)। "My perfect weekend: Oona Chaplin"দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.