উনবিংশ শতাব্দী

১৯শ শতাব্দী গ্রেগরীয় পঞ্জিকা অনুসারে ১৮০১ থেকে ১৯০০ সাল পর্যন্ত সময়কাল।

সহস্রাব্দ: ২য় সহস্রাব্দ
শতাব্দী:
সময়রেখা:
দশক:
  • ১৮০০-এর দশক
  • ১৮১০-এর দশক
  • ১৮২০-এর দশক
  • ১৮৩০-এর দশক
  • ১৮৪০-এর দশক
  • ১৮৫০-এর দশক
  • ১৮৬০-এর দশক
  • ১৮৭০-এর দশক
  • ১৮৮০-এর দশক
  • ১৮৯০-এর দশক
বিষয়শ্রেণীসমূহ: জন্মমৃত্যু
সংস্থাপনাবিলুপ্তি সংস্থাপনা
১৮১৮ সালে চিলি স্বাধীন হয়

এই শতাব্দীতে স্পেনীয়, পর্তুগিজউসমান সাম্রাজ্যের পতন শুরু হয় এবং পবিত্র রোম সাম্রাজ্যমোঘল সাম্রাজ্যের পতন সম্পূর্ণ হয়।

নেপোলিয়নীয় যুদ্ধসমূহশেষে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের নেতৃত্বে আবির্ভূত হয়। বিশ্বের এক চতুর্থাংশ জনগণ ও এক-ত্রৃতীয়াংশ ভূখণ্ড এ সাম্রাজ্যের অধীনস্থ ছিল।

সারা বিশ্বে দাসবৃত্তি ব্যাপকভাবে হ্রাস পায়। বিদ্যুৎ, স্টিল ও পেট্রোলিয়ামের ব্যবহার বাড়ে ও একটি দ্বিতীয় শিল্পবিপ্লব ঘটে যার ফলশ্রুতিতে জার্মানি, জাপানমার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হয় এবং এরা নিজ নিজ সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে, রাশিয়া ও চীন অন্যান্য বিশ্বশক্তির সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে, ফলে এ সাম্রাজ্যগুলোতে সামাজিক নৈরাজ্য বেড়ে যায়।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.