উধারবন্দ বিধানসভা কেন্দ্র
উধারবন্দ বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[1][2] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (দশ বার)।
উধারবন্দ | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
দেশ | ভারত |
রাজ্য | আসাম |
বিভাগ | বরাক উপত্যকা |
জেলা | কাছাড় |
কেন্দ্র নং. | ১২ |
লোকসভা কেন্দ্র | ২. শিলচর |
নির্বাচনী বছর | ১,৬৩,৭৭১ (২০২১) |
ভোটার পরিসংখ্যান
২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৬৩,৭৭১ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮২,৬২৭ জন এবং নারী ভোটার ৮১,১৪৪ জন। উধারবন্দ বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৮২।
২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৪০,৯২০ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৩,৭৮৪ জন এবং নারী ভোটার ৬৭,১৩৬ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,২৭,২১৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬৬,৪৫৩ জন এবং নারী ভোটার ৬০,৭৬৬ জন।[3]
বিধানসভার সদস্য
নির্বাচন | বিধায়ক[4] | রাজনৈতিক দল | সময়কাল | |
---|---|---|---|---|
২০২১ | মিহির কান্তি সোম | বিজেপি | ২০১৬-বর্তমান | |
২০১৭ | ||||
২০১১ | অজিত সিং | আইএনসি | ১৯৯৮-২০১৬ | |
২০০৭ | ||||
২০০১ | ||||
১৯৯৮ | অগপ | |||
১৯৯৬ | জগন্নাথ সিংহ | আইএনসি | ১৯৯১-৯৮ | |
১৯১ | ||||
১৯৮৫ | জয়প্রকাশ তেওয়ারি | স্বতন্ত্র | ১৯৮৫-৯১ | |
১৯৮৩ | জগন্নাথ সিংহ | আইএনসি | ১৯৭৮-৮৫ | |
১৯৭৮ | জেপি | |||
১৯৭২ | আইএনসি | ১৯৬৭-৭৮ | ||
১৯৬৭ | ||||
১৯৬২ | দ্বারিকানাথ তেওয়ারি | ১৯৬২-৬৭ | ||
১৯৫৭ | তাজমুল আলি বড়লস্কর | ১৯৫৭-৬২ |
নির্বাচনী ফলাফল
২০২১ ফলাফল
আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : উধারবন্দ[5] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিজেপি | মিহির কান্তি সোম | ৬১,৮৪৫ | ৪৮.৩৪% | -০.৯৮ | |
কংগ্রেস | অজিত সিং | ৫৯,০৬০ | ৪৫.২৮% | +৪.৬৩ | |
স্বতন্ত্র | রাহুল রায় | ৫,৭৯৬ | ৪.৪৪% | অপ্রযোজ্য | |
উপরের কোনোটিই নয় | উপরের কোনোটিই নয় | ১,৪৯৪ | ১.১৫% | -০.৪১ | |
জয়ের ব্যবধান | ২,৬৮৫ | ২.০৮% | -৫.৫৯ | ||
ভোটার উপস্থিতি | ১,২৮,৯৪৭ | ৭৯.০২% | -০.৭৪ | ||
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -০.৯৮ | |||
২০১৬ ফলাফল
আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : উধারবন্দ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিজেপি | মিহির কান্তি সোম | ৫৪,২০৪ | ৪৮.৩২ | ||
কংগ্রেস | অজিত সিং | ৪৫,৫৯৮ | ৪০.৬৫ | ||
গণতান্ত্রিক মোর্চা | লিয়াকৎ আলী লস্কর | ৮,৭১৫ | ৭.৭৭ | ||
স্বতন্ত্র | সাদিক হোসেন বড়লস্কর | ৮৮২ | ০.৭৮ | ||
এসপি | অপর্ণা তেওয়ারি | ৫৪২ | ০.৪৮ | ||
স্বতন্ত্র | মণিনুল হক লস্কর | ৪৭৪ | ০.৪২ | ||
উপরের কোনোটিই নয় | উপরের কোনোটিই নয় | ১,৭৪৫ | ১.৫৬ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৬০৬ | ৭.৬৭ | |||
ভোটার উপস্থিতি | ১,১২,১৬০ | ৭৯.৭৬ | |||
নিবন্ধিত ভোটার | ১,৪০,৬০৭ | ||||
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে | সুইং | ||||
তথ্যসূত্র
- "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬।
- "About Patharkandi constituency"। Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১।
- https://www.news18.com/assembly-elections-2021/assam/udharbond-election-result-s03a012/
- "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১।
- "AC_Wise Final Result as per Form 21E"। CEO Assam (ইংরেজি ভাষায়)।