উদিনেসে কালচো

উদিনেসে কালচো (সাধারণত শুধুমাত্র উদিনেসে নামে পরিচিত) হচ্ছে উদিনে ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব।[1] এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৬ সালের ৩০শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। উদিনেসে কালচো তাদের সকল হোম ম্যাচ উদিনের স্তাদিও ফ্রুইলিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৫,১৪৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লুকা গোত্তি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্কো সোলদানিইতালীয় আক্রমণভাগের খেলোয়াড় কেভিন লাজানিয়া এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

উদিনেসে
পূর্ণ নামউদিনেসে কালচো এস.পি.এ.
ডাকনামই ব্লাঙ্কোনেরি (সাদা এবং কালো)
ই ফ্রিউলানি (ফ্রিউলিয়ানীয়)
লে জেব্রেত্তে (ছোট জেব্রা)
প্রতিষ্ঠিত
তালিকা
  • ৩০ নভেম্বর ১৮৯৬ (30 November 1896)
    সোচেতা উদিনেসে দি গিন্নাস্তিকা এ সচেরমা হিসেবে
    ৫ জুলাই ১৯১১ (5 July 1911)
    আসোচাৎজিওনে দেল কালচো উদিনে হিসেবে
    ১৯১৯ (1919)
    আসোচাৎজিওনে স্পোর্তিভা উদিনেসে হিসেবে
    ১৯২৫ (1925)
    আসোচাৎজিওনে কালচো উদিনেসে হিসেবে
    ১৯৭৮ (1978)
    উদিনেসে কালচো হিসেবে
মাঠস্তাদিও ফ্রুইলি
ধারণক্ষমতা২৫,১৪৪
মালিক জাম্পাওলো পোৎজো
সভাপতি ফ্রাঙ্কো সোলদানি
ম্যানেজার লুকা গোত্তি
লিগসেরিয়ে আ
২০১৯–২০১৩তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, উদিনেসে কালচো এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি প্রিমা দিভিজিওনে এবং ১টি কোপ্পা ইতালিয়া সেরিয়ে চি শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ২০০০ উয়েফা ইন্টারটোটো কাপ

অর্জন

ঘরোয়া

  • সেরিয়ে আ
    • রানার-আপ (১): ১৯৫৪–৫৫
  • কোপ্পা ইতালিয়া
    • রানার-আপ (১): ১৯২২
  • প্রিমা দিভিজিওনে
    • চ্যাম্পিয়ন (১): ১৯২৯–৩০
  • কোপ্পা ইতালিয়া সেরিয়ে চি
    • চ্যাম্পিয়ন (১): ১৯৭৭–৭৮

আন্তর্জাতিক

  • উয়েফা ইন্টারটোটো কাপ
    • চ্যাম্পিয়ন (১): ২০০০
  • মিত্রোপা কাপ
    • চ্যাম্পিয়ন (১): ১৯৭৯–৮০
  • অ্যাঙ্গলো-ইতালীয় কাপ
    • চ্যাম্পিয়ন (১): ১৯৭৮

তথ্যসূত্র

  1. "Udinese Calcio"transfermarkt.com (ইংরেজি ভাষায়)। transfermarkt। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.