উদারা জয়াসুন্দরা
মাদুরাবেলাগে ডন উদারা সুপেক্ষা জয়াসুন্দরা (সিংহলি: උදාර ජයසුන්දර; জন্ম: ৩ জানুয়ারি, ১৯৯১) মিনুয়ানগোদা এলাকায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়কালে থেকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মাদুরাবেলাগে ডন উদারা সুপেক্ষা জয়াসুন্দরা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | মিনুয়ানগোদা, শ্রীলঙ্কা | ৩ জানুয়ারি ১৯৯১|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৩৩) | ১০ ডিসেম্বর ২০১৫ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১৮ ডিসেম্বর ২০১৫ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
রাগামা ক্রিকেট ক্লাব | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শ্রীলঙ্কা নেভি স্পোর্টস ক্লাব | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৩ ডিসেম্বর, ২০১৬ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে রাগামা ক্রিকেট ক্লাব ও শ্রীলঙ্কা নেভি স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। এছাড়াও, মাঝে-মধ্যে লেগ ব্রেক বোলিং করে থাকেন উদারা জয়াসুন্দরা।[1]
প্রথম-শ্রেণীর ক্রিকেট
আনন্দ কলেজে অধ্যয়ন করেছেন তিনি। বিখ্যাত ক্রিকেটার ব্রায়ান লারাকে আদর্শ হিসেবে মানেন। পেশাদারী পর্যায়ে ক্রিকেটার হবার স্বপ্ন ভেঙ্গে গেলে ব্যবসায় জগতে প্রবেশ করার ইচ্ছে রয়েছে তার। ২০০৯ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে তার। বামহাতি ব্যাটসম্যান উদারা জয়াসুন্দরা নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১০ সালর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলার জন্যে মনোনীত হয়েছিলেন। নভেম্বর, ২০০৯ সালে ত্রি-দেশীয় অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় বাংলাদেশের বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলেন।
অক্টোবর, ২০১৫ সালে সফররত ওয়েস্ট ইন্ডিয়ান একাদশের বিপক্ষে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের সদস্যরূপে প্রস্তুতিমূলক খেলায় অংশ নেন। ১৪২ রান তুলে দলে শীর্ষ রান সংগ্রাহক হন।[2]
আন্তর্জাতিক ক্রিকেট
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন উদারা জয়াসুন্দরা। সবগুলো টেস্টই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। ১০ ডিসেম্বর, ২০১৫ তারিখে ডুনেডিনে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১৮ ডিসেম্বর, ২০১৫ তারিখে হ্যামিল্টনে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
২০১৫-১৬ মৌসুমে শ্রীলঙ্কা দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। এ সফরেই ১০ ডিসেম্বর, ২০১৫ তারিখে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে তার টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ খেলায় তেমন সুবিধে করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে মাত্র ১ ও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রান তুলতে সক্ষম হন। ডুনেডিনে অনুষ্ঠিত ঐ টেস্টে তার দল ১২২ রানের পরাজয়বরণ করতে বাধ্য হয়।[3]
তথ্যসূত্র
- "Udara Jayasundera"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৫।
- "West Indies tour of Sri Lanka, Tour Match: Sri Lanka Board President's XI v West Indians at Colombo (SSC), Oct 9-11, 2015"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৫।
- "Sri Lanka tour of New Zealand, 1st Test: New Zealand v Sri Lanka at Dunedin, Dec 10-14, 2015"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৫।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে উদারা জয়াসুন্দরা (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে উদারা জয়াসুন্দরা (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)