উদর
উদর মেরুদন্ডী প্রাণীর দেহের একটি প্রধান অংশ। এটি বক্ষদেশের পশ্চাদ্ভাগে থাকে। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এর পুরোভাগে মধ্যচ্ছদা থাকে এবং পশ্চাদ্ভাগে শ্রোণি থাকে। মধ্যচ্ছদা উদর-গহবর থেকে প্লুরাল এবং পেরিকোর্ডিয়াল গহবরকে পৃথক রাখে। একময়াত্র স্তন্যপায়ী ছাড়া সব মেরুদন্ডী প্রাণীর ফুসফুস এবং উদরের viscera একই সাধারণ গহবরের মধ্যে থাকে যা Pluero-peritoneal cavity নামে পরিচিত।[1][2]
উদর | |
---|---|
বিস্তারিত | |
সন্নিবেশ | Rib cage Vertebral column |
কাজ | Movement and support for the torso Assistance with breathing Protection for the inner organs Postural support |
শনাক্তকারী | |
লাতিন | Abdomen |
মে-এসএইচ | D000005 |
টিএ৯৮ | A01.1.00.016 |
টিএ২ | 127 |
এফএমএ | FMA:9577 |
শারীরস্থান পরিভাষা |
উদর গহবরে অবস্থিত viscera সমূহ একটি পেরিটোনিয়াল পর্দা দিয়ে মোড়ানো থাকে। বিভিন্ন অঙ্গ থেকে পেরিটোনিয়াল পর্দা দেহ প্রাচীরে Mesenteries আকারে আটকানো থাকে। কিছু কিছু পর্দার ভাঁজ Omentum তৈরি করে।
অর্থ্রোপড এবং অন্যান্য প্রাণীর দেহের উদরের অংশ বোঝানোর জন্য abdomen শব্দটি ব্যবহৃত হয়ে থাকে।
তথ্যসূত্র
- Abdomen. (n.d.). Dictionary.com Unabridged (v 1.1). Accessed: 22 Oct 2007
- Abdomen. Dictionary.com. The American Heritage Dictionary of the English Language, 4th Edition. Accessed: 22 October 2007
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে উদর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- "Abdomen"। কলিয়ার নিউ এনসাইক্লোপিডিয়া। ১৯২১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.