উদয়পুর ইউনিয়ন, মোল্লাহাট

উদয়পুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[1][2]

উদয়পুর ইউনিয়ন
ইউনিয়ন
১নং উদয়পুর ইউনিয়ন পরিষদ
উদয়পুর ইউনিয়ন
উদয়পুর ইউনিয়ন
বাংলাদেশে উদয়পুর ইউনিয়ন, মোল্লাহাটের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৬′৩৫″ উত্তর ৮৯°৪২′১৬″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলামোল্লাহাট উপজেলা 
প্রতিষ্ঠা১৯১০
সরকার
  চেয়ারম্যানএম কে হায়দার মামুন
সাক্ষরতার হার
  মোট৫৩.৭৩
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

মোল্লাহাট উপজেলা হতে ইউনিয়ন পরিষদের দুরত্ব .২০কি:মি:। এই উনিয়নের উত্তর পার্শে গোপালগঞ্জ জেলা, পশ্চিমে চুনখোলা ইউনিয়ন দক্ষিণে কুলিয়া ইউনিয়ন ও পূর্বে আটজুড়ি ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

১৮৭০ সালে প্রথমে কয়েকটা গ্রাম/মহল্লা নিয়ে একটি অঞ্চল গঠিত হয় তারপর ১৯১০ সালে উদয়পুর গ্রামে উদয়পুর কাউন্সিল নামে ইউনিয়ন পরিষদ গঠিত হয়।

প্রশাসনিক এলাকা

  • আস্তইল
  • চর-আস্তইল
  • পশ্চিম-চরগোবরা
  • উদয়পুর-উত্তরকান্দী
  • চর-উদয়পুর
  • ঘোড়াদাইড়
  • গোলারগাতী
  • বিলপাড়
  • মেহেরপুর
  • উদয়পুর-দৈবকান্দী
  • উদয়পুর-আড়ুয়াকান্দী
  • উদয়পুর-গোলারচক
  • খাড়াকান্দী
  • গাড়ফা
  • গিরিশনগর
  • বড়বাগ-বোয়ালিয়া
  • দের-বোয়ালিয়া
  • বৈঝাকী
  • মোল্লারকুল
  • সড়াবাড়ী
  • রাজনগর

আয়তন ও জনসংখ্যা

আয়তনঃ ৫৬৬৭ একর। জনসংখ্যা মোট: ২৩১৪০ জন।

শিক্ষা

শিক্ষার হার :  ৫৩.৭৩%

শিক্ষা প্রতিষ্ঠান

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • এমএ খয়ের - সাবেক সংসদ সদস্য।

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- এম কে হায়দার মামুন

পূর্বতন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানগণের তালিকা সময়কাল
০১ শেখ মোস্তা গাউসুল হক
০২ মো: জামাল উদ্দিন শিকদার
০৩
০৪
০৫

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "উদয়পুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫
  2. "মোল্লাহাট উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.