উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Northern Mariana Islands Football Association; এছাড়াও সংক্ষেপে এনএমআইএফএ নামে পরিচিত) হচ্ছে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[1] এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ২০০৯ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির অস্থায়ী সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপানে অবস্থিত।
এএফসি | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ২০০৫ |
সদর দপ্তর | সাইপান, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ |
ফিফা অধিভুক্তি | নেই |
এএফসি অধিভুক্তি | ২০০৯ (অস্থায়ী সদস্য) |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | ![]() |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এম লীগ বিভাগ ১-এর মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন জেরি টান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রস সাপান্তা।
কর্মকর্তা
- ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | জেরি টান |
সহ-সভাপতি | ভিকি ইজুকা |
সাধারণ সম্পাদক | রস সাপান্তা |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | |
প্রযুক্তিগত পরিচালক | মিচিতেরু মিতা |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | মিচিতেরু মিতা |
জাতীয় দলের কোচ (নারী) | কু লুয়াম খেন |
রেফারি সমন্বয়কারী |
তথ্যসূত্র
- "North Mariana exit weakens Oceania Football Confederation"। playthegame.org। ১১ মে ২০০৯। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
(ইংরেজি)
- এএফসি-এ উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.