উত্তর কুশিয়ারা ইউনিয়ন
উত্তর কুশিয়ারা ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[1][2][3]
উত্তর কুশিয়ারা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() উত্তর কুশিয়ারা ![]() ![]() উত্তর কুশিয়ারা | |
স্থানাঙ্ক: ২৪°৪১′৫৫″ উত্তর ৯১°৫৬′৩২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | ফেঞ্চুগঞ্জ উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ৭ এপ্রিল ২০১১ |
সরকার | |
• চেয়ারম্যান | আহমদ জিলু |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০%। |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৩৫ ৯৫ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ হতে ৩ কিলোমিটার উত্তরে ফেঞ্চুগঞ্জ-সিলেট হাইওয়ে রোডের পাশে ইলাশপুর গ্রামে অবস্থিত।
ইতিহাস
উত্তর কুশিয়ারা ইউনিয়নটি ৭ এপ্রিল ২০১১ সালে প্রতিষ্টিত হয়। এই ইউনিয়নের ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত ছিল। ২৭ টি গ্রাম নিয়ে বর্তমান ইউনিয়ন পরিষদটি গঠিত।
প্রশাসনিক এলাকা
গ্রামের সংখ্যা: ২১টি, মৌজার সংখ্যা ২টি, হাট/বাজারের সংখ্যা ৪টি।
- দনারাম
- রোকনপুর
- নোয়াগাঁও, নারায়নপুর
- চানপুর
- ইলাশপুর
- ছালেহপুর
- পূর্বকান্দি
- গাজীপুর
- খিলপাড়া উত্তর
- খিলপাড়া দক্ষিণ
- দিনপুর
- আটঘর
- কোনাপাড়া
- কটালপুর
- ডণ্ডি
- মাজপাড়া
- মুহিদপুর
- তেরাকুড়ি
- ফকিরপাড়া
- পাঠানছক
আয়তন ও জনসংখ্যা
আয়তন-২২.৭৫ বর্গ কি:মি:। লোকসংখ্যা:-২০৫৬৩ জন।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হার: ৭০% (২০০১ সালের আদমশুমারী অনুসারে)
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫টি
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪টি
- উচ্চ বিদ্যালয় ২টি
- মাদ্রাসা ৪টি
- মহিলা মাদ্রাসা ১টি
দর্শনীয় স্থান
- রত্না নীর উপর ব্রীজ
উল্লেখযোগ্য ব্যক্তি
- ব্যারিস্টার নজরুল খসরু - ব্রিটিশ বিচারপতি, জন্মস্থান উত্তর কুশিয়ারা ইউনিয়নের মুহিদপুর গ্রাম।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- আহমদ জিলু
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আহমদ জিলু | ৭ এপ্রিল ২০১১ - বর্তমান |
তথ্যসূত্র
- "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- "০৪ নং উত্তর কুশিয়ারা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ জুলাই ২০১৯। ২৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৯।
- "ফেঞ্চুগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.